Understand UX Role by example of an app

Abdul Khaleque
2 min readFeb 27, 2022

--

একটা App এর প্রজেক্ট কিভাবে আগায় এবং UI/UX Design এর বিভিন্ন Designation সম্পর্কে জানতে আগ্রহী হলে আজকের এই নোটটা আপনার জন্য।

UX Researcher: সে পরিকল্পনা করবে কিভাবে একটা এপের মাধ্যেম মানুষজন বিভিন্ন জিনিস শেয়ার করতে পারবে, কথা বলতে পারবে বা আরো অন্য সব কাজ করতে পারে। সে এপের Core Concept দাড় করাবে।

UX Designer: UX Researcher এর কাছ থেকে সব কিছু বুঝে নিয়ে আইডিয়া নিয়ে একটা Wireframe তৈরী করবে। Wireframe এ ইউ এক্স ডিজাইনার প্রোটোটাইপ তৈরী করে দেখাবে, কোথায় ইনবক্স বা অন্য সব কাজের জন্য কোথায়, কি রাখা যায়।

UX Writer: কোন অপশনের কি কাজ, এইটা ইউজারকে কিভাবে আরো সহজে ও সংক্ষেপে বুঝানো যায়, এইসব টেকনিক্যাল বিষয়গুলো যিনি লিখেন, তিনি UX Writer. এবং কিভাবে লিখলে এপের ইউজার ইনফ্লুয়েন্স হয়ে এপ থেকে তাদের সার্ভিস টা পারচেজ করবে, সেটা এই UX Writer এর ই কাজ। মোটকথা সে আসলে লেখার মাধ্যমে ইউজারকে প্রভাবিত করবে যাতে তাদের কোম্পানি বেশি সার্ভিস সেল করতে পারে।

UX Manager: এই এপের জন্য যাদের নেয়া হইছিলো, অর্থাৎ এপ মেকিং এর সাথে যারা জড়িত তাদের সবার কাছ থেকে ফিডব্যাক নেয়া, কাজ কতটুক কমপ্লিট হইছে, কেমন হচ্ছে, সব কিছুর আপডেট নেয়া।

GUI Designer: গ্রাফিক্স/গ্রাফিকাল এলিমেন্টগুলো(পিকচার, কালার, টাইপোগ্রাফি বা শেপস) কেমন ভাবে ইউজ করলে এপের ব্র্যান্ডিং বেশি ইফেক্টিভ হবে, এইটা GUI Designer দের কাজ।

UI Designer: উপরের সবার কাছ থেকে সব কিছু নিয়ে সে ভিজুয়ালি+ইফেক্টিভলি(বেসড অন এভোব পিপল) ডিজাইন করবে। তাঁর কাজ কম্লিট হলে প্রথমে টেস্টিং পার্টের জন্য এপ রিলিজ করবে(অল্প ইউজারদের মধ্যে) তাঁর পর হবে লঞ্চিং পার্ট। এসময় এপটা সবার জন্য রিলিজ হবে।

Usability Specialist: এরা আসলে ভোট করবে এপের বিভিন্ন বিষয় নিয়ে, সুবিধা-অসুবিধা জানাবে। দুই বা একাধিক গ্রুপ হয়ে তাদের মতামতের ভিত্তিতে এপের ভেরিয়েশন রিলিজ করবে, দেন ইউজারদের কাছ থেকে ফিডব্যাক নিবে। কিভাবে এপ বানালে ইউজার এটার প্রতি আকৃষ্ট হবে। অন্য এপ বাদ দিয়ে কেন আপনার এপটাই ইউজ করবে। Usability Specialist রা বিভিন্ন পোল করে, এর মাধ্যেম Usability Specialist রা যে ফিডব্যাক পায় ইউজারদের কাছ থেকে সেটা UX Researcher কে জানায়, UX Researcher থেকে আবার পরের স্টেপ গুলা চলতে থাকে।

Startup company এর ক্ষেত্রে এতজন থাকে না। বড় বড় কোম্পানি্র ক্ষেত্রে শুধু এরকম বিভিন্ন কাজ বিভিন্নজনকে ডিস্ট্রিবিউট করে দেয়া হয়। Startup company বা ছোট কোম্পানির ক্ষেত্রে সব কাজ একজন কেই করতে হয়।

#uxdesign #uxdesigner #uidesign #uidesigner #uxwriter #uxresearch #ux

নোটটা আমি অনেক আগে ফেসবুকের একটা গ্রুপে লিখছিলাম। নোটটা সম্পর্কে আপনাদের মতামত থাকলে নির্ধিধায় জানাতে পারেন। Feel free, oh dear😀

--

--

Abdul Khaleque

UI/UX Designer - Available for Design your website, mobile apps, web app UX/UI Design Project - www.behance.com/helloaksarkar www.linkedin.com/in/helloaksarkar