সহজে পাইথন শেখা-০৩

Nuruzzaman Milon
milon
Published in
2 min readJun 29, 2012

আমি এখন পর্যন্ত যতগুলো প্রোগ্রামিং ল্যাংগুয়েজ শিখেছি সবগুলোতেই প্রথম প্রোগ্রাম লিখেছিলাম Hello World এই শব্দদুটি প্রিন্ট করার মাধ্যমে। এটা আসলে একটা ট্রেডিশন হয়ে গেছে। পাইথনেও প্রথম প্রোগ্রাম করবো এই শব্দদুটিই প্রিন্ট করে।
আমি আগেও বলেছি প্রোগ্রামিং শুরু করার জন্য পাইথন খুবই উপযোগী একটা প্রোগ্রামিং ল্যাংগুয়েজ। অন্য ল্যাংগুয়েজে এই শব্দদুটি লেখার জন্য যেখানে অনেক কিছু লিখতে হয় পাইথনে মাত্র কয়েকটা শব্দ লিখলেই সে কাজ করা যায়। একটা উদাহরন দেই- Hello World শব্দদুইটা C, C++, Java এবং Python এই চারটা প্রোগ্রামিং ল্যাংগুয়েজে লিখে তুলনা করি-

Hello World in C:
[sourcecode language=”c”]#include<stdio.h>
int main(){
printf(“Hello World”);
return 0;
}
[/sourcecode]

Hello World in C++:
[sourcecode language=”cpp”]#include<iostream>
using namespace std;
int main(){
cout<<”Hello World”;
return 0;
}
[/sourcecode]

Hello World in Java:[sourcecode language=”java”]
public static void main(String args[]){
System.out.println(“Hello World”);
}
[/sourcecode]

Hello World in Python:
[sourcecode language=”python”]print “Hello World”[/sourcecode]

বোঝাই যাচ্ছে অন্য যে কোন ল্যাংগুয়েজের তুলনায় পাইথনে কোড করা কত সহজ।
আমরা কিন্তু ইতোমধ্যে পাইথনে আমাদের প্রথম কোড করে ফেলেছি। শুধু Hello World না, এই print স্ট্যাটমেন্ট দিয়ে আমরা পাইথন শেলে যে কোন কিছুই প্রিন্ট করতে পারি। যেমন আমি যদি আমার নাম ধাম প্রিন্ট করতে চাই, তাহলে প্রোগ্রামটি হবে-
[sourcecode language=”python”]
print “Nuruzzaman Milon”
print “Student of Information and Communication Technology”
print “Mawlana Bhashani Science and Technology University”
[/sourcecode]

এ তো গেল আমি পাইথন শেলে কিভাবে কোড লিখবো সেটা। পাইথন শেল বন্ধ করে দিলেই তো আমার লেখা সব কোড মুছে যাবে। বার বার এই কোড কি আমি লিখবো?
না, বার বার একই কোড লেখার কোন দরকার নেই। আমি আমার কোড খুব সহজেই একটা টেক্সট ফাইলে সংরক্ষন করে রাখতে পারি। তবে এক্ষেত্রে ফাইলের এক্সটেনশন হতে হবে .py

যেমন আমি যদি উপরের প্রোগ্রামটি সংরক্ষন করে রাখতে চাই তাহলে আমি সেটিকে, ধরা যাক name নামে সংরক্ষন করবো, সেক্ষেত্রে ফাইলের নাম হবে name.py

এবার আমি যদি ফাইলটি আবার চালাতে চাই তাহলে আমাকে পাইথন শেলে লিখতে হবে-
[sourcecode language=”bash”]python name.py[/sourcecode]
তাহলেই আমি পাইথন শেলে আমার কাঙ্খিত ফলাফল দেখতে পারবো।

--

--