লিনাক্সে ব্যবহার করুন গুগোল ড্রাইভ

Nuruzzaman Milon
milon
Published in
1 min readApr 25, 2012

সকাল বেলাই মেজাজ খারাপ হয়ে গেল। গুগোল এন্ড্রয়েড(লিনাক্সের জন্য উইএসবি ড্রাইভার নাই), পিকাসার(সাপোর্ট বন্ধ) পর এবার তাদের নতুন সার্ভিস গুগোল ড্রাইভেও লিনাক্স ব্যবহারকারীদের জন্য কিছুই রাখে নি। আমরা যারা ২৪/৭ লিনাক্স ব্যবহার করি তারা কি আঙ্গুল চুষবো?
যাইহোক, ফেবুতে অঞ্জন দা’র দেয়া একটা লিঙ্কে দেখলাম লিনাক্সেও নাকি গুগোল ড্রাইভের সেবা ব্যবহার করা যাবে। ঝটপট ট্রাই দিলাম। কাজও হল। কি কি করা লাগবে আসুন জেনে নেই।
প্রথমেই আপনাকে নতুন রিপো এড করতে হবে। টার্মিনালে লিখুন-

[sourcecode language=”bash”]sudo add-apt-repository ppa:invernizzi/google-docs-fs[/sourcecode]

এরপর আপডেট করতে লিখুন-

[sourcecode language=”bash”]sudo apt-get update[/sourcecode]

এবার ইনস্টল করুন-

[sourcecode language=”bash”]sudo apt-get install google-docs-fs[/sourcecode]

এবার হোম ফোল্ডারে Drive নামের একটা ফোল্ডার তৈরী করুন। এবার একে একে নিচের কোডগুলো টার্মিনালে লিখুন-

[sourcecode language=”bash”]cd Drive
gmount Drive username@gmail.com[/sourcecode]

username এর জায়গায় আপনার ইউজারনেম লিখুন, তারপর পাসওয়ার্ড দিন।
ব্যস এই ড্রাইভ ফোল্ডারে আপনার গুগোল ড্রাইভ মাউন্টেড হবে।

সূত্র

--

--