Book Review — ৪ঃ হে বোনঃ জান্নাত তোমার প্রতীক্ষায়
বুক রিভিউ সিরিজের ৪র্থ পর্বে আলোচনা করবো ড. মুহাম্মাদ ইবনে আবদুর রহমান আরিফীর লেখা আমাদের পবিত্র মা-বোনদের উদ্দেশে এক অসামান্য বই — “হে বোনঃ জান্নাত তোমার প্রতীক্ষায়”।

বই থেকে নেয়া ভুমিকাঃ
আমার নেককার, পবিত্র বোন! আপনি নিশ্চিতভাবে বিশ্বাস করুন, এই দুনিয়ার বুকে আপনার মর্যাদাই সবার ঊর্ধ্বে। আপনি একজন মা, বোন, স্ত্রী ও কন্যা। আপনি এই সমাজের অর্ধেক। অবশিষ্ট অর্ধেকের অস্তিত্বের উৎসও আপনি। যুগে যুগে আপনার গর্ভেই জন্মেছেন দিগ্বিজয়ী বীর, অনলবর্ষী বক্তা, যুগের রাহবার, দেশ ও জাতির কাণ্ডারি। আপনার কাছেই আমি কিছু কথা ও আবেদন, ব্যথ্যা ও নিবেদন, ইতিহাসের কিছু বাস্তব সত্য ঘটনা তুলে ধরতে চাই। হয়ত তা আপনার হৃদয়কে স্পর্শ করবে। আপনার আবেগ ও অনুভূতিকে ছুঁয়ে যাবে।
বই পড়ে আমার অনুভূতিঃ
বর্তমান সমাজে ফেতনার অভাব নাই। অবশ্যই অনেক ভালো মানুষ আছেন, ভালো চরিত্রের অধিকারী মা-বোন আছেন বলে আজও আমাদের আশেপাশে ভালো ভালো মানুষ প্রতিনিয়ত তৈরি হচ্ছেন। তবুও শয়তান ও তার সাঙ্গপাঙ্গদের কল্যাণে আমাদের বর্তমান সমাজে ফেতনার অভাব নাই। বিশেষ করে যখন আমাদের মা-বোনদের কথা আশে তখন প্রথম বিতর্ক হয় পর্দা করা নিয়ে।
একদল আছে পর্দার কঠিনতা, পর্দা না করলে কি সব ভয়াবহ শাস্তি হতে পারে তার ঝাণ্ডা নিয়ে। এরা কখনো বুঝিয়ে বলতে পারেনাঃ
- কিভাবে মেয়েদের পর্দা করা উচিত?
- কিভাবে আমাদের সমাজে ছেলে-মেয়ে নির্বিশেষে পর্দার আদর্শ প্রচলন করা উচিত?
- কিভাবে বাবা-মা তাদের সন্তানদের মাহরাম-ননমাহরামদের সাথে চলাফেরা-উঠাবসার শিক্ষা দেবে?
- কিভাবে পর্দা রক্ষা করে ছেলেরা মেয়েদের সাথে বা মেয়েরা ছেলেদের সাথে প্রয়োজনে যোগাযোগ করতে পারে?
এদিকে আরেকদল সুবিধা ভোগী আছে যারা মনে করে পর্দা করে আমাদের মা-বোনরা সব আস্তাকুড়ে পঁচে মরতেছে। তাদের জাগরণ দরকার এবং পর্দা তাদেরকে বন্দিত্তের শৃঙ্খলে আবদ্ধ করে রেখেছে। সুতরাং পর্দা প্রথা ভেঙ্গে বেরিয়ে আস্তে হবে। সমাজের উন্নয়নে অংশীদার হতে হবে। এরা আসলে নারী মুক্তির নামে আমাদের মা-বোনদের চোখ, মন, হাত ও শরীর সব দিয়ে ভোগ করতে চাই। এই শয়তানদের সাপোর্টে আবার একদল মহিলা শয়তানের বসবাস। যারা যৌবনে সবটুকু সুখ ভোগ করতে গিয়ে শেষ বেলায় একলা কাঁদে বিদেশি জাতের কুত্তার বাচ্চা নিয়ে অথবা পড়ে থাকে বৃদ্ধাশ্রম নামক ভাগাড়ে।
লেখক হিসেবে ড. মুহাম্মাদ ইবনে আব্দুর রাহমান আরিফী অন্য লেভেলের। আসলে তিনি কোন লেভেলের সেটা যারা উনার বই পড়েছেন তারা শুধু জানেন। আপনি যদি উনার কোন বই এখনো না পড়ে থাকেন তবে আমি বলবো অন্যতম একজন আলেমে দ্বীনের উত্তম কিছু সংকলন এখনো চেখে দেখা হয়নি আপনার। আর এই বইটি বোন দের জন্য অনুপ্রেরণা মূলক একটি বই। যার মাধ্যমে লেখক নারীদের জন্য — পাপ থেকে বেঁচে সহজ সরল পথ অবলম্বন করে উম্মতের জান্নাতি মা-বোনদের কাতারে নিজেদেরকে শামিল করার এক অনন্য রুপরেখা একে দিয়েছেন। আল্লাহ আমাদের মা-বোনদের এই বই থেকে অনুপ্রেরণা ও শিক্ষা নিয়ে দুনিয়া ও আখিরাতে সফলকাম করুন এই প্রত্যাশা।
বই সম্পর্কিত কিছু তথ্যঃ
নামঃ হে বোনঃ জান্নাত তোমার প্রতীক্ষায়
লেখকঃ ড. মুহাম্মাদ ইবনে আবদুর রহমান আরিফী
অনুবাদকঃ মুফতী মুআজ আহমাদ
পৃষ্ঠা সংখ্যাঃ ২০০
প্রকাশনীঃ আর-রিহাব পাবলিকেশন্স
প্রাপ্তিস্থানঃ
বইটি যেকোন ইসলামি বইয়ের দোকানে পাওয়ার কথা। এছাড়াও অনলাইনে পেতে পারেনঃ নিয়ামাহশপ, ওয়াফিলাইফ বা রকোমারি তে।
আমার সম্পর্কেঃ
আমি মোঃ জামাল উদ্দিন, প্রতিনিয়ত শিখছি এবং যা কিছু শিখছি তা আপনাদের সাথে লেখালেখির মাধ্যমে শেয়ার করার চেষ্টা করছি। কাজ করছি সফটওয়্যার ডেভেলপার হিসেবে। আমার সম্পর্কে বিস্তারিত জানতে ভিজিট করুন https://jaamaalxyz.github.io ওয়েবসাইটে এবং প্রায় সবগুলো জনপ্রিয় সোশ্যাল সাইটে আমাকে পাবেন jaamaalxyz ইউজারনামে।