জাভাস্ক্রিপ্টঃ বিহ্যাইন্ড দ্যা সীন

কোড করা অনেক সহজ। কিন্তু ভালো কোড লিখা আর সেই কোড কিভাবে কাজ করছে সেটা বুঝা অনেক কঠিন। কঠিন বলে ডিমোটিভেট করতে চাই না। আসলে কোড কিভাবে কাজ করছে সেটা হচ্ছে বুঝার বিষয়। একবার যদি বুঝে যান কোড বিহ্যাইন্ড দ্যা সীনে কিভাবে কাজ করছে তাইলে আপনি যেকোনোভাবেই আপনার সুবিধামতো কোড লিখে যেতে পারবেন। আমার আজকের এই পর্বে তাই জাভাস্ক্রিপ্ট বিহ্যাইন্ড দ্যা সীনে কিভাবে কাজ করে সেগুলো নিয়েই যতটুকু সম্ভব বিস্তারিত আলোচনা করবো।

আমার জাভাস্ক্রিপ্ট এর ব্যাসিক নিয়ে লেখাগুলোঃ

জাভাস্ক্রিপ্ট সাধারণত কোনো এনভারোমেন্ট এ রান করে থাকে। প্রায়সময় সেটা আমাদের বহুল ব্যবহৃত ব্রাউজার হতে পারে, বা অন্য কোনো অ্যাপ্লিকেশন প্রোগ্রাম যেমন নোড জেএসও হতে পারে।

এখন এই জাভাস্ক্রিপ্ট যেখান থেকে রান করা থাকে, সেখানে একটা জাভাস্ক্রিপ্ট এর ইঞ্জিনও(Google V8 Engine, Spider Monkey, JavaScript Core etc…) থাকে যার কাজ হচ্ছে এই জাভাস্ক্রিপ্ট কোডকে এক্সিকিউট করা। ব্রাউজার বিভিন্ন ইঞ্জিন ব্যবহার করে জাভাস্ক্রিপ্ট রান করানো জন্য। যেমন গুগুল ক্রোম গুগুল ভি-এইট ইঞ্জিন ইউস করে, ফায়ারফক্স স্পাইডার-মানকি/রিহনো ইউজ করে, ইন্টারনেট এক্সপ্লোরার ও এজ চাকরা ইঞ্জিন ইউজ করে এবং সাফারি জাভাস্ক্রিপ্ট-কোর/নিট্রো ইউজ করে (জাভাস্ক্রিপ্ট এর অনেক ইঞ্জিন আছে, ফুল রেফারেন্স পেতে এখানে দেখুন )।

এখন এই জাভাস্ক্রিপ্ট কোড কয়েকটা ধাপে এক্সিকিউট হয়ে রান করে। আমরা নিচের ডায়াগ্রাম থেকে সেটা দেখতে পারিঃ

ফটোশপটা ক্রাশ করতেছিলো কোনো কারনে তাই ভালোভাবে করতে পারিনাই। পরে আপডেট করে দিবো।

এখানে কোড প্রথমে পার্সার(Parser) এর মধ্যে দিয়ে যায়। এখানে সাধারণত সিনট্যাক্স এরর চেক করা হয়। যদি কোনো সিনট্যাক্স এরর পাওয়া যায় তাহলে এখান থেকে সে এররটা থ্রো করা হয়। আর যদি সব সিনট্যাক্স কারেক্ট হয়ে থাকে, তাহলে এখান থেকে Abstract Syntax Tree নামে একটা ডাটা স্ট্রাকচার তৈরী করা হয়।

তারপরের ধাপে এই কোড ম্যাশিন কোডে কনভার্ট করা হয়, যেটা আসলে আমাদের কম্পিউটার বুঝতে পারে। এবং সবশেষে আমাদের কোড রান হয়।

এখন কেন এতো ধাপ ক্রস করতে হয় একটা কোড রান করার আগে? হ্যাঁ আমাদের কম্পিউটার ব্যাসিকালি ম্যাশিন কোড ছাড়া অন্যকিছু বুঝতে পারে না। আমরা যে ল্যাংগুয়েজেই কোড লিখি না কেন সেটা অবশ্যই ম্যাশিন কোডে কনভার্ট হতে হয়, নতুবা আমাদের কম্পিউটার সেটা বুঝতে পারে না।

এক্সিকিউশেন কন্টেক্সট এবং এক্সিকিউশেন স্ট্যাক

এক্সিকিউশেন কন্টেক্সট(Execution Context) এবং এক্সিকিউশেন স্ট্যাক(Execution Stack) সম্পর্কে পরিষ্কার ধারনা থাকা খুবই গুরত্বপূর্ন। জাভাস্ক্রিপ্ট এ অনেক ট্রিকি বিষয় রয়েছে যেগুলো বুঝা অনেক কষ্টসাধ্য যদিনা আপনি ঠিক মতো এই এক্সিকিউশেন কন্টেক্সট(Execution Context) আর এক্সিকিউশেন স্ট্যাক(Execution Stack) বুঝতে পারেন।

