ইভেন্ট হচ্ছে সোজা কথায় কোনো ঘটনা। আমি আমার একটা HTML ডকুমেন্ট এর কোথাও ক্লিক করলাম, এটা একটা ইভেন্ট। অথবা আমি একটা ইলিমেন্ট এর উপর মাউস পয়েন্টার নিলাম, অথবা আমি কী-বোর্ডের কোনো কী-তে চাপলাম, এগুলো সবই ইভেন্টের অন্তর্ভুক্ত। এমনিতে একটা পেজ লোড করা, পেজকে রিসাইজ করা এগুলোও ইভেন্টের মধ্যে পড়ে। এরকম…