গানে গানে হবে খাওয়া

Five Or Zero
Happihub
Published in
2 min readMar 17, 2018

ঢাকাশহর হয়ে উঠেছে অনেকেরই বিরক্তির কারন, ট্রাফিক-জ্যাম থেকে শুরু করে পরিবেশ পুরোটাই এখন অসহনীয় । তাই এখন যেন রেস্টুরেন্টগুলো হয়ে উঠেছে আমাদের আড্ডা অথবা বিনোদন এর জায়গা। আর এই ট্রেন্ডকে ঘিরে উঠেছে বিভিন্ন কনসেপ্ট এর রেস্টুরেন্ট। মিউজিক কনসেপ্ট ঘিরে ঢাকা তে রয়েছে বেশ কিছু পপুলার মিউজিক ক্যাফে/রেস্টুরেন্ট। যাদের মধ্যে গ্রাইন্ড হাউজ খিলগাঁও (শহীদ বাকী রোড) এবং গ্রাইন্ড হাউজ মিউজিকাল ধানমন্ডি (কে বি স্কয়ার) অন্যতম।

এবার আসা যাক খাবারের মেন্যু আর দাম এর দিকে। যদি স্বাদ এর কথা বলি তাহলে অবশ্যই বলতে হবে কিছু আইটেম এর স্বাদ একবারেই অসাধারণ যেমনঃ পাস্তা এবং চাউমিন আমাদের অসাধারন লেগেছে সাথে দাম টাও সাধ্যের মধ্যে। সার্ভিস বিবেচনা করলে ভালোই কারন ওয়েটার দের ব্যাবহার আশানুরূপ ভালো।

এই রেস্টুরেন্ট এ প্রায় সন্ধ্যাতেই গান এর আয়োজন হয়ে থাকে যেখানে একদল নতুন উজ্জীবিত গায়করা গান গেয়ে গেস্ট দের আনন্দ দিয়ে থাকেন।

তাছাড়াও তারা স্টুডেন্ট দের জন্য প্রায়ই দিচ্ছে আকাশ কুসুম অফার যা আসলেই বাস্তবে অনেক সময় ভাবা যায়না।

যদি আমাদের ব্লগটি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের ফলো করেবেন ফেসবুক এবং টুইটার এ।

Facebook: FiveOrZero
Twitter: FiveOrZero
Website:
www.fiveorzero.com

--

--