এক্সিকিউশেন কন্টেক্সট(Execution Context):

বাই ডিফল্ট জাভাস্ক্রিপ্ট গ্লোবাল কন্টেক্সট এক্সিকিউট করে। অন্যান্য কিছু ল্যাঙ্গুয়েজের মতো কোনো স্পেসেফিক ফাংশন থেকে এক্সিকিউট হয় না। আর জাভাস্ক্রিপ্ট এর গ্লোবাল এক্সিকিউশন কন্টেক্সট হচ্ছে ব্রাউজারের window অবজেক্ট। কোনো গ্লোবাল ভ্যারিয়েবল ডিক্লেয়ার করা বা window অবজেক্ট এ অ্যাসাইন করা একই কথা

var a = 10;

এখন যদি দেখি window এর ভিতরে a আছে কিনা তাহলে দেখতে পারঃ

window.a

তাহলে দেখবেন যে এটা সেইম আপনার ডিক্লেয়ারকৃত a এর ভ্যালুই দেখাচ্ছে

a === window.a //true

মানে দুইটা একই জিনিস। তো গ্লোবাল ভ্যারিয়েবল ডিক্লেয়ার করা বা window অবজেক্ট এ অ্যাসাইন করা একই কথা।

তবে আপনার এনভারোমেন্ট যদি ব্রাউজার না হয় তাহলে এই গ্লোবাল এক্সিকিউশন কন্টেক্সট এনভারোমেন্ট অনুযায়ী ভিন্ন ভিন্ন হতে পারে। যেমন নোড জেএস এর গ্লোবাল এক্সিকিউশন কন্টেক্সট হচ্ছে global অবজেক্ট। এনভারোমেন্ট অনুযায়ী এটা চ্যাঞ্জ হতে পারে।

এক্সিকিউশেন কন্টেক্সট নিয়ে পরে আরো বিস্তারিত আলোচনা করা হয়েছে।

এক্সিকিউশেন স্ট্যাক(Execution Stack):

জাভাস্ক্রিপ্ট এ এক্সিকিউশেন স্ট্যাক(Execution Stack) সম্পর্কে ক্লিয়ার ধারণার জন্যে আমরা একটা উদাহরণ ব্যবহার করবো এবং দেখবো সেই কোডগুলো কিভাবে এক্সিকিউট হচ্ছে।

var name = 'Zonayed';function first() {
var welcome = 'Hello ';
second();
console.log(welcome + name);
}
function second() {
var welcome2 = 'Hi! ';
third();
console.log(welcome2 + name);
}
function third() {
var welcome3 = 'Hey! ';
console.log(welcome3 + name);
}
first();

উপরের এই কোড রান করলে দেখবেন এভাবে রান হয়েছেঃ

শেষেরগুলো আগে আসতেছে আর আগেরগুলো পরে। কেমন এলোমেলো লাগতেছে না? হ্যাঁ এখানেই আমাদের এক্সিকিউশেন স্ট্যাকটা কিভাবে কাজ করতে সেটা বুঝতে হবে। তাইলেই একমাত্র তখন আমাদের পরিষ্কার ধারনা হবে কিভাবে এই কোড রান করলো। প্রথমে আমার নিচের এই ডায়াগ্রামটা লক্ষ্য করুনঃ

প্রয়োজনে জুম করে দেখুন

এখানে নাম্বার কোডগুলো সিরিয়াল নাম্বার অনুযায়ী এক্সিকিউট হবে। আর ডান পাশের ডায়াগ্রামটা ব্যাসিকালি এক্সিকিউশেন স্ট্যাক। স্ট্যাক ডাটা স্ট্রাকচার সম্পর্কে যদি আপনার ধারণা না থেকে থাকে তাহলে স্ট্যাক এমন একটা স্ট্রাকচার যেখানে ফার্স্ট ইন লাস্ট আউট সিস্টেম মেইন্টেইন করা হয়। এর মানে হচ্ছে এখানে ডাটা বের হওয়ার একটাই মাত্র রাস্তা থাকবে, আর যখনই কোনো ডাটা বের করা হবে সেটা একদম উপর থেকে বের করা যাবে। আপনি যদি অনেকগুলো কাঁচের প্লেট একটার উপরে আরেকটা স্ট্যাক দিয়ে রাখেন, তাহলে আপনি কোনো একটা প্লেট নিতে চাইলে প্রথমে আপনাকে উপরের প্লেটটাই নিতে হবে, নাইলে নিচে থেকে নিতে পারবেন না বা নিতে চাইলেও দুর্ঘটনার সম্ভাবনা থাকবে। আপনি সবার শেষে যে প্লেটটা রাখবেন স্ট্যাক ডাটা স্ট্রাকচার সিস্টেমে আপনি কোনো প্লেট নিতে চাইলে সেটাই নিতে হবে যেহেতু এই প্লেটটাই আপনার সবার উপরে। আর সবার প্রথমে যে প্লেটটা রেখেছেন সেটা হবে সবার নিচে, উপরের সবগুলো একটা একটা করে নেওয়া শেষ হলে পরেই আপনি সেই প্লেটটা নিতে পারবেন।

