গুগল পেনাল্টি মানে কি? Google Penalty — বাঁচতে হলে জানতে হবে!

Imam Uddin imamuddinwp
Freelancing Geek
Published in
6 min readSep 19, 2021

গুগল পেনাল্টি মানে কি? What Is Google Penalty?

ছোট বেলায় ফুটবল খেলতে গিয়ে ‘পেনাল্টি’ কথাটির সাথে অবশ্যই আপনার পরিচয় আছে নিশ্চয়ই? রেফারী, লাল কার্ড; ফুটবল খেলার সেই পেনাল্টি আর গুগল পেনাল্টি দুইটা একই জিনিস না হলেও অনেকাংশে মিল খুঁজে পাবেন। তো চলুন জেনে নিই গুগল পেনাল্টি মানে কি?

What Is Google Penalty? Freelancing Geek
What Is Google Penalty? Freelancing Geek

যদি খুব সংক্ষেপে বলি তাহলে, Google Index কিংবা SERP থেকে একটি ওয়েবসাইট কে পুরোপুরি কিংবা আংশিকভাবে সরিয়ে দেয়ার নামই হলো গুগল পেনাল্টি

আজকে আমরা ফ্রিল্যান্সিং গিক এর পোস্ট এর মাধ্যমে জেনে নিবো গুগল পেনাল্টি নিয়ে বিস্তারিত যেমন, গুগল পেনাল্টি কত ধরনের?, গুগল কেন একটি ওয়েবসাইট কে পেনাল্টি দেয়?, গুগল পেনাল্টি কিভাবে শনাক্ত করবো? কিভাবে সারনো যায় বা কিভাবে এর থেকে মুক্তি পাওয়া সম্ভাব? এর থেকে বাঁচার উপায় গুলো কি কি এসব।

গুগল পেনাল্টি নিয়ে আলোচ্য সূচীঃ

  1. গুগল পেনাল্টি আসলে কি?
  2. কিভাবে বুঝবো ওয়েবসাইট কে গুগল পেনাল্টি দিয়েছে?
  3. গুগল পেনাল্টি কত প্রকার? কত ধরনের?
  4. কি কি কারনে ওয়েবসাইট কে গুগল পেনাল্টি দেয়?
  5. গুগল পেলান্টি দেওয়ার পর কি করতে হয়?
  6. গুগল পেনাল্টি থেকে কিভাবে সাইট কে মুক্ত করবো?
  7. গুগল পেনাল্টি থেকে বাঁচার উপায় গুলো কি কি?

গুগল পেনাল্টি আসলে কি?

এখন প্রশ্ন হলো গুগল পেনাল্টি আসলে কি? এটি মুলত গুগল এর কাছ থেকে পাওয়া আপনার ওয়েবসাইটের জন্য একধনের শাস্তি বা, দন্ড। আপনি গুগল এর নিয়ম না মেনে আইন ভঙ্গ করেছেন যার কারনে আপনাকে শাস্তি বা, দন্ড দেয়া হয়েছে। মূল কথা হলো আপনি যদি আপনার সাইট এ গুগল এর দিক-নির্দেশনা বা, এলরিদম না মেনে কোন কিছু করেন তাহলে আপনি গুগলে নিষিদ্ধ হয়ে যাবেন অর্থাৎ আপনার ওয়েবসাইট কে গুগল তার ইন্ডেক্স থেকে অথবা, রেজাল্ট পেইজ থেকে মুচে দিবে। যদি মুচে নাও দেয় রেজাল্ট পেইজের একেবারে শেষে পাওয়া যেতে পারে যা আপনার জন্য এবং আপনার ওয়েবসাইটের জন্য খুবই দুঃখজনক ব্যাপার। সুতরাং গুগল পেনাল্টি নিয়ে আপনার একটি সুস্পষ্ট ধারনা থাকা জরুরী এবং অপরিহার্য।

কিভাবে বুঝবো ওয়েবসাইট কে গুগল পেনাল্টি দিয়েছে?

