করোনার চিকিৎসা হিসেবে হাতে লেখা ভাইরাল প্রেসক্রিপশনটি করোনার চিকিৎসার নয়

Tausif N Akbar
The Fact Check
Published in
Jun 28, 2021

ফ্যাক্ট চেকড বাই তাওসিফ এন আকবর (factchecked by TAUSIF n AKBAR)

সম্প্রতি করোনার চিকিৎসা হিসেবে হাতে লেখা একটি ভাইরাল প্রেসক্রিপশন সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে।

ভাইরাল হওয়া কিছু ফেসবুক পোস্ট দেখুন এখানে, এখানে এবং এখানে

ফ্যাক্টচেক

অনুসন্ধানে জানা যায় হাতে লেখা প্রেসক্রিপশনটি করোনার চিকিৎসার নয়, এটি একক একজন রোগীর সিম্পটমের জন্য দেয়া হয়েছিল যা কেবলমাত্র তার জন্যই প্রযোজ্য।ছবিটি নতুন করে ভাইরাল হলেও অনলাইনে ছবিটির অস্তিত্ব গতবছরের জুলাই থেকেই ছিল।

এছাড়াও হাতে লেখা প্রেসক্রিপশনটিতে (যেখানে কয়েকটি ঔষধের নাম ভুল বানানে লেখা) ডাঃ ফয়েজুর রহমানকে আই.ই.ডি.সি.আর এর বলে উল্লেখ করা হয়েছে যা সত্য নয়।ডাঃ ফয়েজুর রহমা্ন কুয়েত-বাংলাদেশ মৈত্রী সরকারী হাসপাতাল,উত্তরা-ঢাকা এর একজন মেডিকেল অফিসার।যা তিনি নিজেই আমাদেরকে নিশ্চিত করেছেন।

ডাঃ ফয়েজের নিজের দেয়া বিবৃতিটি শুনুন, নিচে

Truth or False: False

Claim Review:করোনার চিকিৎসা হিসেবে হাতে লেখা ভাইরাল প্রেসক্রিপশনটি বিভ্রান্তিকর ও উদ্দেশ্যপ্রোণোদিত

Claimed By: Facebook Posts

Fact Check: False

--

--

Tausif N Akbar
The Fact Check

| Journalist | Senior Fact-Checker boombd.com | Podcast'r | tausif@mstdn.social | Digital Sherlocks @DFRLab | tausif@journalist.com |