কম্পিউটার প্রোগ্রামিং এর প্রচলিত সত্য সমূহ

Md. Jamal Uddin
DevsOrigin
Published in
2 min readJun 4, 2017
source : unplash/markus spiske
  1. একজন প্রোগ্রামার পিসি রিপেয়ার ম্যান নয়, এটা কেউ মনে রাখেন না । সবাই ভাবে যে একজন প্রোগ্রামার সে অবশ্যই পিসি এর নাড়ি নক্ষত্রের সব কিছুই জানবেন।

2. প্রোগ্রামিং করা মানে চিন্তা করা, শুধু শুধু টাইপিং করা নয়।

3. প্রোগ্রামিং এ গণনা শুরু হয় ‘শুন্য’ থেকে, ‘এক’ থেকে নয়।

4. কম্পিউটার সায়েন্সে ডিগ্রী নিলেই বা কোনো কম্পিউটার কোর্স সমাপ্ত করলেই অথবা IT প্রজেক্ট এ কাজ করেই সব শেষ নয়। প্রতি নিয়ত জানতে হবে নতুন নতুন বিষয়। লার্নিং নেভার স্টোপস। যদি আপনি কম্পিটিটিভ মাইন্ডের হতে চান তবে আপনাকে পার্সোনাল প্রজেক্টে কাজ করতে হবে, অথবা ওপেন সোর্স প্রজেক্ট এ সময় দিতে হবে। যার দ্বারা আপনি নতুন নতুন ল্যাঙ্গুয়েজে সমূহ শিখতে পারবেন বা নতুন সফটওয়্যার সম্পর্কে জানতে পারবেন, যেসব জিনিস আপনি আপনার ডেইলি অফিস ওয়ার্ক এর মাঝে শিখতে পারবেন না।

5. আপনাকে ডেভেলপার হওয়ার জন্য ম্যাথের জাহাজ হওয়া লাগবে না, আর আপনি কোনো ম্যাথ অলিম্পিয়াডেও যাচ্ছেন না । আপনি জাস্ট সিম্পল যোগ, বিয়োগ, গুন্, ভাগ, মডুলাস, পার্সেন্টেজ ইত্যাদি বুঝলেই চলবে। আপনার যদি প্রোগ্রামিং এর প্রতি প্যাশন থাকে, প্রব্লেম সলভিং স্কিল থাকে, রিয়েল লাইফ প্রব্লেম সলভ করে আনন্দ লাভ করেন তা হলেই চলবে, মোস্ট অফ অল আপনাকে ধর্য্য ধরে লেগে থাকতে হবে।

6. finally, স্লিপিং উইথ এ প্রবলেম, ক্যান একচ্যুয়ালি সলভ ইট।

এটি আমার নিজের কোনো লেখা না। Quora.com এর একটি প্রশ্নের উত্তর থেকে বাংলায় অনুবাদ মাত্র।

অরিজিনাল পোস্ট লিংক : https://www.quora.com/What-are-some-great-truths-of-computer-programming

লিখালিখির জগতে আমি নতুন মানুষ, তাই ভুল ত্রুটি ক্ষমার দৃষ্টিতে দেখবেন।

আমার সম্পর্কেঃ

আমি মোঃ জামাল উদ্দিন, প্রতিনিয়ত শিখছি এবং যা কিছু শিখছি তা আপনাদের সাথে লেখালেখির মাধ্যমে শেয়ার করার চেষ্টা করছি। কাজ করছি সফটওয়্যার ডেভেলপার হিসেবে। আমার সম্পর্কে বিস্তারিত জানতে ভিজিট করুন https://jaamaalxyz.github.io ওয়েবসাইটে এবং প্রায় সবগুলো জনপ্রিয় সোশ্যাল সাইটে আমাকে পাবেন jaamaalxyz ইউজারনামে।

--

--

Md. Jamal Uddin
DevsOrigin

Software engineer passionate about building and delivering SaaS apps using React Native. Agile enthusiast who occasionally writes blog posts about life and tech