There’s no time to think. — কি করছি, কেন করছি, কি করতে চাই ভাববার সময় নাই। ব্যস্ততা তো ছিলই তার সাথে জুটেছে হাতের মুঠোয় অফুরন্ত বিনোদন, তথ্য ভান্ডার। সব কিছু দেখার, জানার আকর্ষণে নিজেকে জানা, নিজের মনে ডুব দেওয়ার ইচ্ছে চাপা পড়ে যায়। এক উন্মাদনায় ছুটে চলা, কিছুতে মশগুল হয়ে ভুলে থাকা সহজ; থামা কঠিন, নিজের…