ফায়ারবেজ কি? ফায়ারবেজ হচ্ছে গুগলের একাটি প্ল্যাটফর্ম যা ডেভেলাপারদের অ্যাপ্লিকেশন ডেভেলাপ করার জন্য বিভিন্ন সার্ভিস দিয়ে থাকে, যেমন অথেনটিকেশন, ডেটাবেজ, স্টোরেজ, হোস্টিং, ক্লাউড ফাংশন ইত্যাদি। এক কথায় একটি অ্যাপ্লিকেশন বানাতে যা যা ইনফ্রাস্ট্রাকচার লাগে সবই। ফায়ারবেজ ব্যবহার করে কোন ব্যাকএন্ড ছাড়াই চমৎকার অ্যাপ্লিকেশন বানানো সম্ভব। আজ রিএ্যাক্ট আর ফায়ারবেজ দিয়ে স্টেপ বাই…