করোনা কবলিত বিশ্বে, কোথায় বাংলাদেশিরা বেশি নিরাপদ? দেশে না বিদেশে?

Netra News
Netra News
Published in
3 min readJul 2, 2020

(২৩ জুন ইংরেজিতে প্রথম প্রকাশিত।)

করোনা মহামারীর বিভিন্ন তথ্য-উপাত্তের মাঝে যে বিষয়গুলো দৃষ্টি আকর্ষণ করে তার একটি হলো বিভিন্ন দেশে বাংলাদেশি/বাংলাদেশি বংশোদ্ভূত মানুষের মৃত্যুর হার এবং তার বিপরীতে দেশে মৃত্যুর হার।

ইংল্যান্ড: ইংল্যান্ডে বসবাসরত বাংলাদেশি বংশোদ্ভূত সংখ্যায় প্রায় ৫,১০,৭২১।

যুক্তরাজ্য সরকারের জরিপমতে ১৩ মে পর্যন্ত সময়কালে ১৮৩ জন “বাংলাদেশি” ব্যাক্তি কভিড-১৯ আক্রান্ত হয়ে মৃত্যু বরণ করেছেন। এতে বাংলাদেশি বংশোদ্ভূতদের মাঝে মৃতের হার দাঁড়ায় প্রতি ১০-লাখে ৩৫৬ জন।
১৩ মে থেকে পরবর্তী পাঁচ সপ্তাহে আরো কতজন বাংলাদেশি বংশোদ্ভূত মৃত্যু বরণ করেছেন তার হিসাব এখনো প্রকাশিত হয়নি।**

সৌদি আরব: বর্তমানে প্রায় ২৩ লক্ষ বাংলাদেশি শ্রমিক সৌদি আরবে বসবাসরত আছেন।

সে দেশে বাংলাদেশের রাষ্ট্রদূত গোলাম মোশির ১৮ জুন প্রদেয় তথ্যে ৩৭৫ জন বাংলাদেশি অভিবাসী কোভিড-১৯ আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছেন।

সে অনুসারে মৃত্যু হার প্রতি ১০-লাখে ১৬৩ জন।

কোভিড-১৯ এ সৌদি আরবে সার্বিক জনগোষ্ঠীতে মোট মৃতের সংখ্যা ১,৩০৭। গোলাম মোশি’র দেয়া তথ্য ও সৌদি সরকারের তথ্যে কোনো বৈপরীত্য নেই ধরে নিলে এর অর্থ হয় সৌদি আরবে সকল মৃতের মাঝে এক-চতুর্থাংশের বেশিই বাংলাদেশি অভিবাসী শ্রমিক! সাড়ে তিন কোটি জনসংখ্যার দেশ সৌদি আরবে মোট মৃত্যু হার প্রতি ১০ লাখে মাত্র ৩৮ জন।

যুক্তরাষ্ট্র: যুক্তরাষ্ট্রে বাংলাদেশি বংশোদ্ভূত জনসংখ্যা আনুমানিক ৫,০০,০০০।

যুক্তরাষ্ট্রে অবস্থানরত একজন বাংলাদেশি কূটনীতিক তার নাম না প্রকাশের শর্তে (অফ-দা রেকর্ড) নেত্র নিউজ কে বলেন আমেরিকায় বসবাসরত বাংলাদেশিদের মাঝে মৃতের সংখ্যা ২৫২ বলে জানা গিয়েছে।

তাতে মৃত্যু হার হয় প্রতি ১০-লাখে ৫০৪ বাংলাদেশি।

বাংলাদেশ: বাংলাদেশের জনসংখ্যা বর্তমানে আনুমানিক সাড়ে ১৬ কোটি। সরকারি গণনা অনুসারে, কোভিড-১৯ এ মোট মৃতের সংখ্যা অদ্যাবধি ১,৫৪৫।

মৃত্যুর হার প্রতি ১০-লাখে ৯ জন।

সমগ্র বিশ্বে শুধু উপরোক্ত তিনটি দেশে — ইংল্যান্ড, যুক্তরাস্ট্র ও সৌদি আরবে ৩৩ লাখের কিছু বেশি সংখ্যক বাংলাদেশি মানুষের মধ্য হতে কোভিড-১৯ এ মোট মৃত্যুর সংখ্যা ৮০৯। অর্থাৎ, বাংলাদেশে সাড়ে ১৬ কোটি মানুষের মাঝে মোট যত মৃত্যু (১,৫৪৫)হয়েছে, এই তিন দেশের বাংলাদেশির মাঝে তার অর্ধেকেরও বেশি সংখ্যক মৃত্যু ঘটেছে। বাংলাদেশের জনসংখ্যা ওই তিন দেশের মোট বাংলাদেশি জনসংখ্যার ৫৪ গুন্।

সম্ভবত স্বাভাবিকভাবেই প্রশ্ন আসে বাংলাদেশে আশ্চর্যজনক কম মৃত্যু হারের ব্যাখ্যা কি। এমনিতেই বাংলাদেশে সামাজিক দূরত্ব বাজিয়ে রাখা, ভিড় এড়িয়ে চলা কঠিন এবং স্বাস্থ্যসেবাও অনুন্নত। পক্ষান্তরে, যেসব দেশে বাংলাদেশিদের অপেক্ষাকৃত উচ্চ মৃত্যুহার পরিলক্ষিত হয় সেখানে জনসংখ্যার ঘনত্ত্ব অনেক কম ও স্বাস্থ্যসেবাও উন্নততর। তার আলোকে সেসব দেশে অবস্থানরত বাংলাদেশির তুলনায় বাংলাদেশের অভ্যন্তরের মৃত্যুহারে এতো বিশাল তফাৎ স্বাভাবিক যুক্তিতে ব্যাখ্যা করা কঠিন।

এ থেকে প্রকৃতপক্ষে সেই একই প্রশ্ন পুনরুত্থিত হয় — বাংলাদেশে মৃত্যু হার এখনো তুলনামূলক এতো কম থাকছে কি ক’রে? ঘুরেফিরে এর উত্তরও একই হতে বাধ্য। হয় বাংলাদেশে কোভিড-১৯এর এমন একটি প্রজাতি’র (স্ট্রেইন) বিস্তার ঘটেছে যা তুলনামূলক কম প্রাণঘাতী, বা উষ্ণ আবহাওয়ায় এ ভাইরাস দুর্বল হয়ে এসেছে, বা অন্য কোন অজানা কারন রয়েছে, বা বাংলাদেশে মহামারী এখনো এমন আকার ধারণ করেনি যখন সঠিক পর্যালোচনা ও অনুমান সম্ভব।

বিকল্প ব্যাখ্যা হলো, বাংলাদেশের সরকারি হিসাবের কোনো বিশ্বাসযোগ্যতা নেই — এবং বাংলাদেশে প্রকৃতপক্ষে আরো অনেক মানুষের কোভিড-১৯ এ মৃত্যু ঘটছে যাদের কোনো সরকারি শনাক্তকরণ হচ্ছেনা — এবং সরকার এসকল মৃত্যু আনুষ্ঠানিক গণনায় অন্তর্ভুক্ত করতে অনিচ্ছুক।

--

--

Netra News
Netra News

Netra News - a new independent and impartial online media platform publishing investigations, analysis, and opinion on Bangladesh politics and society