zero to nine (0 to 9)

Riddhiman Adib
My Online Cafe
Published in
2 min readMay 8, 2013

পরিচালনাঃ ঋদ্ধিমান আদীব, অয়ন মোহাইমেন

কাহিনীঃ রাশেদুল হক রাশেদ,ঋদ্ধিমান আদীব, অয়ন মোহাইমেন, নিবিড় যাওয়াদ

অভিনয়ঃ সিফাত, শিবলু, মোবাশ্বের, রাশেদ এবং আরো অনেকে…

বিশেষ ধন্যবাদঃ মনোজ

একটি সাধারণ বিশ্ববিদ্যালয়ের সাধারণ একটি দিনের কাহিনী। দেরী করে আসা আজিমের (:P) ক্লাসে

পৌছাতে হলে পৌছাতে হবে লিফটের ৯ তলায়। কিন্তু যাত্রা কন্টকমুক্ত নয়, তাকে যেতে হবে

হাজারো বিপদ পাড়ি দিয়ে…

(আসলে হঠাৎ করে খুব শখ করে বন্ধুরা মিলে বানিয়ে ফেলা এই

শর্টফিল্মটি। ইইই ফেস্ট’১২ এর কথা মাথায় রেখে ক্লাসের পরে আর লাঞ্চ টাইমে হাজারো

মানুষকে পেইন দিয়ে বানানো এই শর্টফিল্মটি। কোন ক্যামেরা না পেয়ে শেষে বন্ধু মনোজের কাছ

থেকে তার সাধারণ নাইকন কুল পিক্স ক্যামেরা দিয়ে আমরা বানিয়ে ফেললাম। অনেক সুখ-

স্মৃতি জড়িয়ে আছে এর সাথে।

এই শর্টফিল্মটিতে জড়িত থাকা সকল অভিনেতা, অভিনেত্রী, আইডিয়াবাজ মানুষগুলি, ইইই উইঙয়ের

দু’টি লিফট, তাতে যাতায়াতকারী মানুষজন যারা আমাদের প্যাড়া সহ্য করেছেন, সবাইকে অসংখ্য

ধন্যবাদ। সামনের আমাদের কাজগুলিতেও আমরা সবার এই সাহায্যটুকুর আশায় থাকবো আবারও।

সকল শিল্পীর কাছে ক্ষমাপ্রার্থী, যাদের অনুমতি ছাড়াই আমরা তাদের গানগুলি ব্যাকগ্রাউন্ড স্কোর এর

ব্যবহার করেছি। আশা করছি, সামনের বার থেকে এ ধরনের চুরি(:P) আর করবো না।ইউটিউব বন্ধ

থাকায় এবং তাদের কপিরাইট নিয়ম খুবই দৃঢ় থাকায় শর্টফিল্মটি আপলোড দিতে অনাকাংক্ষিত দেরী

হলো, এখন ফেসবুকের ভিডিও প্লেয়ার এর উন্নতি দেখে ফেসবুকে দিতে সাহস পেলাম।)

শর্টফিল্মটি দেখার আমন্ত্রন রইলো।

নাটকের পিছনের ছবির সংগ্রহ

[youtube https://www.youtube.com/watch?v=6zKOOmrIWCU]

ফেসবুক লিংক — 0 to 9

--

--

Riddhiman Adib
My Online Cafe

Postdoctoral Researcher. Tech Enthusiast. Occasional Blogger. Self-proclaimed Musician. more at: adib2149.github.io