কখন বুঝবেন বা, কিভাবে বুঝবেন আপনার ওয়েব সাইট কে গুগল পেনাল্টি দিয়েছে? বুঝার উপায় কি? আপনার সাইট যদি গুগলে ইনডেক্স করা বা, র‍্যাংকিং এ থাকে আর আপনি হঠাৎ করে বুঝতে পারলেন যে,ওয়েবসাইট এর পারফর্ম্মেন্স আগের মত নাই ।যেমন আপনার ওয়েবসাইট থেকে র‍্যাংক করা কিওয়ার্ড দিয়ে খুঁজলে সাইত রেজাল্ট পেইজে দিন দিন পেছনে চলে যাচ্ছে, অথবা খুঁজেও পাওয়া যাচ্ছে না, দিন দিন ভিজিটর কমে যাচ্ছে, কমতে কমতে একসময় ভিজিটর একেবারেই শূণ্যের কোথায়; সুতরাং আপনাকে বুঝতে হবে আপনার সাইট কে গুগল পেনাল্টি দিয়েছে।

এছাড়াও গুগলে যদি পেনাল্টি চেকার টুলস খুঁজেন তাহলে ফ্রি এবং পেইড অনেক টুলস পাবেন যার সাহায্যে সহজেই চেক করে নিতে পারবেন আপনার সাইট গুগল পেনাল্টি লিস্ট এ পড়েছে কিনা? যেমন আমি এখানে একটি দেখিয়েছি কিভাবে চেক করতে হয়। নিচের ছবিতে দেখুন।

google-penalty-checker-freelancing-geek
google-penalty-checker-freelancing-geek

গুগল পেনাল্টি কত প্রকার? কত ধরনের?

গুগল সাধারণত দুই ধরনের পদ্ধতি অনুসরণ করে একটি ওয়েবসাইট কে পেনাল্টি দিয়ে থাকে। যদিও দুইটি পদ্ধতির কাজ একই, অর্থাৎ সাইট কে পেনাল্টি দেয়া যা দুই ভাবেই দেয়। তো চলুন দুইটা পদ্ধতি নিয়ে একটু জেনে আসি।

  • Algorithmic Penalties
  • Manual Penalties

আপনার ওয়েবসাইট যদি উপরে উল্লেখিত দুইটি পদ্ধতির যে কোন একটির আওতায়ও পড়ে তাহলে আপনার সাইট র‍্যাংক হারাবে, ক্রমান্বয়ে রেজাল্ট পেইজে পেছনে যেতে শুরু করবে এবং ভিজিটর আসাও বন্ধ হয়ে যাবে ধীরে ধীরে।

algorithmic-penalties-manual-penaties-freelancing-geek
algorithmic-penalties-manual-penalties-freelancing-geek

গুগল কিভাবে Algorithmic/রোবোটিক পেনাল্টি দেয়?

গুগলে নিজস্ব কিছু প্রোগ্রাম লজিক সেট রা থাকে যার সাহায্যে গুগল বট বা, রোবট যে কোন সাইট ক্রল করলেই বুঝতে পারে সাইতে গুগলের গাইডলাইনের বাইরে কি কি কনটেন্ট আছে। গুগলের যে গাইডলাইন আছে সে অনুযায়ী যদি আপনার সাইট করা না থাকে অথবা গুগলের গাইডলাইনের বাইরে কোন কনটেন্ট সাইটে থাকে তখন গুগল ওই সাইট কে Algorithmic/রোবোটিক পেনাল্টি দিয়ে থাকে। গুগল বট বা, রোবট যখন আপনার সাইট ক্রল করতে আসে এবং আপনার সাইটে ক্রল করতে গিয়ে ডুপ্লিকেট কনটেন্ট , কিওয়ার্ড স্টাফিং, স্লো লোডিং, ক্লকিং, অপ্রয়োজনীয়/অস্বাভাবিক রি-ডিরেকটিং, লো কোয়ালিটি ব্যাকলিংক ইত্যাদি এসব খুঁজে পায় তখন গুগল এলরিদম (যেমন Panda, Penguin, Hummingbird ইত্যাদি) অনুযায়ী আপনার সাইট কে Algorithmic পেনাল্টি দিবে।

গুগল কিভাবে Manual Penalty দেয়?

