চিকিৎসাসেবায় নতুন দিগন্ত

Nuruzzaman Milon
milon
Published in
2 min readJun 12, 2014

ছোটবেলার একটা স্মৃতি শেয়ার করি। ডাক্তারের চেম্বারে গিয়েছি চোখ দেখাতে। সেখানে এক বৃদ্ধ চাচার সাথে দেখা। যিনি ঠাকুরগাঁ থেকে ঢাকা এসেছেন শুধুমাত্র ডাক্তার দেখাতে। চোখ দেখিয়েই তিনি আবার ঠাকুরগাঁয়ে ফিরে যাবেন। এটা তো অনেক আগের কথা। ইদানিং যারা বারডেম হাসপাতালে গিয়েছেন, তারা সবাই নিশ্চয়ই খেয়াল করেছেন, প্রতিদিন সকালে সারা দেশ থেকে কত শত মানুষ এখানে আসেন চিকিৎসা সেবা নিতে। আগের চেয়ে আমাদের দেশে ডাক্তারের সংখ্যা বেড়েছে, কিন্তু রোগীর সংখ্যা বেড়েছে বহুগুন বেশী। আর পরিসংখ্যান যাই বলুক না কেন, আপনি-আমি সবাই জানি বাংলাদেশের সিংহভাগ ডাক্তারই শহরে থাকেন। সুতরাং গ্রামে থাকা রোগীদের এখনো চিকিৎসা সেবা নিতে সাত-সমুদ্দুর তের নদী পারি নিয়ে শহরেই আসতে হয়।

আর শহরের অবস্থাও যে খুব ভাল তাও নয়। ভীড়-যানযট পেরিয়ে বিশেষজ্ঞ ডাক্তারের চেম্বারে গিয়ে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করতে হয়। আর এপয়েন্টমেন্ট নিতে হয় নিদেনপক্ষে সপ্তাহখানেক আগে, ক্ষেত্রবিশেষে এটা মাসখানেকও হতে পারে।

TWGBD ( http://twgbd.com ) বিভিন্ন বিষয়ের বিশেষজ্ঞ ডাক্তারদেরকে একটা প্লাটফরমে এনে দাড় করিয়েছে। আপনি এখন চাইলে ঘরে বসেই এন্ড্রয়েড মেবাইল ফোনের মাধ্যমে বিশেষজ্ঞ চিকিৎসা সেবা নিতে পারেন। এর জন্য আপনাকে গুগল প্লে স্টোর থেকে mDoctor ( http://goo.gl/Oi1RY3 ) এ্যাপটি ডাউনলোড করে রেজিষ্ট্রেশন করতে হবে। এটার ব্যবহারবিধি খুবই সহজ, যে কোন স্মার্টফোন ব্যবহারকারী খুব সহজেই এটা ব্যবহার করতে পারবেন। চিকিৎসা সেবা নেয়ার জন্য ডাক্তারের ভিসিট দেয়া যাবে বিকাশের ( http://www.bkash.com ) মাধ্যমে। ভবিষ্যতে অন্যান্য পেমেন্ট মেথডও যোগ করা হবে।

বর্তমানে এই এ্যাপটির সাহায্যে চর্ম ও যৌন রোগ (Dermatology & Venereology) এবং মেডিসিনের (General Medicine) চিকিৎসা দেয়া হচ্ছে। পর্যায়ক্রমে ডায়াবেটিস, কিডনি এবং মা-শিশুস্বাস্থ্যের চিকিৎসা সেবা দেয়া হবে।

এ ব্যাপারে আরো বিস্তারিত জানার জন্য mDoctor এর ওয়েবসাইট http://mdoctorbd.com ভিজিট করতে পারেন। এছাড়া নিয়মিত আপডেট পেতে mDoctor এর ফেসবুক পেজে ( https://www.facebook.com/mDoctorBD ) যোগ দিতে পারেন।

এছাড়া জরুরী প্রয়োজনে যোগাযোগ করতে পারেন নিচের ঠিকানায়-
ফোন: ০১৭৯৫৫৭১৮৬৮
ইমেইল: mDoctorDB@gmail.com

--

--