[মুখবন্ধঃ একটি রাগের মাথায় লেখা ছোটগল্প] সত্যি বলতে কি, মাঝেমধ্যে প্রচন্ড রাগ হয়। মনে হয় সব শালা ফালতু; তা সে আমার ঘরের দেওয়ালে টানানো মহান পরিচালক হোক, বা কিছুক্ষণ আগে যার সাথে হেসে হেসে আড্ডা মেরে আসলাম, সেই লোকটা। লোকটা ফ্রি-তে মাল খাওয়াতে চাইল, আর আমিও চুপচাপ বসে গেলাম। গ্যাঁজাল…