এ কাজটি মূলত সম্পাদিত হয়ে থাকে গুগল এর কর্তৃপক্ষ বা, সরাসরি কর্মকর্তা যারা আছেন তাদের মাধ্যমে। গুগল এর যে টার্মস এবং কন্ডিশন আছে তার বাইরে আপনি যদি কোন কাজ করে থাকেন তাহলে গুগল আপনাকে সরাসরি Manual Penalty দিবে। সেটা হতে পারে মারাত্মক ক্ষতিকর কোন কনটেন্ট, স্পাম, অথবা গুগল এর যে Webmaster Guidelines আছে তার নিয়ম বহির্ভুত কোন ইস্যু।

কি কি কারনে ওয়েবসাইট কে গুগল পেনাল্টি দেয়?

আপনার সাইটে যদি গুগলের মাস্টার গাইডলাইন এর বাইরে বা, নিয়ম বহির্ভুত কোন কিছু যেমন ক্ষতিকর ভাইরাস, ডুবপ্লিকেট কনটেন্ট , কিওয়ার্ড স্টাফিং , স্লো লোডিং, সাইট ইউজার-ফ্রেন্ডলী না হওয়া, অতিরিক্ত স্প্যাম, লো-কোয়ালিটি ব্যাকলিঙ্ক ইত্যাদি কিছু থেকে থাকে তাহলে আপনার সাইট গুগল পেনাল্টি লিস্ট এ চলে যাবে। এ ক্ষেত্রে সাইটের লোডিং টাইম এবং সাইট ইউজার-ফ্রেন্ডলী খুবই গুরুত্বপূর্ণ ইস্যু।

সাইট র‍্যাংকিং এর ক্ষেতের ব্যাকলিংক এর গুরত্ব অনেক। কিন্তু হুজুগে পড়ে সাইট র‍্যাংক এর আশায় উরাধুরা ব্যাকলিংক থেকে দূরে থাকুন। না হয় এতে হিতে বিপরীত হবে। আপনার সাইটের অস্থিত্ব গুগল গায়েব করে দিবে গুগল পেনাল্টি কিক এর মাধ্যমে।

সুতরাং উল্লেখিত বিষয় গুলো বিশ্লেষণ করে ভেবে চিন্তে সাইট এর স্ট্রাকচার দাড় করাতে হবে।

গুগল পেলান্টি দেওয়ার পর কি করতে হয়?

যখন আপনি শনাক্ত করতে পারলেন বা বুঝতে পারলেন আপনার সাইট কে গুগল পেনাল্টি দিয়েছে তখন আপনাকে তা পেনাল্টি থেকে সারাতে হবে। এ কাজটি করার জন্য চলে যেতে হবে আপনি আপনার সাইট যেখান থেকে ইনডেক্স করেছেন গুগলে অর্থাৎ Google Webmaster Tool এ । সেখান থেকে আপনি একটি সুস্পষ্ট ধারনা পাবেন কিভাবে কি করতে হবে।

গুগল পেনাল্টি থেকে কিভাবে সাইট কে মুক্ত করবো?

