Book Review — ৬ঃ হে আমার মেয়ে
বুক রিভিউ সিরিজের ৬ষ্ঠ পর্বে আলোচনা করবো আরব উপমহাদেশের অত্যন্ত প্রাঞ্জলভাষী আলেমে দীন ড. আলি তানতাবির লেখা আমাদের পবিত্র নবযৌবনা বোনদের উদ্দেশে নসিহাহ মূলক অতি ক্ষুদ্র তবে সমৃদ্ধ এক বই — “হে আমার মেয়ে”।

বই থেকে নেয়া ভূমিকাঃ
এই মাত্র ১৬ পৃষ্ঠার ছোট্ট বইটি যদি আমাদের দেশের আধুনিক শিক্ষিতা মেয়েরা পড়তো, আমার বিশ্বাস দেশে ধর্ষণ, ব্যভিচার, বিবাহ পূর্ব অবৈধ সম্পর্ক অনেকটা কমে যেত। এটি মেয়েদের পাঠ্যপুস্তকে যোগ করা উচিত বলে আমার মনে হয়। আমাদের বোনদের উত্তম ভবিষ্যৎ গঠনে অনেক কাজে লাগবে এই বই।
বই পড়ে আমার অনুভূতিঃ
লেখক তার দীর্ঘ জীবনের অভিজ্ঞতা থেকে নিজের মেয়ে সহ সকল মেয়েদের জন্য অসাধারণ কিছু মূল্যবান মনি-মুক্ত উপদেশ বাণী বলেছেন এই বইয়ে। এই বই থেকে সবার অনেক অনেক জানার ও বুঝার আছে। আল্লাহ যেন আমাদের সকলকে জানার এবং মানার তৌফিক দান করেন। আমীন।
বই সম্পর্কিত কিছু তথ্যঃ
নামঃ হে আমার মেয়ে
মূল লেখকঃ ড. আলি তানতাবি
বাংলায় অনুবাদকঃ মাওলান মুশাহিদ দেওয়ান
প্রকাশনীঃ হুদহুদ প্রকাশন
পৃষ্ঠা সংখ্যাঃ ১৬
আমার সম্পর্কেঃ
আমি মোঃ জামাল উদ্দিন, প্রতিনিয়ত শিখছি এবং যা কিছু শিখছি তা আপনাদের সাথে লেখালেখির মাধ্যমে শেয়ার করার চেষ্টা করছি। কাজ করছি সফটওয়্যার ডেভেলপার হিসেবে। আমার সম্পর্কে বিস্তারিত জানতে ভিজিট করুন https://jaamaalxyz.github.io ওয়েবসাইটে এবং প্রায় সবগুলো জনপ্রিয় সোশ্যাল সাইটে আমাকে পাবেন jaamaalxyz ইউজারনামে।