News and Tech
1 min readMar 2, 2023

--

নিউজ পোর্টাল ‘সকালেরকথা’ পত্রিকায় সাংবাদিক নিয়োগ — Journalist Job Circular 2023

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgQbojMvLHmjCo58W9yBIysLGAIibFMMSfs3MV5nP5oQQkdwls5fU4q5_MNwlNEPgiNID-scPeJCKZAg820eC2Th4A6xQZAqMbWLOKKCMpThBeidczd7ihlnM54x2IcIAPWLZE9RTlqPER4T8mL8WZfPb7IPoO-UpJOQl-uI7f9VoQPbY7JSY8-UbvR/w400-h334/20220825_091948.webp

আগ্রহী প্রার্থীরা পূর্ণাঙ্গ জীবন বৃত্তান্ত ই-মেইলে

news.sokalerkotha@gmail.com

সকালেরকথা একটি অনলাইন পত্রিকা, অনলাইন সংস্করণ পাঠক সমাজে জনপ্রিয়তা পেয়েছে। পাঠকের সংখ্যায় প্রতিনিয়ত যোগ হচ্ছে নানা শ্রেণি-পেশার হাজারো মানুষ। বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে প্রতিষ্ঠানটিতে কাজ করছে তরুণ, অভিজ্ঞ ও আন্তরিক সংবাদকর্মীরা। এরই ধারাবাহিকতায় ‘সকালেরকথা’ পত্রিকার নিয়োগ প্রক্রিয়ার এ ধাপ।

নিত্য নতুন সকল সংবাদ আরও দ্রুততার সাথে জনমানুষের কাছে পৌঁছে দিতে আমরা সুযোগ দিতে চাই নির্ভীক,উদ্যমী এবং সাংবাদিকতা করতে ইচ্ছুক নবীনদের।

আর এ জন্যই চলার পথে নবীনদের সারথি করতে সারাদেশে (কলেজ-বিশ্ববিদ্যালয়, জেলা-উপজেলা ও থানা) পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে।

প্রয়োজনীয় যোগ্যতাঃ

১. সাংবাদিকতা করার প্রবল মানসিক ইচ্ছা।

২. পরিশ্রমী হতে হবে।

৩. অনুসন্ধানী মানসিকতা।

৪. কোনটি সংবাদ আর কোনটি সংবাদ নয় সে সম্পর্কে ধারণা।

৫. লেখালেখির যোগ্যতা।

৬. ভাষাগত দক্ষতা।

যেসব বিশ্ববিদ্যালয়ের জন্য আবেদন করা যাবে-

ঢাকা বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, বরিশাল বিশ্ববিদ্যালয় ও খুলনা বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়।

প্রতিটি তথ্য, ছবি এবং ভিডিও ফুটেজ দ্রুত সংগ্রহ করে অফিসে পাঠাতে সক্ষমরাই কেবল আবেদন করুন। আবেদনের শেষ তারিখ আগামী ৩০ এপ্রিল।

প্রার্থীর যোগ্যতা: কমপক্ষে স্নাতক। অভিজ্ঞতা থাকলে শিথিল যোগ্য।

আবেদন পাঠাতে আপনাকে যা করতে হবে :

* ছবিসহ জীবন বৃত্তান্ত পাঠাতে হবে আমাদের ই-মেইলে।

news.sokalerkotha@gmail.com

* সিভি অবশ্যই নিজের ব্যক্তিগত মেইল থেকে পাঠাতে হবে। কারণ যে ই-মেইল থেকে সিভি পাঠাবেন পত্রিকা থেকে সেই ই-মেইলেই রিপ্লাই দেয়া হবে। More…

--

--

News and Tech
0 Followers

SEO & digital marketer expert focused on online growth. Contact : https://lnk.bio/Robi.bio