এখন আমাদের কোড যখন নাম্বার ১ এ তখন name ভ্যারিয়েবলে Zonayed অ্যাসাইন হয়ে যায়। তারপর শুধুমাত্র ফাংশন ডেফিনেশনগুলো একটা একটা করে প্রথমে first(), তারপরে second() এবং সবশেষে third() এক্সিকিউশেন স্ট্যাক এ গ্লোবাল এক্সিকিউশেন কন্টেক্সট এ চলে যায়। এখানে ফাংশনের ভিতরে থেকে কিছুই এক্সকিউট হবে না যেহেতু আমরা ফাংশন কোনোটাই এখন পর্যন্ত কল করি নাই।

তারপরের নাম্বার ৫ এ আমরা first() ফাংশনটাকে কল করেছি। এখন এই ফার্স্ট এক্সিকিউশেন স্ট্যাক এ গ্লোবাল এক্সিকিউশেন কন্টেক্সট এর উপরে স্থান পাবে এবং এখন first() এর ভিতর থেকে কোড এক্সিকিউট হওয়া শুরু করবে। এখন নাম্বার ৬ এ একটা ভ্যারিয়েবল নিয়ে সেখানে কিছু ডাটা অ্যাসাইন করা হলো। কিন্তু আবার নাম্বার ৭ এ আরেকটা ফাংশন second() কে কল করা হয়েছে। তাই এখন এক্সিকিউশেন স্ট্যাক এ first() এর উপরে নতুন আরেকটা এক্সিকিউশেন কন্টেক্সট second() স্থান নিবে এবং এখন second() এর ভিতর থেকে কোড এক্সিউকিউট হওয়া শুরু করবে। এখন এখানেও নাম্বার ৮ এ নতুন একটা ভ্যারিয়েবলে কিছু ডাটা অ্যাসাইন করা হয়েছে। আবার এর পরের নাম্বার ৯ এ আবার আরেকটা ফাংশন third() কে কল করা হয়েছে। তাই এখন এক্সিকিউশেন স্ট্যাক এ নতুন আরেকটা এক্সিকিউশেন কন্টেক্সট third() স্থান পাবে এবং এখন third() এর ভিতর থেকে কোড এক্সিকিউট হওয়া শুরু করবে। এখন third() এর ভিতরে নাম্বার ১০ এ আবার নতুন একটা ভ্যারিয়েবল নিয়ে কিছু ডাটা অ্যাসাইন করা হয়েছে। এবং পরের লাইনে কন্সোল লগ করা হয়েছে যেটা এখন আপনার কন্সোলে শো করবে। তাই এখানকার লগটাই আপনি প্রথমে দেখতে পাবেন আপনার আউটপুটে। এখন third() এক্সিকিউট হওয়া শেষ এবং এটা এখান থেকে সরে যাবে। তাই এখন এক্সিকিউশেন কন্টেক্সট যাবে second() এ যেহেতু এটাই এখন এক্সিকিউশেন স্ট্যাক এর একদম উপরে। এখন second() এর ভিতরে নাম্বার ১২ এর কন্সোল লগটা প্রিন্ট হবে আউটপুটে এবং তাই এটাই আপনি দ্বিতীয় পজিশনে আউটপুট হিসাবে দেখতে পাবেন। এখন সেইমভাবে second() ও শেষ এবং এক্সিকিউশেন স্ট্যাক থেকে চলে যাবে। এখন এক্সিকিউশেন স্ট্যাক এ একদম উপরে থাকবে first() । তাই এখন first() এক্সিকিউট হবে। first() এ নাম্বার ১৩ তে থাকা কন্সোল লগ প্রিন্ট হবে আউটপুটে এবং এই ফাংশন ফিনিশ হয়ে যাবে এবং এক্সিকিউশেন স্ট্যাক থেকে সরে যাবে। আর তাই এখানকার আউটপুটটা সবার শেষে দেখতে পাবেন। এভাবেই জাভাস্ক্রিপ্ট এ এক্সিকিউশেন স্ট্যাক কাজ করে। আর তাই আমরা এরকম আউটপুট দেখতে পাই।

