ফাইন্ডার ফুয়েল মনিটরিংসার্ভিস

Khalid Anower
Finder GPS Tracking
2 min readJan 19, 2020

জীবনে উত্থান পতন থাকবেই, আকস্মিক কোন পতনই কাম্য নয় হোক সেটা জীবনে কিংবা আপনার গাড়ির ফুয়েল গ্রাফে। হ্যাঁ, বলছি ফাইন্ডারের নতুন সার্ভিস ফুয়েল মনিটরিং এর কথা।

ফুয়েল লেভেল গ্রাফ

ফুয়েল স্টিক সেন্সর ইন্সটলের মাধ্যমে ফাইন্ডার এখন দিচ্ছে গাড়ির তেল এর লেভেল মনিটরিং এর সুযোগ। আমাদের অ্যাপ বা ওয়েব থেকেই দেখতে পারবেন গাড়িতে বর্তমানে কি পরিমান তেল আছে। শুধু তাই না জানা যাবে কখন কোন ফিলিং স্টেশন থেকে কত পরিমান তেল নেওয়া হয়েছে। যদি কোন কারনে তেল সরানো হয়, সেটাও বুঝতে পারবেন খুব সহজেই।

ফুয়েল স্টিক সেন্সর

আমাদের দক্ষ ইঞ্জিনিয়াররা গাড়ির ফুয়েল ট্যাঙ্ক ড্রিল করে এই সেন্সরটি ইন্সটল করে থাকে যা আপনার গাড়ির জন্য সম্পূর্ন্য নিরাপদ। এই ধরনের সেন্সর সকল ধরনের কমার্শিয়াল ভেহিকেল যেমন, ট্রাক, কাভার্ড ভ্যান, ট্রেইলার, বাস, পে-লোডার, সিমেন্ট মিক্সার ট্রাক-এ ব্যবহার করা যায়।

ফুয়েল লোড-আনলোড রিপোর্ট

ফুয়েল লোড-আনলোড রিপোর্ট এর মাধ্যমে গাড়ির পুরো মাসের তেল খরচের গতি প্রকৃতি পেয়ে যাচ্ছেন এক ক্লিকেই। এই স্টিক সেন্সরের একুরেসি প্রায় ৯৯%। বিস্তারিত তথ্যের জন্য যোগাযোগ করতে পারেনঃ 09678 346 337, অফিসঃ ২৬-২৭, রিং রোড, আদাবর, ঢাকা।

--

--