স্বপ্ন / শ্রী চিন্ময়

১.
স্বপ্নসব বাঁচিয়ে রাখে এই পৃথিবী।

২.
আজকের স্বপ্নদ্রষ্টা আগামীদিনের পথসন্ধানী।

৩.

প্রতিটি স্বপ্নই সামনে এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা।

৪.

প্রতিটি স্বপ্নই নিজেকে আবিষ্কারের সুযোগ।

৫.

স্বপ্ন আমাদেরকে মেঘের মধ্যেই পাল তুলে নাও বাইতে প্রেরণা যোগায়।

৬.

স্বপ্ন থেকে জন্ম নেয় বাস্তবতা।

৭.

প্রতি মুহূর্তে স্রষ্টা স্বপ্ন দেখছেন তাঁর সৃষ্টির মাধ্যমে।

৮.

প্রথমে আমরা স্বপ্ন দেখি, তারপর শীঘ্রই, বাস্তবতা নেমে আসে।

৯.

আমরা প্রার্থনা করলে ঈশ্বর আমাদের এক নূতন স্বপ্ন দিয়ে আশীর্বাদ করেন।

১০.

স্বপ্ন এক বীজ; এর থেকে বেড়ে ওঠে বাস্তবতা।

১১.

মানবজাতির যা দরকার: দিনের বেলায় ইতিবাচক চিন্তা, রাতের বেলায় ইতিবাচক স্বপ্ন।

১২.

মন যখন পরিষ্কার, স্বপ্ন তখন উজ্জ্বল।

১৩.

হৃদয় যখন বিশুদ্ধ, স্বপ্ন তখন সুন্দর।

১৪.

জীবন যখন স্বত-প্রণোদিত, স্বপ্ন তখন ফলদায়ক।

১৫.

কোনো স্বপ্নই চিরকাল অপূর্ণ থাকে না।

১৬.

ধৈর্য্য ও অধ্যাবসায় স্বপ্ন-পূরণকারী।

১৭.

প্রতিটি স্বপ্ন আমাদের হৃদয়ে ঈশ্বরের-সৌরভ।

১৮.

আজকের আত্মার-স্বপ্নদ্রষ্টা আগামীদিনের জীবন-গঠনকারী।

১৯.

মনোহর স্বপ্ন এক উর্দ্ধমুখী শিখা।

২০.

একটি স্বপ্ন সজীবতা। একটি স্বপ্ন নবীনতা। একটি স্বপ্ন পরিপূর্ণতা।

২১.

খারাপ স্বপ্নের জন্য ভয় পেও না। তাকে আক্রমণ করো, হাল ছেড়ো না।

২২.

নিরুৎসাহক স্বপ্নকে পরিণত করা যেতে পারে এক আলোকিত বাস্তবতায়।

২৩.

ফুলের স্বপ্ন দেখো, তুমি পরিণত হবে ফুলের সৌন্দর্যে।

২৪.

নৌকার স্বপ্ন দেখো, তুমি পরিণত হবে ভ্রমণের উদ্যমে।

২৫.

পর্বতের স্বপ্ন দেখো, নৈশব্দ হবে তোমার নাম।

২৬.

নদীর স্বপ্ন দেখো, তোমার জীবনের বৈভব গড়াবে আত্মার অমরতায়।

২৭.

আকাশের স্বপ্ন দেখো, তুমি হবে অসীমের সন্তান।

২৮.

সূর্যের স্বপ্ন দেখো, তুমি হবে আগুনের মালিক এবং দাতা।

২৯.

স্বাপ্নিক এক প্রেরণা-আরোহক। স্বাপ্নিক এক আকাঙ্ক্ষার-ধাবক।

৩০.

স্বাপ্নিক এক মনোযোগের নোঙর। স্বাপ্নিক এক ধ্যানের- ডুবুরি। স্বাপ্নিক এক নীরিক্ষার-বন্দর।

৩১.

স্বপ্নদ্রষ্টা হলো অনন্তের গান এবং অসীমের নৃত্য।

৩২.

স্বাপ্নিক হলো হৃদয়ের সৌন্দর্য ও আত্মার উল্লাসের মধ্যে এক সোনালি সেতুবন্ধন।

৩৩.

লক্ষ্যের দিকে ধাবনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে স্বপ্ন।

৩৪.

স্বপ্নের মূল যত গভীর, বাস্তবতার সৈকত ততই নিকটে।

৩৫.

