Outlier — বক্তা হওয়ার জন্য আবেদন করুন!

Mollie Pettit
Nightingale
Published in
2 min readOct 26, 2020

এটি হচ্ছে Outlier — Apply to Speak! এর অনুবাদ।

আউটলায়ার অনলাইন হচ্ছে ডেটা ভিজ্যুয়ালাইজেশন সোসাইটি (Data Visualization Society ) কর্তৃক আয়োজিত একটি আসন্ন কনফারেন্স যা আগামী 4th & 5th ফেব্রুয়ারি, 2021 তারিখে অনুষ্ঠিত হবে। যদি আপনি কনফারেন্সে কোনো বক্তব্য রাখতে বা ওয়র্কশপ করতে চান, তাহলে আপনাকে এই বক্তা হওয়ার জন্য আবেদন ফর্মটি পূরণ করার জন্য আমন্ত্রণ জানানো হচ্ছে। আপনার নেটওয়ার্ক গড়ে তোলা, সম্ভাব্য ক্লায়েন্ট ও সহযোগীদের কাছে আপনার দক্ষতা তুলে ধরা এবং আপনার জ্ঞান শেয়ার করার মাধ্যমে আগামী প্রজন্মের ডেটা ভিজ্যুয়ালাইজেশন পেশাজীবীদের সাহায্য করার জন্য আউটলায়ারে বক্তব্য দেওয়া একটি চমৎকার পন্থা।

এই কনফারেন্সের লক্ষ্য হচ্ছে বিশ্বজুড়ে সকল টাইম জোনে বিভিন্ন ভাষায় বক্তব্য দেওয়ার জন্য বক্তাদের সহায়তা করার মাধ্যমে বৈশ্বিক ভিজ্যুয়ালাইজেশন কমিউনিটির প্রতিফলন ঘটানো এবং তা উদযাপন করা।

আগে কখনও বক্তব্য প্রদান করেননি? কোনো সমস্যা নেই! আবেদন করার ক্ষেত্রে নিজেকে কী খুব জুনিয়র মনে হচ্ছে? আপনারও শেয়ার করার মতো অনন্য দৃষ্টিভঙ্গি রয়েছে! আপনি কী আপনার প্রাথমিক ভাষায় (যেটি ইংরেজি নয়) বক্তব্য প্রদান করতে চান? আমাদের কোনো সমস্যা নেই! আসলে, আমরা আপনাকে আবেদন করার জন্য জোর পরামর্শ দিচ্ছি।

আবেদন করুন!

বক্তব্য প্রদান করা এবং ওয়র্কশপের জন্য আবেদন জমা দেওয়ার শেষ সময় হচ্ছে 1st ডিসেম্বর, 2020. আমরা আপনাদের সবার আবেদন দেখার অপেক্ষায় আছি। এখানে আবেদন করুন। শুভ কামনা রইলো!

আমাদের কথা অন্যদেরকে জানাতে আমাদেরকে সহায়তা করুন

বিভিন্ন ধরনের বক্তা পাওয়ার প্রচেষ্টা হিসেবে আমরা কিছু প্রতিষ্ঠানের তালিকা করছি যাদের সাথে আমরা যোগাযোগ করে বক্তা হওয়ার আহ্বান জানাতে পারি। যোগাযোগ করা যাবে এমন প্রতিষ্ঠানের তালিকা এখানে দেওয়া আছে । আমরা কী কাউকে বাদ দিয়েছি? তাহলে আপনি সেটা তালিকায় যুক্ত করে নিতে পারেন। আর আপনার যদি ঐ প্রতিষ্ঠানে কোনো কন্ট্যাক্ট থাকে, তাহলে আমাদের সাথে যোগাযোগ করে তা জানিয়ে দিন।

এছাড়াও, আপনি এই পোস্টটি রিটুইট করতে পারেন।

আপনার সকল সহায়তার জন্য অশেষ ধন্যবাদ!

--

--