What Is Freelancing? What Is Outsourcing?

Imam Uddin
Freelancing Geek
Published in
2 min readAug 18, 2019

Freelancing? What is freelancing? Freelancing বা ফ্রিল্যান্সিং বলতে আমরা কি বুঝি? ফ্রিল্যান্সিং কাকে বলে? ফ্রিল্যান্সার কারা? কাদের কে বলা হয় ফ্রিল্যান্সার? চলুন জেনে নিই উপরোক্ত প্রশ্ন গুলোর উত্তর।

What Is Freelancing?
What Is Freelancing? Freelancing Geek

প্রথমেই আসি Freelancing বা ফ্রিল্যান্সিং কি তার উত্তর নিয়ে। বিভিন্ন স্যোসাল মিডিয়া তে, পেইজে, গ্রুপে , ব্লগে কমেন্ট এ অনেকেরই একটা সাধারণ প্রশ্ন থাকে, আর সেটা হলোঃ

ভাই, আমি ফ্রিল্যান্সিং শিখতে চাই। কিভাবে শিখবো?

Freelancing বা ফ্রিল্যান্সিং হলো একটি মুক্ত পেশা, যেখানে ইন্টারনেট এর মাধ্যমে কোন ব্যক্তি বা প্রতিষ্ঠান তার নিজের কাজ নিজের প্রতিষ্ঠানের বাইরের কোন ব্যক্তি বা প্রতিষ্ঠানের মাধ্যমে করিয়ে নেয়। আরো গভীরভাবে বলতে গেলেঃ

Freelancing বা ফ্রিল্যান্সিং হলো কাজের একটা পদ্ধতি। পার্মানেন্ট মাসিক চুক্তিতে কাজ না করে প্রজেক্ট ভিত্তিক পেমেন্ট টাইপ কাজকেই আমরা সাধারণত ফ্রিল্যান্সিং বলে থাকি। ফ্রিল্যান্সিং হলো কাজ করার একটা পদ্ধতি

What Is Freelancing?
What If Freelancing?

Freelance, Freelancer, and freelance worker, are terms commonly used for a person who is self-employed and is not necessarily committed to a particular employer long-term. — Wikipedia.

Outsourcing vs Freelancing
Outsourcing vs Freelancing

ফ্রিল্যান্সিং কথাটি যখন আসে তখন নিমিষেই চলে আসে আউটসোর্সিং বা Outsourcing এর কথা।

ফ্রিল্যান্সার কারা আর আউটসোর্সিং কাকে বলে তা এক লাইনে জেনে নেয়া যাকঃ

নিজ প্রতিষ্ঠানের বাইরে অন্য কাউকে দিয়ে কাজ করানোকে আউটসোর্সিং বলে।
যারা আউটসোর্সিংয়ের কাজ করে দেন, তাঁদের ফ্রিল্যান্সার বলে।

Outsourcing vs Freelancing
Outsourcing vs Freelancing

এখন এই কাজগুলি কি ? আউটসোর্সিং সাইট বা অনলাইন মার্কেট প্লেসে কাজগুলো বিভিন্ন ভাগে ভাগ করা থাকে। যেমন: ওয়েব ডেভেলপমেন্ট, সফটওয়্যার ডেভেলপমেন্ট, নেটওয়ার্কিং ও তথ্যব্যবস্থা (ইনফরমেশন সিস্টেম), লেখা ও অনুবাদ, প্রশাসনিক সহায়তা, ডিজাইন ও মাল্টিমিডিয়া, গ্রাহকসেবা (Customer Service), বিক্রয় ও বিপণন, ব্যবসাসেবা ইত্যাদি।

--

--

Imam Uddin
Freelancing Geek

Web Developer | SEO Expert | Blogger | Social Media Expert | Professional Freelancer → https://fiverr.com/imamuddinwp