গতকালের স্বপ্ন ছিল দেখার। আজকের স্বপ্ন হলো হওয়ার।

৩৬.

এক বর্ণিল স্বপ্ন হলো ঈশ্বরের সঞ্চিত হাসি।

৩৭.

এক বর্ণিল স্বপ্ন হলো সোনালি সকালের পূর্বাভাস।

৩৮.

এক বর্ণিল স্বপ্ন লক্ষ্যকে নিয়ে আসতে নিকটের চেয়েও নিকটে।

৩৯.

স্বপ্ন কোনো মানসিক অলীকদর্শন নয়। স্বপ্ন হলো আধ্যাত্মিক রোশনাই।

৪০.

প্রতিটি স্বপ্নই অঙ্কুরোদগমিত নূতন সৃষ্টি।

৪১.

প্রতিটি স্বপ্নই ঈশ্বরের হাসিমুখের হাসিমাখা বাস্তবায়ন।

৪২.

আমাদের মন যখন প্রশান্ত থাকে, ঈশ্বর তখন গর্বের সাথে আশীর্বাদ করেন স্বর্গ-গামী স্বপ্নের মাধ্যমে।

৪৩.

আমাদের মন নীরব থাকলে, পরমা দেখায় তাঁর চোখের সৌন্দর্য আর তাঁর হৃদয়ের অমরত্ব।

৪৪.

স্বপ্ন একটি মাঠ যেখানে ফোটে বাস্তবতা-ফুল।

৪৫.

স্বপ্ন হলো মনের আলোকায়ন আর জীবনের পরিপূর্ণায়ন।

৪৬.

স্বপ্ন এক উর্ধগামী উড্ডয়ন। বাস্তবতা হলো সামনে যাওয়ার বিজয়-যাত্রা।

৪৭.

হৃদয়ের স্বপ্নের পেছনে ছোটো। তারাই তোমাকে নিয়ে যাবে উপলব্ধির-সূর্যোদয়ে।

৪৮.

প্রকৃত স্বপ্ন ব্যর্থ হয় না; এটি বইতে বইতে ভিড়ে গিয়ে সোনালি সৈকতে।

৪৯.

শিশু হলো মায়ের স্বপ্ন-পূরক-জীবন।

৫০.

যখন আপনি স্বপ্ন দেখেন এক নক্ষত্রের, আপনার মনের অন্ধকার আত্মসমর্পণ করে হৃদয়ের আলোর কাছে।

৫১.

যখন স্বপ্ন দেখেন, তখন আপনার বিশ্বাসকে সুদৃঢ় করেন।

৫২.

যখন স্বপ্ন দেখো চাঁদের, তোমার মন ভরে যায় কোমলতায়।

৫৩.

যখন স্বপ্ন দেখো চাঁদের, তোমার জীবন হয়ে ওঠে নূতনত্ব।

৫৪

যখন স্বপ্ন দেখো চাঁদের , তোমার হৃদয় হয় পরিপূর্ণ।

৫৫.

এক সুন্দর স্বপ্ন জয় করে মনের সন্দেহ।

৫৬.

এক শক্তিশালী স্বপ্ন বদলিয়ে দিতে পারে আমাদের জীবন অকল্পনীয়ভাবে।

৫৭.

স্বপ্ন আনে আশার-সুর্যোদয় আমাদের হৃদয়ে।

৫৮.
যখন আমাদের থাকে এক আত্মিক স্বপ্ন, আমরা আমাদের দেবত্বকে পুষি।

৫৯.

স্বপ্ন এক ডানা মেলা পাখি যা উড়ছে হাস্যোজ্জ্বল আকাশে।

৬০.

এক মিষ্টি স্বপ্ন স্বর্গের উৎসাহ-ছোঁয়া।

৬১.

মধুর স্বপ্নের মধ্যেই থাকে পৃথিবীর শান্তি।

৬২.
ধরিত্রী মা বিনিদ্রভাবে আশার-স্বপ্নের ডানায় ভর করে থাকেন।

৬৩.

এক মধুর স্বপ্নের সৌন্দর্য ও সৌরভ পৃথিবীর প্রতিটি মানুষকে ঘুম থেকে জাগাক।

মূল ইংরেজি থেকে সুহৃদ সরকার কর্তৃক অনূদিত

Originally published at সুহৃদ সরকার.

--

--