২০২২ ওয়েসিস কনটেন্ট গেমসের উদ্বোধনের শুরু

Md.Mahmudul Hasan Chowdhury
Oasis Foundation Bengali
5 min readMar 15, 2022

Disclaimer: This post is a community translation produced by a member of the Oasis network community. Strict checks are made to provide accurate translations, but they might be subject to errors or omissions. Oasis Network is not responsible for the accuracy, reliability or currency of the translated information. Original publication in English is here.

স্বত্বাধিকার : এই পোস্টটি Oasis network কমিউনিটির একজন সদস্য দ্বারা অনুবাদীত। যদিও সঠিক অনুবাদ করার জন্য কঠোর পরীক্ষা করা হয়, তার পর ও যদি ত্রুটি থাকে বা কিছু বাদ পড়ার বিষয় থাকে Oasis network অনুবাদকৃত তথ্যের নির্ভুলতা, নির্ভরযোগ্যতা বা মুদ্রণ এর জন্য দায়ী নয়। ইংরেজিতে মূল প্রকাশনা দেখে নিনl

* ১৪ জানুয়ারী ২০২২ এর আপডেট -অতিরিক্ত অংশগ্রহণকারী এবং ১০০০ আরও বেশী কনটেন্টস মূল্যায়ন করার জন্য , ২০২২ সালের ওয়েসিস কনটেন্ট গেমস এর বিজয়ী ঘোষণা করা হৰে ২০ জানুয়ারী ২০২২। আপনাদের অংশগ্রহণ ও ধর্যের জন্য অসংখ ধন্যবাদ।

২০২১ সালে , ওয়েসিস ফাউন্ডেশন,NFT প্লাটফর্ম NFTb এর সাথে পার্টনারশীপ এর কথা ঘোষণা করে, যারা প্রথম কয়েক জন আর মধ্যে একজন , যারা তাদের ইকোসিস্টেমে ক্রস-চেন কোম্পারিবিলিটি সংযুক্ত করে। ওয়েসিস নেটওয়ার্কে ,NFTb প্রথমবারের মতো সম্প্রসারণ করবে, বিন্যান্স লাঞ্চ হওয়ার পর এবং শিল্পী ও সৃষ্টিকারীদের আর্থিক সুযোগ প্রদান ও ওয়েসিস এ তাদের কাজ প্রকাশ করবে। ২০২১ ডিসেম্বরে , ওয়েসিস ফাউন্ডেশন , আমাদের প্রথম NFT কালেকশন,The AL ROSE NFT collection ঘোষণা করে যা ওয়েসিস নেটওয়ার্কে তৈরি করা হয়েছে এবং যা মেটামিরর ও দা এমবাডি দ্বারা সমর্থিত। ৯৯৯ টি The AL ROSE NFT , ওয়েসিস সমাজে বিতরণ করা হয়ে পুরস্কার হিসেবে বিভীন্ন NFT লটারী ও প্রতিযোগিতার মাধ্যমে। বলা বাহুল্য যে , দিনের পর দিন NFT এবং সৃজনশীল অভিব্যক্তি ব্লকচেইনের মধ্যে , অতিরিক্ত গুরুত্বপূর্ণ হচ্ছে।

আমাদের ওয়েসিস সমাজে সৃজনশীলতা উদ্বোধনের জন্য , ওয়েসিস ফাউন্ডেশন প্রথমবারের মতো , কনটেন্ট গেমস: একটি সমাজব্যাপী প্রতিযোগিতা যা সমাজের সৃজনশীল , শিল্পিক ও রসাত্মক প্রতিভা প্রদর্শন উত্তসাহিত করে , ১০০০ $ROSE পুরস্কার জিতার সুযোগ প্রদান করে।

একটি চিত্র ওয়েসিস কমিউনিটি থেকে নেওয়া , যা শেয়ার করা হয়ে ওয়েসিস ফাউন্ডেশন ও সামাজিক মাধ্যমে

