Book Review — ৫ঃ নট ফর সেল
বুক রিভিউ সিরিজের ৫ম পর্বে আলোচনা করবো বাংলায় প্রখ্যাত ইসলামি লেখিকা রেহনুমা বিনতে আনিসের লেখা আমাদের পবিত্র মা-বোনদের উদ্দেশে এক অসামান্য বই — “নট ফর সেল”।

বই থেকে নেয়া ভুমিকাঃ
বস্তুবাদী সভ্যতায় সবকিছুরই মূল্যায়ন হয় তার বাজারদরের উপর। যা কিছু অর্থ-বিনিময়ে বিকোয় না তার সেখানে কোনো মুল্য নেই। তাই বেচা-কেনার এ বাজারে তারা সব কিছুকেই তুলেছে, সব কিছু। রূপ-লাবণ্য, জীবন-যৌবন সবই সেখানে পণ্য; বেচাও যায়, কেনাও যায় …
বই পড়ে আমার অনুভূতিঃ
আমাদের মা বোনেরা অনেক অনেক মূল্যবান। আমাদের মা — বোনদের ইজ্জত কখনই বিক্রির জন্য নয়। তাই আমাদের উচিত আমাদের মা-বোনদের ইজ্জত অল্প টাকায়, দুনিয়াবি লালসায় বিক্রয়যোগ্য করে দুনিয়ার কিট-পতঙ্গ গুলোর সামনে উপস্থাপন করা যাবে না। দুঃখ জনক হলেও সত্য যে, আমাদের আশে পাশে দুনিয়াবি শিক্ষায় শিক্ষিত অথচ ইসলামি জ্ঞানের অন্তসার শুন্য জনগোষ্ঠী সমানে তাদের মা-বোনদের কে অনায়াসে বিক্রি করে চলেছে। লেখিকা এই বিষয়টাই সবার চোখে আঙ্গুল দিয়ে দেখানোর চেষ্টা করেছেন।
বই সম্পর্কিত কিছু তথ্যঃ
নামঃ নট ফর সেল
লেখিকাঃ রেহনুমা বিনত আনিস
প্রকাশনীঃ সিয়ান পাবলিকেশন
পৃষ্ঠা সংখ্যাঃ ৯৬
আমার সম্পর্কেঃ
আমি মোঃ জামাল উদ্দিন, প্রতিনিয়ত শিখছি এবং যা কিছু শিখছি তা আপনাদের সাথে লেখালেখির মাধ্যমে শেয়ার করার চেষ্টা করছি। কাজ করছি সফটওয়্যার ডেভেলপার হিসেবে। আমার সম্পর্কে বিস্তারিত জানতে ভিজিট করুন https://jaamaalxyz.github.io ওয়েবসাইটে এবং প্রায় সবগুলো জনপ্রিয় সোশ্যাল সাইটে আমাকে পাবেন jaamaalxyz ইউজারনামে।