সবাইকে ইদের শুভেচ্ছা। আমরা যারা প্রোগ্রামিং এর সাথে জড়িত তারা প্রায় সবাই জানি যে সফটওয়্যার ডেভেলপমেন্ট এর ক্ষেত্রে লিন্যাক্স ব্যবহার করতে ডেভেলপাররা অত্যন্ত স্বাছন্দবোধ করেন। তার অবশ্য অনেক কারণ আছে। লিনাক্স ওপেন সোর্স, সিকিউরড, বেশিরভাগ সার্ভার লিনাক্সে রান করে, ডেভেলপারদের সুবিধার জন্য অনেক টুল আছে ইত্যাদি। তাছাড়াও সহজে ইন্সটল ও…