SEO Glossary | SEO Terms — Meaning & Definition

Imam Uddin
Freelancing Geek
Published in
3 min readJul 25, 2019

সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা; কেমন আছেন সবাই? আজকে আমরা মূলত যে বিষয় নিয়ে কথা বলবো তার নাম হলো SEO Glossary বা, SEO Terms অর্থাৎ এস ই ও টার্মস

SEO Terms | Freelancing Geek

যারা এস ই ও সেক্টরে নতুন অথবা এস ই ও নিয়ে কাজ করার যাদের আগ্রহ আছে এই পোস্ট টি তাদের অনেক উপকারে আসবে; নিজেকে একজন দক্ষ এস ই ও এক্সপার্ট হিসেবে গড়ে তুলতে হলে SEO সম্পর্কে বিষদ ধারনা থাকতে হবে। কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক সার্চ ইন্জিন অপটিমাইজেশন এ ব্যবহৃত হয় এমন কিছু প্রয়োজনীয় শব্দের আলোচনা :

ব্যাকলিংক (Backlink): What is Backlink? ​ব্যাকলিংক হচ্ছে একটি এক্সটারনাল লিংক (External Link) যা অন্য একটি ওয়েবসাইট থেকে আপনার সাইট পেয়ে থাকে।

Backlink | How Backlink works? | Freelancing Geek
Backlink | How Backlink works? | Freelancing Geek

অন্য একটা সাইটে আপনার সাইটের লিংক থাকলে এটা আপনার সাইটের জন্য ব্যাকলিংক।হতে পারে এই লিংক আপনার সাইটের হোমপেজ বা অন্য কোন পেজ এর লিংক।ব্যাকলিংক কে ইনকামিং লিংক বা ইনবাউন্ড লিংকও বলে।

How does Backlink work? নিচে একটা ফান ইমেজ দিলাম কিছু মনে করবেন না প্লিজ ।

Backlink | How Backlink works? | Freelancing Geek
Backlink | How Backlink works? | Freelancing Geek

আরো সহজ ভাবে যদি বলতে যাই তাহলে বলি,

‘একটি ওয়েবসাইটের পেজ বা পোষ্ট থেকে অন্য কোনো ​পেজ বা পোষ্ট লিংক করাকে ব্যাকলিংক বলে। এই লিংক এ্যাংকর টেক্সট এর মাধ্যমে হয়ে থাকে।’

এ্যাংকর টেক্সট (Anchor Text)

এ্যাংকর টেক্সট (Anchor Text) হচ্ছে ক্লিক করা যায় এমন একটি টেক্সট যেখানে হাইপারলিংক করা থাকে। ব্যাকলিংক (ইন্টার্নাল /এক্সটার্নাল ) করার সময় লিংকের মধ্যে যে লেখা অংশটুকু থাকে সেটাই এ্যাংকর টেক্সট হিসেবে পরিচিত।

Anchor Text; what is anchor text?
Anchor Text | Freelancing Geek

আর সহজ ভাবে বললে, যখন আমরা এক বা একাধিক শব্দকে অন্য একটি পেজের লিংকের মাধ্যমে ক্লিকএ্যাবল করি এবং ঐ পেজের সাথে একটি বন্ধন তৈরি করি, এটিই এ্যাংকর টেক্সট

ব্ল্যাক হ্যাট এসইও (Black hat SEO):এটা হোয়াইট হ্যাটের বিপরীত অর্থ্যাৎ সার্চ ইন্জিগুলির দেয়া নিয়মানুযায়ী অপটিমাইজ করলেননা।ব্ল্যাক হ্যাট এসইও টেকনিকের মধ্যে আছে কিওয়ার্ড স্টাফিং,ক্লকিং,অদৃশ্য টেক্সক্ট ইত্যাদি।একে আনএথিকাল (Unethical SEO) এসইও বলা যায়।

Black hat SEO; What is black hat SEO?
Black hat SEO; What is black hat SEO?

ব্ল্যাক হ্যাট এসইও টেকনিক গুলো ব্যবহার করার ফলে আপনার ওয়েবসাইট টি সার্চ ইঞ্জিন চিরতরে ব্যান/নিষিদ্ধ করতে পারে। আপনি নিজে এসইও এক্সপার্ট হন কিংবা ওয়েবসাইটের মালিক হন(অর্থাৎ অন্য কাউকে দিয়ে এসইও করাবেন), আপনার ওয়েবসাইটকে ভাল ভাবে র‍্যাঙ্ক করাতে ব্ল্যাক হ্যাট এসইও এবং এর প্রভাব সম্পর্কে স্পষ্ট ধারনা থাকা উচিত।

ব্রোকেন লিংকের (Broken Link) আক্ষরিক অর্থ যে লিংক কাজ করে না। লিংক করা কোনো পেজ যদি অনলাইনে লাইভ না থাকে তবে তাকে ব্রোকেন লিংক বলে।

​ধরাযাক ওয়েবসাইট A ওয়েবসাইট B কে লিংক দিয়েছে। কিছুদিন পর ওয়েবসাইট ​B বন্ধ হয়ে গেলো, কিন্ত ওয়েবসাইট ​A তে ঠিকই লিংক টা থেকে যাবে। লিংক থাকলেও সেই লিংক টা যেহেতু কাজ করছে না তাই এটি ব্রোকেন লিংক।

Broken links are links that no longer work.

--

--

Imam Uddin
Freelancing Geek

Web Developer | SEO Expert | Blogger | Social Media Expert | Professional Freelancer → https://fiverr.com/imamuddinwp