Top 21 Useful Website Links for Web Designer

Imam Uddin
Freelancing Geek
Published in
4 min readJul 11, 2020
Web Design : Useful Websites Links
Web Design: Useful Websites Links

কেমন আছেন বন্ধুরা? আজ আমরা কথা বলব কিছু গুরুত্বপুর্ণ ওয়েবসাইট নিয়ে। আমাদের মধ্যে যারা অনলাইনে ক্যারিয়ার গড়তে আগ্রহী বিশেষ করে ওয়েব ডিজাইন নিয়ে যারা কাজ করতে চান তাদের জন্য এই পোস্ট টি খুবই কাজে আসবে। তো চলুন শুরু করা যাক।

#২১: https://copychar.cc/

ওয়েব ডিজাইন নিয়ে কাজ করতে গেলে আমাদের প্রায়ই ইমোজি / আইকন এর দরকার হয়। নিজের ওয়েবসাইটে ব্যবহার এর জন্য এই ওয়েবসাইট থেকে আপনি যে কোন ইমোজি/আইকন সহজেই কপি করতে পারবেন।

copychar
https://copychar.cc/

#২০: https://invideo.io/

আপনার ভিডিও দরকার কিন্তু এডিটিং জানেন না। কোন অসুবিধা নেই। এই সাইটে চলে যান; দক্ষতা ছাড়াই ভিডিও বানাতে পারবেন আপনার চ্যানেল বা, ওয়েবসাইটের জন্য।

invideo
https://invideo.io/

#১৯: https://www.homestyler.com/int/

আপনার স্বপ্নের বাড়ি নিজের হাতে থ্রি-ডি সুবিধা সহ ডিজাইন করুন এই ওয়েব সাইট থেকে।

homestyler
homestyler

#১৮: https://www.freepdfconvert.com/

freepdfconvert
freepdfconvert

যে কোন ফাইল PDF আঁকারে কনভার্ট করতে এই ওয়েবসাইটটি আপনার জন্য পার্ফেক্ট।

#১৭: https://pixabay.com/

pixabay
pixabay.com/

এই সাইট টি তে পাবেন ফ্রিতে HD অসংখ্য ফটো ।

#১৬: https://www.virustotal.com/gui/

এই ওয়েবসাইটে আপনি বিভিন্ন ফাইলের ভাইরাস যাচাই করতে পারবেন।যেমন ওয়ার্ডপ্রেসের কোন নাল থিম সাইটে আপলোড করার আগে এখানে যাচাই করে নিতে পারবেন ফ্রিতে ।

virustotal.com
virustotal.com

#১৫:

https://www.urbandictionary.com/

urbandictionary.com
urbandictionary.com

প্রায়ই আমাদের প্রয়োজন হয় ডিকশনারী। ডিশোকানারির জন্য পছন্দের ওয়েবসাইট।

#১৪: http://www.webster-dictionary.net/

নাম দেখেই আশা করি বুঝতে পেরেছেন এই ওয়েবসাইটের কাজ কি হবে।

webster-dictionary.net/
webster-dictionary.net/

#১৩: https://smartmockups.com/

এই ওয়েবসাইট হতে আপনার করা যে কোন ডিজাইনের মকাপ করতে পারবেন।

smartmockups.com/
smartmockups.com/

#১২: https://virusscan.jotti.org/en

এটি অনেক কাজের একটি ওয়েবসাইট। আমরা অনলাইনে অনেকসয় অনেক ফাইল ডাউনলোড করি, সেই ফাইলের ভিতর ভাইরাস আছে কিনা সেটা না জেনেই পিসিতে ইন্সটল করে দেই। তবে এই ওয়েবসাইটে আপনি যে কোন ফাইলের ভাইরাস চ্যাক করতে পারবেন।

virusscan.jotti.org/en
virusscan.jotti.org/en

#১১: https://earth.google.com/web/

অনলাইন বিশ্ব দেখতে পারবেন এই ওয়েবসাইট হতে। মন খারাপ হলে উঁকি মেরে আসতে পারেন।

earth.google.com/web/
earth.google.com/web/

১০#: https://real.discount

ইউডমি সহ অনলাইনের সকল কিছুর ফ্রি কুপন এখানে পেয়ে যাবেন!

real.discount
real.discount

০৯#: https://pixlr.com/

অনলাইনের ফটোশপ বলা যায় এই ওয়েবসাইটকে।

pixlr.com
pixlr.com

০৮#: https://myactivity.google.com/myactivity

গুগলে আপনি যত কিছু খুজেছেন সবই এই লিংকে গেলে পেয়ে যাবেন।

myactivity.google.com/myactivity
myactivity.google.com/myactivity

#০৭: https://file.pizza/

নাম দেখেই বুঝতে পারতাছেন এই ওয়েবসাইটটি কত কিউট!

file.pizza
file.pizza/

#০৬: https://www.labnol.org/reverse/

এখানে আপনার ছবি আপলোড করে টুইন খুজে পেতে পারেন ।

labnol.org/reverse/
labnol.org/reverse

#০৫: https://remotedesktop.google.com

আপনার পিসির এক্সেস যে কারো সাথে যে কোন সময় শেয়ার করতে পারবেন এই টুলটি ব্যাবহার করে।

remotedesktop.google.com

#০৪: https://screenshot.guru/

এটি অনেক সুন্দর একটি ওয়েবসাইট। এই ওয়েবসাইট থেকে আমি সবসময় স্কিনশট নেই। যেমন আপনি যদি চান google এর স্কিনশট নিতে, তা হলে চলে যাবেন স্কিনশট ওয়েবসাইটে। তারপর গুগলের লিংক দিলেই স্কিনশট নিতে পারবেন।

screenshot.guru
screenshot.guru

#০৩: https://www.computer-pdf.com/

কম্পিউটার / প্রোগ্রামিং রিলেটেড সকল PDF এই ওয়েবসাইটে পেয়ে যাবেন। একবার ভিজিট করে ম্যাজিক দেখুন।

computer-pdf.com
computer-pdf.com

#০২: https://builtwith.com/

কোন ওয়েবসাইট কীভাবে বানিয়েছে জানতে চান? তাহলে চলে যান builtwith ওয়েবসাইটে এবং লিংকটি কপি করে দেখে নিন আপনার পছন্দের ওয়েবসাইট কী দিয়ে বানানো হয়েছে।

builtwith.com
builtwith.com

#০১: htpps://fast.com/

অতি সহজ ও দ্রুতটম সময়ে জেনে নিন আপনার পিসি তে নেট স্পিড কত এবং কেমন। মজার একটি সাইট। পেজ লোড হতে সময় নিলে আমি প্রায়ই ব্রাউজারে চেক করে নিই আমার কম্পিউটারে নেট স্পিড কেমন।

fast.com
fast.com

ধন্যবাদ পোস্ট পড়ার জন্য। সেই সাথে ধন্যবাদ Freelancing Geek এ আসার জন্য।

--

--

Imam Uddin
Freelancing Geek

Web Developer | SEO Expert | Blogger | Social Media Expert | Professional Freelancer → https://imamuddinwp.com/