কোকা-কোলার কল্যাণ তহবিলের মাধ্যমে আইফোন জেতার খবরটি ভুয়া ও বিভ্রান্তিকর

Tausif N Akbar
The Fact Check
Published in
2 min readJun 8, 2021

সামাজিক যোগাযোগ মাধ্যমে কয়েকদিন ধরে (ফেসবুক ও হোয়াটসএপ) এর মেসেজ বক্সে কোকাকোলার কল্যাণ তহবিলের মাধ্যেমে আইফোন জেতার একটি খবর খব বেশি শেয়ার করা হচ্ছে।

সেরকম কিছু স্ক্রিনশট দেখুন

অনুসন্ধানে দেখা যায় , এটি একটি স্প্যাম লিংক এবং ভুয়া খবর।

পোস্টগুলো যাচাই করে পাওয়া যায় যে প্রত্যেকটি ভিন্ন ভিন্ন ম্যাসেজের ক্ষেত্রে ভিন্ন ভিন্ন লিংক ব্যবহার করা হয়েছে। এমনকি ওয়েবসাইটের নামও কোকাকোলার অফিশিয়াল সাইটের সাথে মিল পাওয়া যাচ্ছেনা।

কোকা-কোলা বাংলাদেশ এর অফিশিয়াল ওয়েবসাইট ও ফেসবুক পেজেও অফারের কোনো তথ্য পাওয়া যায়নি।

কিওয়ার্ড সার্চ পদ্ধতি ব্যবহার করে পাওয়া যায়, বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া এই গুজব প্রতিরোধে কোকাকোলার ফিলিপাইন ব্যবস্থাপনা কর্তৃপক্ষ তাদের অফিশিয়াল সামাজিক মাধ্যমগুলোতে এই অফারটি যে ভুয়া তা জানিয়ে বিবৃতি দিয়েছে। t.ly/fz2F এই লিঙ্ক এ দেখুন।অথবা ছবিতে দেখুন (নিচে)ঃ

photo; Coca-Cola Philippines Careers facebook page

বিখ্যাত military.com এর সংবাদ বিষয়ক সাইট dodbuzz.com এ এই তথ্যটিকে ভুয়া ও স্ক্যাম হিসেবে বলা হয়েছে। দেখুন নিচে

অনলাইনে ভুয়া তথ্য নিয়ে কাজ করা সাইট www.onlinethreatalerts.com ও এই অফারকে ভুয়া হিসেবে চিনহিত করেছে।দেখুন নিচে

বিভিন্ন ইভেন্টের অবস্থা জানিয়ে লেখালেখি করা সাইট cdodev.com ও এর মিথ্যে প্রচারণার বিষয়টি উন্মুক্ত করেছে।দেখুন নিচে

মূলতঃ স্ক্যামের মাধ্যমে বিভিন্ন ফাঁদে ফেলার জন্যই এমন ভূয়া ক্যাম্পেইন করে ।

ফ্যাক্টচেক ফলাফলঃ কোকা-কোলার কল্যাণ তহবিলের মাধ্যমে আইফোন জেতার লিংকটি ও খবরটি ভুয়া এবং বিভ্রান্তিকর।

--

--

Tausif N Akbar
The Fact Check

| Journalist | Senior Fact-Checker boombd.com | Podcast'r | tausif@mstdn.social | Digital Sherlocks @DFRLab | tausif@journalist.com |