লারাভেল ৫.১ এ কাস্টম পেজিনেশন

Nuruzzaman Milon
milon
Published in
2 min readJul 5, 2015

লারাভেলের ইলোকোয়েন্ট বা কোয়েরি বিল্ডার ব্যবহার করে আপনি খুব সহজেই পেজিনেশন তৈরি করতে পারেন। নিচে উদাহরন দেখুন-

[code lang=”php”]
public function show()
{
$people = People::paginate(5);
return view(‘poeple.list’, compact(‘people’));
}
[/code]

আর পেজিনেশন লিঙ্কগুলো ভিউ পেজে শো করতে হয় এভাবে-

[code lang=”php”]
{!! $people->render() !!}
[/code]

কিন্তু আমরা সবসময় ইলোকোয়েন্ট বা কোয়েরি বিল্ডার ব্যবহার নাও করতে পারি। সেক্ষেত্রে পেজিনেশনের দরকার হলে সেটি করতে হবে এভাবে-

[code lang=”php”]
public function index()
{
$people = collect([
[
‘name’ => ‘Milon’,
‘website’ => ‘http://milon.im’
],
[
‘name’ => 'Sadek',
‘website’ => ‘http://sadek.im'
],
//many other items…
[
‘name’ => ‘Ashik’,
‘website’ => ‘http://ashik.im’
]
]);

$perPage = 5;
$currentPage = \Input::get(‘page’) ?: 1;
$pagedData = $people->slice($currentPage * $perPage, $perPage)->all();
$people = new Illuminate\Pagination\LengthAwarePaginator($pagedData, count($people), $perPage, $currentPage);

return view(‘people.list’, compact(‘people’));
}
[/code]

এখানে প্রথমে একটা বড় এ্যারে কে ‌‌collect() হেল্পার মেথডের সাহায্যে লারাভেলের কালেকশন ক্লাসের অবজেক্টে পরিনত করা হয়েছে। এরপর $perPage এ ঠিক করা হয়েছে প্রতি পেজে কয়টা ডেটা শো করবে। এরপর কারেন্ট পেজ কোনটা সেটা নির্ধারন করা হয়েছে ইউআরএলের GET প্যারামিটার থেকে। যদি কোন গেট প্যারামিটার না থাকে তবে আমরা ডিফল্টভাবে $currentPage = 1 ধরে নেই।

এরপর ডেটাকে স্লাইস করে নিতে হয়। এই স্লাইস মেথড কিভাবে কাজ করে সেটা লারাভেলের কালেকশনের ডকুমেন্টেশন দেখে নিতে পারেন। পরবর্তীতে এই ডেটাকে LengthAwarePaginator ক্লাসের ইন্সট্যান্স বানাতে হয়। LengthAwarePaginator ব্যবহার না করে আপনি চাইলে Paginator ক্লাসও ব্যবহার করতে পারেন। এ দুটির মধ্যে পার্থক্য হচ্ছে LengthAwarePaginator ক্লাসটিতে আপনার কালেকশনে মোট কয়টি ডেটা আছে সেটা পাঠাতে হয় কিন্তু Paginator এ সেটা পাঠাতে হয় না।

বাকি ভিউ আপনি নিচের মত করে রেন্ডার করতে পারেন-

[code lang=”php”]
<div class=”container”>
<table class=”table table-bordered”>
<tr>
<th>Name</th>
<th>Website</th>
</tr>

@foreach($collection as $data)
<tr>
<td>{{ $data[‘name’] }}</td>
<td>{{ $data[‘website’] }}</td>
</tr>
@endforeach
</table>

{!! $collection->render() !!}
</div>
[/code]

হ্যাপি কোডিং…

--

--