Introduction To SQL: Basic Concept Of SQL

Imam Uddin
Freelancing Geek
Published in
2 min readSep 17, 2019

কেমন আছেন সবাই? আজ আমরা আলোচনা করবো ডাটাবেজ এর Basic Concept গুলো নিয়ে । গত পর্বে আমরা দেখেছিলাম ডাটাবেজ নিয়ে কিছু সাধারন প্রশ্নোত্তোর । তো চলুন শুরু করা যাক।

sql introduction
SQL Introduction | Freelancing Geek

SQL Query কি?

SQL হলো স্ট্রাকচার্ড কুয়েরি ল্যাঙ্গুয়েজ(Structured Query Language) যা রিলেশনাল ডেটাবেজে সঞ্চিত ডেটা সংরক্ষণ, পুনরুদ্ধার এবং পরিচালনার জন্য ব্যবহৃত একটি স্টান্ডার্ড ভাষা।

MySQL, SQL Server, Access, Oracle, Sybase ইত্যাদি রিলেশনাল ডেটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম-সমূহ(RDBMS) SQL কে স্টান্ডার্ড ভাষা হিসাবে ব্যবহার করে।

SQL অত্যন্ত শক্তিশালী ডেটা ম্যানিপিউলেশন, ডেটা ডেফিনিশন, ডেটা কন্ট্রোল, ডেটা ট্রানজেকশন ভাষা। এটি বিভিন্ন শ্রেনীর কার্য সম্পাদনের জন্য ব্যবহৃত হয়। যেমনঃ ডেটা সন্নিবেশন করা, পরিবর্তন ও মুছে ফেলা, ডেটাবেজে অবজেক্ট তৈরি করা, সংশােধন করা ও ডেটাবেজে নিশ্চয়তা প্রদান করা ইত্যাদি।

what-is-sql?
What Is SQL? | Freelancing Geek

SQL এর বৈশিষ্ট্যঃ

SQL ইউজারকে রিলেশনাল ডেটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম থেকে ডেটা এক্সেস করতে অনুমতি দেয়।

SQL ডেটাবেজে কুয়েরি সম্পাদন করতে পারে।

SQL নতুন ডেটাবেজ তৈরি করতে পারে।

SQL ডেটাবেজে নতুন টেবিল তৈরি করতে পারে।

SQL ডেটাবেজ থেকে তথ্য পুনরূদ্ধার করতে পারে।

SQL ডেটাবেজে তথ্য সংরক্ষন করতে পারে।

SQL ডেটাবেজে তথ্য হালনাগাদ করতে পারে।

SQL ডেটাবেজ থেকে তথ্য মুছে ফেলতে পারে।

SQL ডেটাবেজের মধ্যে তথ্য সংরক্ষণ পদ্ধতি তৈরি করতে পারে।

SQL ডেটাবেজের ভিউ(view) তৈরি করতে পারে।

SQL ডেটাবেজে টেবিল, কার্যপ্রনালী এবং ভিউ এর উপর পারমিশন সেট করতে পারে।

SQL ডেটাবেজে যে কোন কার্য-সম্পাদন করতে পারে।

SQL একটি স্ট্যান্ডার্ড SQL ভাষা ANSI(American National Standards Institute) স্ট্যান্ডার্ড হওয়া সত্ত্বেও এর কিছু ভিন্ন ভার্সনও রয়েছে।

ধন্যবাদ আপনাকে Freelancing Geek এর এই পোস্ট টি পড়ার জন্য।

powered by ImAmUdDiN

--

--

Imam Uddin
Freelancing Geek

Web Developer | SEO Expert | Blogger | Social Media Expert | Professional Freelancer → https://imamuddinwp.com/