সাইট যেহেতু পেনাল্টি খেয়েছে সেখান থেকে আপনার সাইট কে মুক্ত করতে হবে অবশ্যই। তার জন্য আপনাকে আপনার সাইটের Web Master Tool এ যেতে হবে। সেখানে গেলে অপশন গুলো চেক করলে বুঝতে পারবেন আপনার সাইটে কি কি ইস্যু বা, Error আছে। সেগুলো ফিক্সড করার পর Re-Indexing এর জন্য Request করুন।

এর পাশাপাশি আরো কিছু কাজ করুন যা আমি নিচের লিস্ট এ উল্লেখ করেছি।

  1. গুগল এলগোরিদম আপডেট আসছে কিনা খোঁজ নিন অনালাইনে।
  2. সাইটে কোন ভাইরাস বা, স্প্যামী কোন ইস্যু আছে কিনা তা যাচাই করুন।
  3. screaming frog দিয়ে সাইটে একটা অডিট চালান এবং Error গুলো ফিক্সড করুন।
  4. সাইটের ব্যাকলিংক গুলো চেক করুন।
  5. সাইটে ব্রোকেন লিংক বা, 404 Error আছে কিনা যাচাই করুন।
  6. অডিটের মাধ্যমে পাওয়া ভুল গুলো শুধরিয়ে আবার আডিট করে দেখুন সব ঠিকঠাক আছে কিনা।
  7. গুগল এলগরিদম আপডেট এর সাথে আপনার সাইট আপডেট রাখুন।
  8. সাইটে কোন ডুপ্লিকেট কনটেন্ট আছে কিনা তা যাচাই করুন।

আপনি জানেন তো? যে কোন সাইটের জন্যই Content Is King! কনটেন্ট ইউনিক হওয়া খুবই গুরুত্বপূর্ণ।

আমি নিচের ছবিতে দেখিয়েছি কিভাবে ডুপ্লিকেট কনটেন্ট যাচাই করতে হয়। আমি এই পোস্ট টি লিখে এরপর কয়েকটা অনলাইন টুলস দিয়ে যাচাই করে নিয়েছি আমার কনটেন্ট এ কোন ডুপ্লিকেট আছে কিনা।

plagiarism-checker-duplicate-checker
plagiarism-checker-duplicate-checker

গুগল পেনাল্টি থেকে বাঁচার উপায় গুলো কি কি?

কেউই চাইবে না তার ওয়েবসাইট গুগল পেনাল্টি লিস্ট এ থাকুক; এবার চলুন জেনে নিই এর থেকে বাঁচার উপায় গুলো কি কি? যেহেতু গুগল পেনাল্টি আপনার সাইটের জন্য গুগল থেকে পাওয়া একটা শাস্তি বা দন্ড, সেহেতু আপনি চাইবেন না শুধু দন্ডিত হতে বা, গুগল পেনাল্টি খেতে। সুতরাং দন্ডিত হবার আগেই সচেতন হয়ে গেলে আপনাকে আর পেনাল্টি খেতে হবেনা।

গুগল পেনাল্টি থেকে বাঁচতে হলে নিচের পদ্ধতি গুলো ফলো করুনঃ

  1. না বুঝে ব্যাকলিংক কিনে ইউজ করা থেকে বিরত থাকুন।
  2. অন্য সাইট থেকে কন্টেন্ট কপি করবেন না।
  3. কিওয়ার্ড স্টাফিং করা থেকে দূরে থাকুন।
  4. ব্ল্যাক হ্যাট এসইও মেথড পরিহার করুন।
  5. গুগল এলগোরিদম আপডেট আসছে কিনা সবসময় সচেতন থাকুন।
  6. অডিটের মাধ্যমে পাওয়া ভুল গুলো শুধরিয়ে আবার আডিট করে দেখুন সব ঠিকঠাক আছে কিনা।
  7. সাইট ইউজার-ফ্রেন্ডলী করে নিন যাতে সব ডিভাইস এর ভিজিটর’রা সুন্দর ভাবে দেখতে পায়।
  8. সাইটের লোডিং টাইম ফাস্ট কিনা যাচাই করুন।

ধন্যবাদ আপনাকে গুগল পেনাল্টি নিয়ে ফ্রিল্যান্সিং গিক এর এই পোস্ট টি পড়ার জন্য। আপনার মূল্যবান মতামত ও পরামর্শের জন্য কমেন্টবক্স খোলা রইলো। আজ এ পর্যন্তই।

--

--