উবুন্টু বা মিন্টে ইনস্টল করুন .sh ফাইল
Published in
1 min readAug 29, 2011
অনেকেই উবুন্টু বা লিনাক্স মিন্টে .sh এক্সটেনশনের ফাইল ইনস্টল করতে ঝামেলার সম্মুখীন হয়েছেন। এটা আসলে খুবই সোজা।
প্রথমে যে ফাইলটি থেকে সফটয়্যার ইনস্টল করবেন তা ফাইল সিস্টেমের কোন ফোল্ডারে রাখুন। মনে করি আমরা ফাইলটি ডেস্কটপে রাখলাম। এবার start menu → Accessories → Terminal থেকে টারমিনাল ওপেন করুন। এবার যে ফোল্ডারে ফাইলটি কপি করেছেন কারেন্ট ডিরেক্টরি পরিবর্তন করে সেখানে নিন। ডেস্কটপের জন্য লিখুন-cd Desktop
এবার টারমিনালে নিচের কমান্ডটি লিখুন-sudo sh ./name_of_file.sh
এবারে রুট পাসওয়ার্ড দিন। ব্যস হয়ে গেল আপনার .sh ফাইল থেকে সফটয়্যার ইনস্টলেশন।