Card Sorting Details in Bangla | UX Design | ইউএক্স ডিজাইন

Abdul Khaleque
3 min readSep 9, 2021

--

Card Sorting Details in Bangla | UX Design | ইউএক্স ডিজাইন

Card sorting হলো এমন একটা পদ্বতি যেটার মাধ্যমে পার্টিসিপেন্টের কাছ থেকে একটা স্পেসিফিক ইনফরমেশন চাওয়া হয় এবং সেটা পরবর্তিতে একটা নিদ্দিষ্ট criteriaর উপর ভিত্তি করে শ্রেনিভূক্ত করা হয়।

কার্ড সর্টিং বিভিন্নভাবে করা যায়। যেমনঃ স্টিকি নোটস, ছোট ছোট কাগজের টুকরায়। বর্তমানে কার্ড সর্টিং এর জন্য বিভিন্ন সফটওয়্যার বা ওয়েবসাইট রয়েছে। যার মাধ্যমে গ্রুপ ওয়াইজও কার্ড সর্টিং করা যায়।

যেমনঃ Miro, Optimal Workshop, User Zoom, Userpeek, Usablity Tools, uzCardSort(only runs on Mozila Firefox), xSort(Mac only), SimpleCardSort, UXSort, UXtweak etc.

Advantages of Card Sorting
১. কার্ড সর্টিং হল একটা রিসার্স টেকনিক। আর অন্যসব রিসার্স টেকনিকের থেকে এই কার্ড সর্টিং রিসার্স টেকনিকটা অর্গানাইজ করা খুব ইজি এবং কম ব্যয়সাপেক্ষ্য। কারণ, এইটা করার জন্য তেমন কিছুর দরকার হয় না, যাস্ট মার্কার এবং কাগজ হলেই কাজ শুরু করা যায়।

২. কার্ড সর্টিং এর কার্ডগুলা খুব দ্রুত চেঞ্জ করা যায়। ফলে ডিসিশন নেয়া বা ডিসিশন ডেভেলপ করা খুব ইজি।

৩. কার্ড সর্টিং এর কন্সেপ্ট প্রায় গত ১০ বছর এর বেশি সময় ধরে সকলের নিকট পরিচিত। তাই, এই কন্সেপ্টে/ সিস্টেমে কিভাবে কাজ করতে হয়, এটা নতুন কাউকে এ বিষয়ে শেখানোর তেমন প্রয়োজন পড়ে না।

৪. কার্ড সর্টিং এর ফলে ইউজার সম্পর্কে খুব ভালো ভাবে জানা যায় এবং ইউজারকে যদি কার্ড সর্টিং করতে বলা হয় তাহলে এর মাধ্যেমে অনুমান করা যায়- ইউজার কি এক্সেপেক্ট করতেছে।

Techniques of Card Sorting:
Open Card Sorting:
Open Card Sorting এ প্রত্যেক পার্টিসিপেন্টকে কার্ড দিয়ে একটা ইনফরমেশনকে তাদের ইচ্ছামত গ্রুপ করতে বলা হয়। এরপর সেই গ্রুপ গুলোকে তাদের পছন্দমত লেভেল করতে বলা হয়। অর্থাত Open Card Sorting এ পার্টিসিপেন্ট নিজের ইচ্ছামত ইনফরমেশন গুলো গ্রুপ এবং লেভেল করতে পারে।

এই ওপেন কার্ড সর্টিং ব্যবহার করা হয়, নতুন অথবা পুরাতন সাইটের ফিচার বা এক্সপেরিয়ান্স ডেভেলপের ক্ষেত্রে।

এখানে পার্টিসিপেন্টের পুরোপুরি গ্রুপ এবং লেভেল করার ক্ষেত্রে সম্পূর্ণ স্বাধীনতা রয়েছে।

Open Card Sorting

Close Card Sorting: Close Card Sorting এ রিসার্সার আগে থেকে স্পেসিফিক লেভেল করে রাখে। এরপর পার্টিসিপেন্টকে সেই লেভেলে তাদের কার্ডগুলোকে গ্রুপ করতে বলা হয়।

এই ক্লোস কার্ড সর্টিং ব্যবহার করা হয়, অলরেডি কোন এগজিস্টিং সাইটের এক্সপেরিয়ান্স ডেভেলপের ক্ষেত্রে।

এখানে পার্টিসিপেন্টের গ্রুপ করার ক্ষেত্রে স্বাধীনতা নেই।

Close Card Sorting

Hybrid card sorting: হাইব্রিড কার্ড সর্টিং অনেকটা ক্লোস কার্ড সর্টিং এর মতোই। এখানেও রিসার্সার বিভিন্ন গ্রুপে পার্টিসিপেন্টকে তাদের লেভেলকৃত কার্ড সর্টিং করতে বলে। কিন্তু এখানে পার্টিসিপেন্ট যদি মনে করে যে, কোন গ্রুপ মিসিং তাহলে সে তাঁর নিজ থেকে গ্রুপ এড করতে পারে।

এখানে পার্টিসিপেন্ট শুধু নতুন করে গ্রুপ ইনক্লুড করতে পারবে, কিন্তু সে রিসার্সারের কোন গ্রুপ বাদ দিতে পারবে না।

কার্ড সর্টিং Remotely করা যায় এবং Face to Face ও করা যায়।

রিমোট কার্ড সর্টিং হলো কম্পিউটার বেসড অর্থাৎ পার্টিসিপেন্টকে কার্ড সর্টিং এর জন্য রিসার্সারের কাছে থাকতে হয় না। পার্টিসিপেন্ট বিভিন্ন অনলাইন টুলের মাধ্যমে কার্ড সর্টিং করতে পারে।

আর ফেস টু ফেস কার্ড সর্টিং, পার্টিসিপেন্ট রিসার্সারের সামনে সরাসরি করে। এসময় পার্টিসিপেন্টকে বলা হয়, সে কার্ডগুলো কিভাবে/কি জন্য কোনটাতে গ্রুপ করছে এটা জোরে জোরে বলতে বলা হয় যাতে রিসার্সার পার্টিসিপেন্টের ডিসিশনগুলোকে অভযার্ভ করতে পারে।

Face to Face Card Sorting

আমি এটা বিভিন্ন ব্লগের আর্টিকেল এবং ইউটিউব ভিডিও দেখার পর যা বুঝতে পারছি, সেটা বাংলায় আমার নিজের মতো করে লেখার চেষ্টা করেছি। কোন ভূল থাকলে নির্ধিধায় জানাতে পারেন।
আর এই আর্টিকেলটা যদি আপনার উপকারে আসে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করার মাধ্যমে আমাকে ইন্সপায়ার করতে পারেন। আমার ইনশাআল্লাহ সামনে আরো আর্টিকেল লেখার ইচ্ছা আছে।

Contact With me
https://www.behance.net/helloaksarkar
https://dribbble.com/helloaksarkar
https://www.facebook.com/aksarkar.me
https://www.instagram.com/helloaksarkar
https://www.pinterest.com/helloaksarkar
https://www.linkedin.com/in/helloaksarkar
https://medium.com/@helloaksarkar

--

--

Abdul Khaleque

UI/UX Designer - Available for Design your website, mobile apps, web app UX/UI Design Project - www.behance.com/helloaksarkar www.linkedin.com/in/helloaksarkar