২০২২ ওয়েসিস কনটেন্ট গেমস এবং কি ভাবে যোগদান করবেন -

ওয়েসিস কমিউনিটি তার সৃজনশীলতা প্রকাশ করেছে বিভিন্ন meme ও ছবির মাধ্যমে , যা অনলাইন শেয়ার করা হয়ে। আমাদের সবসময় অনুপ্রাণিত হয়ী , যখন আমাদের স্বদর্শরা ভালোবাসা প্রকাশ করে ওয়েসিসের প্রতি চিত্র ও কৌতুক এর মাধ্যমে , সেজন্য আমরা ওয়েসিস কমুনিটির সৃজনশীলতা বৃদ্ধির জন্য , তাদের উদ্বোধন করি ও তাদের পুরস্কৃত করি $ROSE এর মাধ্যমে।

সর্বমোট , ১৬টি পুরস্কার রয়েছে ২০২২ ওয়েসিস কনটেন্ট গামেশে , যার মূল্য সবমিলে ১০৫০০ $ROSE। ১১টি পুরস্কার দেওয়া হবে সবচেয়ে সেরা কনটেন্ট সাবমিশনকারীদের , ওয়েসিস বিচারকদের মতে। ৫টি পুরস্কার প্রদান করা হবে রেন্ডমলি যেকোনো কাউকে (যারা কন্টেন্ট সাবমিট করেছে )কিন্তু যে যত বেশী প্রতিযোগিতার বিভিন্ন ইভেন্টসএ যোগদান করবে , তার পুরস্কার জিতার সুযোগ ততই বেড়ে যাবে , তার মানে তোমার সাবমিশন কোনো পুরস্কারের জন্য নির্বাচিত না হলেও , তোমার $ROSE জিতার সুযোগ রয়েছে প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য!

২০২২ ওয়েসিস কনটেন্ট গেমস এ যোগদান করার জন্য , আমাদের যেকোনো সামাজিক মাধ্যমে শেয়ার করে, আমাদের ট্যাগ করুন (@) এবং আপনার অফিসিয়াল এন্ট্রি জমা দিন ২০২২ ওয়েসিস কনটেন্ট গেমস ক্যাম্পেইন এ।

পুরস্কারের প্রকারভেদ-

কনটেন্ট পুরস্কার(ওয়েসিসের দল দ্বারা বিচার করা ):

শ্রেষ্ট ওয়েসিস meme /meme ওইজার্ড পুরস্কার(৩টি পুরস্কার)-ওয়েসিস সমাজের জন্য সবচেয়ে শ্রেষ্ট meme কে দেওয়া হয়ে.

  • প্রথম স্থান: ১০০০ $ROSE
  • দ্বিতীয় স্থান :৭৫০ $ROSE
  • তৃতীয় স্থান :৫০০ $ROSE

শ্রেষ্ট ক্রিপ্টোআর্ট/আধুনিক ভ্যান যোগ পুরস্কার (৩টি পুরস্কার -সবচেয়ে সৃজনশীল , আকর্ষণীয় এবং নান্দনিকভাবে আনন্দদায়ক ভিজ্যুয়াল কনটেন্ট (নন -মোশন )

  • .প্রথম স্থান : ১০০০ $ROSE
  • .দ্বিতীয় স্থান : ৭৫০ $ROSE
  • .তৃতীয় স্থান : ৫০০ $ROSE

শ্রেষ্ট ভিডিও চিত্র / চলচিত্র নির্মাতা পুরস্কার (৩ পুরস্কার )-সবচেয়ে সুন্দর ভিডিও এবং মোশন কনটেন্ট (GIFs! সহ) কে দেওয়া হয়।

  • .প্রথম স্থান :১০০০ $ROSE
  • .দ্বিতীয় স্থান :৭৫০ $ROSE
  • .তৃতীয় স্থান : ৫০০ $ROSE

শ্রেষ্ট ওয়েসিস ব্র্যান্ড আইডেন্টিটি /ব্র্যান্ড পুরস্কার (১টি পুরস্কার )-যে যে শ্রেষ্ট কনটেন্ট ওয়েসিসের মূল বৈশিষ্ট , সাম্প্রতিক পার্টনারশীপ অথবা নেটওয়ার্কে বড় উন্নয়ন কে প্রাধান্যদে, তাদের দেওয়া হয়ে -

  • একটি পুরস্কার :১০০০ $ROSE

অংশগ্রহণমূলক পুরস্কার -

নতুন বসরের বোনাস / অল হ্যান্ডস অন ডেক পুরস্কার (৫টি পুরস্কার ):৫ জন ব্যাক্তিকে এলোমেলো ভাবে বাছাই করা হৰে যারা প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছেন, ৩৫০ $ROSE বোনাসের জন্য — যে যত বেশী সক্রিয় থাকবে তার বোনাস জিতার সুযোগ তত বেশী!

