ওয়ার্ল্ড এর ১০ পুরানো .COM ওয়েবসাইট

Oritro Ahmed
Jaati Net
Published in
4 min readApr 26, 2017

আজকাল আমরা কি করি? যেকোনো বেক্তি বা প্রতিষ্ঠান সম্বন্ধে জানতে আগে সার্চ করি, অনলাইনে তার কোন অ্যাড্রেস আছে কিনা? কোন প্রতিষ্ঠান, হোক সেটা বাণিজ্যিক বা অবাণিজ্যিক তার প্রচার অত্যাবশ্যক।আর এই প্রচারে গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করে ওয়েবসাইট। ওয়েব অ্যাড্রেস এ বিভিন্ন রকমের ডোমেইন নেইম (.com,.net,.edu,.gov,.aero ইত্যাদি) ব্যবহার করা হয়, যা কিনা প্রতিষ্ঠানের ধরণের উপর ভিত্তি করে করা হয়।

বাণিজ্যিক প্রতিষ্ঠানের ওয়েব অ্যাড্রেস এ সাধারনত ডট কম ডোমেইন নেইম ব্যবহার করা হয়। এটি সর্বাধিক ব্যবহৃত ওয়েব ডোমেইন নেম।
কবে থেকে শুরু হলো এই অনলাইন প্রচারণা কিংবা অনলাইন কার্যপদ্ধতি এ ব্যাপারে অনেকেই আমরা জানি না।

আজ আমরা জানব বিশ্বের ১০ পুরানো .com ওয়েব সাইট , এগুলর নাম ও বর্তমানে কি অবস্থায় রয়েছে তার সম্পর্কে।

১ রেজিস্টেশন এর তারিখঃ মার্চ ১৫,১৯৮৫,ডোমেইন নেইমঃ symbolics.com, রেজিস্টেশনকৃত কোম্পানিঃSymbolics

২ রেজিস্টেশন এর তারিখঃ এপ্রিল ২৪,১৯৮৫,ডোমেইন নেইমঃ bbn.com, রেজিস্টেশনকৃত কোম্পানিঃ BBN Technologies

৩ রেজিস্টেশন এর তারিখঃ মে ২৪,১৯৮৫,ডোমেইন নেইমঃ think.com, রেজিস্টেশনকৃত কোম্পানিঃ Thinking Machines

৪ রেজিস্টেশন এর তারিখঃ জুলাই ১১,১৯৮৫,ডোমেইন নেইমঃ mcc.com, রেজিস্টেশনকৃত কোম্পানিঃMicroelectronics and Computer Technology Corporation

৫ রেজিস্টেশন এর তারিখঃ সেপ্টেম্বর ৩০,১৯৮৫,ডোমেইন নেইমঃ dec.com, রেজিস্টেশনকৃত কোম্পানিঃ Digital Equipment Corporation

৬ রেজিস্টেশন এর তারিখঃ নভেম্বর ৭,১৯৮৫,ডোমেইন নেইমঃ northrop.com, রেজিস্টেশনকৃত কোম্পানিঃ Northrop Corporation

৭ রেজিস্টেশন এর তারিখঃ জানুয়ারী ৯,১৯৮৬,ডোমেইন নেইমঃ xerox.com, রেজিস্টেশনকৃত কোম্পানিঃ Xerox

৮ রেজিস্টেশন এর তারিখঃ জানুয়ারী ১৭,১৯৮৬, ডোমেইন নেইমঃ sri.com, রেজিস্টেশনকৃত কোম্পানিঃ SRI International

৯ রেজিস্টেশন এর তারিখঃ মার্চ ৩,১৯৮৬, ডোমেইন নেইমঃ hp.com, রেজিস্টেশনকৃত কোম্পানিঃ Hewlett-Packard

১০ রেজিস্টেশন এর তারিখঃ মার্চ ৫,১৯৮৬, ডোমেইন নেইমঃ bellcore.com, রেজিস্টেশনকৃত কোম্পানিঃ Bell Communications Research

সোর্সঃ উইকিপিডিয়া।

আসুন এবার সংক্ষেপে জেনে নেই এগুলোর সম্পর্কে।

১। Symbolics:
Symbolics বলতে মুলত ২ টি কোম্পানি কে বোঝায় । বর্তমানে কার্যক্রম বন্ধ হয়ে যাওয়া কম্পিউটার মানুফ্রাকচারার কোম্পানি Symbolics, Inc ও প্রাইভেট অপারেটিং সিস্টেম কোম্পানি, ওপেন জেনেরা ও মাক্সিমা যারা কিনা পরবর্তীতে কোম্পানিটির স্বাত্তাধিকরন করেছে।

[ https://en.wikipedia.org/wiki/Symbolics ]

২। BBN Technologies:
Bolt, Beranek and Newman হচ্ছে আমেরিকান হাই টেক রিসার্চ কম্পানি। ১৯৪৮ সালে প্রতিষ্ঠিত হয়েছিলো, এখনও চলছে Raytheon Company এর সাবসিডিয়ারি হিসেবে, যেটা কিনা ইউ এস এ এর মেজর ডিফেন্স কনট্রাক্টর হিসেবে কাজ করছে।

[ https://en.wikipedia.org/wiki/BBN_Technologies ]