এক্সিকিউশেন কন্টেক্সট (Execution Context) নিয়ে বিস্তারিতঃ

এক্সিকিউশেন কন্টেক্সট নিয়ে বিস্তারিত জানা খুবই গুরত্বপূর্ন। আপনি হয়তো জাভাস্ক্রিপ্ট এ দেখে থাকবেন আপনি চাইলে একটা ফাংশন ডিফাইন করার আগেই কল করতে পারবেন এবং সেই কোড কমপ্লিটলি ঠিকঠাক কাজ করবে।

first();function first() {
console.log('Jello');
}

এই কোড পুরোটা একসাথে রান করলে ঠিকঠাক কাজ করবে।

অথবা একটা ভ্যারিয়েবলও ইউজ করতে পারবেন এটা ডিফাইন করার আগে(ডিফাইন করার আগে ইউজ করলে সেটার ভ্যালু আন্ডিফাইন্ড দেখাবে, কোনো এরর দেখাবে না)।

console.log(welcome);var welcome = 'Hello World!';

আউটপুট আসবে এরকম কিন্তু কোনো এরর আসবে নাঃ

কি কারনে এরকম হয়? হ্যাঁ সেজন্যেই আমাদের এক্সিকিউশেন কন্টেক্সট নিয়ে বিস্তারিত গভীর নলেজ থাকতে হবে তাহলেই আপনি বুঝতে পারবেন এগুলো কেন কাজ করে।

যখন একটা ফাংশন কল করা হয়, তখন এখানে দুইটা ফেজ ঘটেঃ

১। ক্রিয়েশন ফেজ

২। এক্সিকিউশেন ফেজ

১। ক্রিয়েশন ফেজঃ ক্রিয়েশন ফেজে প্রথমে ভ্যারিয়েবল অবজেক্ট ক্রিয়েট করা হয়। তারপর স্কোপ চেইন ক্রিয়েট করা হয়। স্কোপ নিয়ে পরের পর্বে আলোচনা করা হয়েছে। তারপর সবশেষে this কীওয়ার্ড এর ভ্যালু ডিটারমাইন করা হয়। this যদি চিনে না থাকেন তাহলে চিন্তার কারণ নেই। আপাতত মাথায় রাখবেন এখানেই এটার ভ্যালু ডিটারমাইন করা হয়, আমি পরে this নিয়ে আলোচনা করবো।

সোজা বাংলায় ক্রিয়েশন ফেজে কি কি হয় বললেঃ

  • ফাংশনে যতগুলো আর্গুমেন্ট পাস করা হয়েছে সেগুলার আর্গুমেন্ট লিস্ট তৈরী করা হয়
  • কোড সব ফাংশন স্ক্যান করে এবং প্রত্যেকটা ফাংশন একটা ভ্যারিয়েবল অবজেক্ট এ স্টোর করা হয় যেটা সাধারণত ফাংশনটাকে পয়েন্ট করে।
  • তারপর কোড ভ্যারিয়েবল এর ডিক্লেয়ারেশনগুলো খোঁজ করে। এবং প্রত্যেকটা ডিক্লেয়ারকৃত ভ্যারিয়েবলের জন্যে undefined প্রপার্টি সেট করে দেয়।

২। এক্সিকিউশেন ফেজঃ তারপর এই ফেজে কোড এক্সিকিউট হয়। কোড এক্সিকিউশনের ক্ষেত্রে এক্সিকিউশেন কন্টেক্সট মেইন্টেইন করে কোড লাইন বাই লাইন এক্সিকিউট হয়। এজন্যেই পরে ফাংশন ডিফাইন করার আগে কল করলেও সেটা ঠিকঠাক কাজ করে। আর কোনো ভ্যারিয়েবল ডিক্লেয়ার করার আগে ইউজ করলে সেটার ভ্যালু undefined হিসাবে সেট হয়ে যায় এবং কোনো এরর শো করে না।

তো আজকে এই পর্যন্তই, ভালো থাকবেন আর পাশের মানুষটিকে ভালো রাখবেন।

আমার এই লেখা পূর্বে আমার ব্লগে প্রকাশিত হয়েছে। চাইলে আমার ব্লগ থেকে ঘুরে আসতে পারেন। ব্লগ থেকে সাবস্ক্রাইব করলে আমি নিজে থেকেই আমার নতুন লেখাগুলো আপনার ইমেইলে প্রতি শুক্রবার সকালে পাঠিয়ে দিবো। ভালো থাকবেন। হ্যাপী প্রোগ্রামিং!

--

--

Zonayed Ahmed
প্রোগ্রামিং পাতা

Front End Engineer — Passionate Programmer — ❤️ JavaScript — Skill is My Weapon, Perfection is My Habit — 🌍https://www.zonayed.me