  • পাঁচটি পুরস্কার : ৩৫০ $ROSE

বিচারকমন্ডলী-

ট্রাভিস জেইন

ট্রাভিস হচ্ছে একজন ক্রস-জনরা ক্রিয়েটর , যিনি বিভিন্ন কন্টেন্টের জন্য দিকনির্দশন ও কৌশল তৈরী করেছেন , ২০টির ও বেশী ব্রান্ডসের জন্য NFT, টেক , শিল্প , খুচরা এবং মিডিয়া শিল্পে কাজ করে এসেছেন। তিনি পুরস্কার জয়ী ম্যাগাজিনে ও সামাজিক মাধ্যম কমিউনিটি রেভোলুকিনের প্রতিষ্ঠাতা এবং তিনি ব্রুকলিন , লস এঞ্জেলেস , টোকিও ও সুইডেনে বিভিন্ন প্রদর্শনীতে অংশগ্রহণ করেছেন।

জন পুল -

জন পুল একজন এঞ্জেল ইনভেস্টর, ব্যাক্তিগত জুয়েলার্স, উদ্যোক্তা , সীটমেটাল ভ্রমণকারী , খেলা প্রেমিক ও অভিযাত্রী।জন একজন জন্মগত নেতা , যার অনস্বীকার্য গুন্ রয়েছে যেকোনো ভেঞ্চারে সাফল্য লাভ করার জন্য। তিনি বর্তমানে আমাদের অ্যাম্বাসেডর প্রোগ্রামে নেতৃত্ব দিচ্ছেন , যেখানে ৩০০ এর বেশী অ্যাম্বাসেডর রয়েছেন পৃথিবীর বিভিন্ন প্রান্তে। এসব ছাড়াও তিনি হচ্ছেন চিফ ব্রসেফ , $ROSE সাপোর্টার্সদের জন্য, যাদের ব্রসে বলা হয়ে।

+অতিরিক্ত ওয়েসিস টীম সদস্য !

গুরুত্বপূর্ণ তথ্য-

কনটেন্ট গেমস শুরু:ডিসেম্বর ২৭, ২০২১-৯:০০AM PST

  • ২০২২ ওয়েসিস কনটেন্ট গেমশের জন্য জমা শুরু ১২:০০ PM (১২:০০), ডিসেম্বর ২৭, ২০২১

কনটেন্ট গেমস জমা দেওয়ার শেষ সময়:জানুয়ারী ১০. ২০২২-৯:০০ PM PST

  • ২০২২ ওয়েসিস কনটেন্ট গেমসের জন্য জমা দেওয়ার শেষ সময় ১২:০০ AM (০০:০০) জানুয়ারী ১০, ২০২২।

কনটেন্ট বিচারের সময় :জানুয়ারী ১১-১৩, ২০২২

  • ওয়েসিস টিম সব জমা দেওয়া কনটেন্ট পুনঃমূল্যায়ন করে

প্রতিযোগিতা জয়ী ঘোষণা: জানুয়ারী ২০, ২০২২-১২:০০ PM PST (আগে ছিলো জানুয়ারী ১৪,২০২২-১২:০০ PM PST )

  • প্রতিযোগী বিজয়ীদের ঘোষণা করা হয় ও তাদের ঠিকানায় পুরস্কার পাঠিয়ে দেওয়া হয়।

আপনার কনটেন্ট জমা দিন , জানুয়ারী ১০, ২০২২(৯:০০PM PST ) এর মধ্যে, কনটেন্ট গেমস পুরস্কার জিতার সুযোগ পাওয়ার জন্য !

--

--

Md.Mahmudul Hasan Chowdhury
Oasis Foundation Bengali

Blockchain Researcher + Developer, Oasis Protocol , Ocean Protocol & Algorand Ambassador, educationist,Young Economist