৩। Thinking Machine:
এটি ছিল সুপার কম্পিউটার প্রস্তুতকারক প্রতিষ্ঠান। চালু হয়েছিল ১৯৮৩ সালে Waltham, Massachusetts এ। ১৯৯৪ এ এটিকে দেউলিয়া ঘোষণা করা হয়। পরবর্তীতে Sun Microsystems এটি কিনে নেয়।এখন এটিই স্বানামধন্য Oracle and Sun Microsystems নামে চলছে।

[ https://en.wikipedia.org/wiki/Thinking_Machines_Corporation ]

৪। Microelectronics and Computer Technology Corporation:
১৯৮২ সালে আমেরিকার মেজর কম্পিউটার ও সেমিকন্ডাক্টর প্রস্তিতকারক প্রতিষ্ঠান একত্রিত হয়ে Admiral Bobby Ray Inman এর তত্ত্বাবধনে mcc( Microelectronics and Computer Consortium — MCC ) গঠন করে। এটি ছিল তখনকার দিনে প্রথম এবং একক সবচেয়ে বড় কম্পিউটার রিসার্চ ও ডেভলপমেন্ট অ্যাসোসিয়েশান । ২০০০ সালের জুনে বোর্ড অব ডিরেক্টর দের ভোটে এটি বন্ধ করে দেয়ার সিধান্ত হয়। বর্তমানে বিভিন্ন মেম্বার কম্পানির মধ্যে এর রিসোর্স ভাগাভাগি করে দেয়া হয়েছে।

[ https://en.wikipedia.org/wiki/Microelectronics_and_Computer_Technology_Corporation ]

৫। Digital Equipment Corporation:
DEC ছিল অন্যতম আমেরিকান কম্পিউটার ইন্ডাস্ট্রি । বেশ চলছিল ১৯৫০ থেকে ১৯৯০ পর্যন্ত, ডিজিটাল ট্রেডমার্ক ব্যবহার করে।
পরবর্তীতে এটিকে Compaq,১৯৯৮ এর জুনে কিনে নেয়। Compaq অর্থাভাবে কার্যক্রম চালাতে হিমশিম খাচ্ছিল। ২০০২ সালে Hewlett-Packard (HP) এর সাথে যুক্ত হয়।২০০৭ সালের পর থেকে DEC এর প্রোডাক্ট এইচপি নামে বাজারজাত হচ্ছে।

[ https://en.wikipedia.org/wiki/Digital_Equipment_Corporation ]

৬। Northrop Corporation :
এটি আমেরিকার লিডিং এয়ার ক্রাফট মানুফ্রাকচারার কম্পানি ছিল। ১৯৩৯ সালে প্রতিষ্ঠিত হয়েছিল।১৯৯৪ এ Grumman এর সাথে যুক্ত হয়ে Northrop Grumman নামে চলছে।

[ https://en.wikipedia.org/wiki/Northrop_Corporation ]

৭। Xerox Corporation :
১৯০৬ সালে The Haloid Photographic Company হিসেবে প্রতিস্থাপিত হয়েছিলো ডকুমেন্ট সার্ভিস ও বিজনেস সার্ভিস প্রদানকারী এই প্রতিষ্ঠান। এদের প্রোডাক্ট মূলত প্রিন্টার,স্ক্যানার ও অন্যান্য অফিস প্রোডাক্ট।

[ https://en.wikipedia.org/wiki/Xerox ]

৮। SRI International:
আমেরিকান নন প্রফিট রিসার্চ ইন্সস্টিটিউট । স্ট্যানফোর্ড ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ড এটি গঠন করে ১৯৪৬ সালে। এটি তখন Stanford Research Institute নামে কার্যক্রম শুরু করে। ১৯৭৭ সাল থেকে SRI International নামধারন করে।এটি রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্টে গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করছে।

[ https://en.wikipedia.org/wiki/SRI_International ]

১০। Bell Communications Research, Inc. or Bellcore :
American Telephone and Telegraph Company (AT&T) ভেঙ্গে গিয়ে Bell Communications Research, Inc. বা Bellcore প্রতিষ্ঠিত হয় ১৯৮৩ সালের অক্টোবর এ। পরবর্তীতে এটি Telcordia Technologies এ রূপান্তরিত হয়েছে। iconectiv নামে বিজনেস চালাচ্ছে টেলিকমিউনিকেশন ও রিসার্চ কোম্পানি হিসেবে। সুইডিশ কম্পানি এরিকসন এর আমেরিকান সহযোগী প্রতিষ্ঠান এটি।

[ https://en.wikipedia.org/wiki/Telcordia_Technologies ]

আমরা যারা মোটামোটি কম্পিউটার ও ইন্টারনেট ব্যবহার করি সবাইই কম বেশি বিভিন্ন ওয়েবসাইট ঘুরে আসি প্রয়োজনে অপ্রয়োজনে নানা কারণে। ১৯৮০ সালে www (world wide web) এর যাত্রা শুরু স্যার টিম বারনাস লি এর হাত ধরে।তার পর থেকে এর প্রচার, প্রসার! বর্তমান তথ্য প্রযুক্তির এই যুগে ওয়েবসাইট ছাড়া যেন কোন বাণিজ্যিক বা বেক্তিগত কিংবা দাতব্য প্রতিষ্ঠানের প্রচার পূর্ণতা পায় না।

--

--

Oritro Ahmed
Jaati Net

Certified Consultant and Developer @ Response CRM. DevOps, Software Enginner.