একাত্মতা -১

প্রকৃতির কাছে আত্মসমর্পণে
দেখতে পাবে জগৎকে ভিন্ন দৃষ্টিতে
সঙ্কীর্ণ চিন্তার বদলে দেখতে পাবে বৈশ্বিক রূপ
আর তখনই বুঝতে পারবে
তুমি এক গুরুত্বপূর্ণ ক্রীড়নক
এই মহাবিশ্বে
প্রতিটি অনু ও পরমাণুতে
প্রতিটি গ্রহ নক্ষত্রের গতি ও ঘূর্ণনে

তখনই অনুভব করবে সেই শক্তির প্রাবল্য
যা অসীম, অনন্ত
সময়, অপরিসীম
সৃষ্টির আদি ও অন্ত

অতীত, বর্তমান, ভবিষ্যৎ
জৈবিক ও অজৈবিক সৃষ্টি
কর্ম ও ফল
আবেগ, নিরাবেগ
রাগ ক্রোধ ভালবাসা

সীমাবদ্ধ সময় থেকে শুরু হয় পরিভ্রমণ
অনন্তের পথে
ভেঙে সব নিয়ম
পদার্থবিদ্যা
গতিবিদ্যা
আপেক্ষিকতার

ক্রমশ দীর্ঘ পথ
প্রবহমান জীবনের ধারা
জন্ম ও মৃত্যুর বাইরে
প্রকৃতির সাথে
পুরোপুরি একাত্ম হয়ে
অনুভব করবে সেই শক্তি
যা ধ্বংস করতে পারে এই পৃথিবী
সৃষ্টি করতে পারে এই মহাবিশ্ব

Originally published at সুহৃদ সরকার.

--

--