এখন চারদিকেই শুধু জাভাস্ক্রিপ্টের জয়জয়াকার। একটা সময় জাভাস্ক্রিপ্ট ব্যবহার হত শুধু ফ্রন্ট এন্ড এর কাজে। কিন্তু এখন জাভাস্ক্রিপ্ট নিয়ে কাজ করার ফিল্ড দিন দিন বাড়ছে। এই সব কথাগুলো আমি শুনেছি, জাভাস্ক্রিপ্ট শেখার সাজেশন অনেকের কাছ থেকেই পেয়েছি, কিন্তু কেন জাভাস্ক্রিপ্ট শিখবো তা নিয়ে কোনও পরিষ্কার ধারনা ছিল না। তাই জাভাস্ক্রিপ্ট…