পরীমনি ইস্যুতে চলচ্চিত্র শিল্পীদের জরুরী বৈঠক ও সিনেমায় নিষেধাজ্ঞার খবরটি ভুয়া

Tausif N Akbar
The Fact Check
Published in
2 min readJun 19, 2021

ফ্যাক্ট চেকড বাই তাওসিফ এন আকবর (factchecked by TAUSIF n AKBAR)

সম্প্রতি পরীমনি’কে নিয়ে চলচ্চিত্র শিল্পীদের জরুরী বৈঠক,পরীমনির উপর সিনেমা করার নিষেধাজ্ঞাশীর্ষক শিরোনামে একটি ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে।

ভাইরাল হওয়া কিছু ফেসবুক পোস্ট দেখুন এখানে, এখানে এবং এখানে।

ফ্যাক্টচেক

অনুসন্ধানে জানা যায় ভিডিওটি মেরিল-প্রথম আলো পুরস্কার ২০১৮ এর এবং প্রচারিত তথ্যটি ভুয়া ও বিভ্রান্তিকর।

মূলত ভাইরাল হওয়া ভিডিওটিতেও শুরুর দিকের মিনিটখানেক পরেই শিল্পী এস ডি রুবেল এর প্রবেশের সময়ের দৃশ্যে অনুষ্ঠানটির ব্যানারের একটি অংশও দেখা যায় যেখানে “ মেরিল-প্রথম আলো পুরস্কার ২০১৮” লেখাটিও ভালো করে খেয়াল করলে বোঝা যায়।

ওপেন সো্র্স ইন্টেলিজেন্স ব্যবহার করে মেরিল-প্রথম আলো পুরস্কার ২০১৮ এ তারকাদের অনুষ্ঠানস্থলে প্রবেশের একটি ভিডিও পাওয়া গেছে ইউটিউবে। দেখুন এখানে ।ভিডিওটির ১.৩০ মিনিটের সময় “মেরিল-প্রথম আলো পুরস্কার ২০১৮” লেখাটিও ভালো করে খেয়াল করলে বোঝা যায়।

এছাড়াও ভাইরাল ভিডিওতে চিত্রনায়ক আরেফিন শুভকে যে যায়গায় যে পোষাকে দেখা যাচ্ছে, মাছরাঙ্গা টেলিভিশনের অফিশিয়াল ইউটিউব চ্যানেলে মেরিল-প্রথম আলো পুরস্কার ২০১৮” এর ভিডিওতেও আরেফিন শুভকে একই যায়গায় একই পোষাকে দেখা যাচ্ছে।ভিডিওটি দেখুন নিচে

মাছরাঙ্গা টেলিভিশনের অফিশিয়াল ইউটিউব চ্যানেলে মেরিল-প্রথম আলো পুরস্কার ২০১৮” এর ভিডিওর স্ক্রিনশট দেখুন নিচে

ভাইরাল ভিডিওতে আরেফিন শুভ এর দৃশ্যের স্ক্রিনশট দেখুন নিচে

অর্থাৎ ভাইরাল ভিডিওটি মেরিল-প্রথম আলো পুরস্কার ২০১৮ এর এবং প্রচারিত তথ্যটি ভুয়া ও বিভ্রান্তিকর।

Truth or False: False

Claim Review: পরীমনি ইস্যুতে চলচ্চিত্র শিল্পীদের জরুরী বৈঠক ও সিনেমা করার নিষেধাজ্ঞার খবরটি ভুয়া

Claimed By: Facebook Posts

Fact Check: False

--

--

Tausif N Akbar
The Fact Check

| Journalist | Senior Fact-Checker boombd.com | Podcast'r | tausif@mstdn.social | Digital Sherlocks @DFRLab | tausif@journalist.com |