WordPress কথন

জনপ্রিয় এই CMS সম্পর্কে মৌলিক কিছু ধারনা থাকছে আজ। ওয়েবে লেখালিখির শুরু হোক এখান থেকেই …

Maruf Ahmed
Projuktir Avijatri
3 min readAug 10, 2017

--

Projuktir Avijatri - WordPress

পূর্ব কথাঃ

WordPress একটি ওয়েব এপ্লিকেশন, মূলত PHP এর উপর ভিত্তি করে বানানো। সম্পূর্ণ ফ্রি ও ওপেন সোর্স এই সফটওয়্যারের মাধ্যমে আপনি শক্তিশালী ওয়েবসাইট এবং সুন্দর ব্লগ তৈরি করতে পারেন নিমিষেই।

ফেব্রুয়ারি ২০১৭ এর এক পরিসংখ্যান অনুযায়ী, ওয়েবে প্রায় ১ কোটি ওয়েবসাইটে মধ্যে ২৭.৫% ওয়ার্ডপ্রেস ব্যবহার করা হচ্ছে এবং পৃথিবীব্যাপী প্রায় ৬ কোটিরও বেশি মানুষ ওয়েবসাইট তৈরী করতে এটি ব্যবহার করছে।

সংক্ষিপ্ত ইতিবৃত্তঃ

Matt Mullenweg এবং Mike Little এই দুইজন মহান ব্যাক্তির কল্যাণে, ২০০৩ সালের ২৭ মে সর্বপ্রথম WordPress প্রকাশিত হয়। উল্লেখ্য বর্তমানে সর্বশেষ 4.8.1 সংস্করণটি ২ আগস্ট, ২০১৭ প্রকাশিত হয়।

ব্লগ সফটওয়্যার, কনটেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম, কনটেন্ট ম্যানেজমেন্ট ফ্রেমওয়ার্ক এসব ক্ষেত্রে WordPress এর জনপ্রিয়তা ব্যাপক।

COM VS ORG

সার্চ ইঞ্জিনে WordPress লিখে সার্চ দেওয়ার পর ২ টি সাইট দেখা যায়, https://wordpress.com/https://wordpress.org/ প্রথমে দিকে কম বেশী সবারই এটি সংশয়ে পড়তে দেখা যায়।

  • wordpress.com হচ্ছে হোস্টিং সার্ভিস যেখানে আপনি সাইট পাবলিশ করতে পারবেন ফ্রি, পেইড ২ ভাবেই। অনেকটা Blogger, Tumblr এর মতো। ফ্রিতে ব্যবহার করতে ৩ জিবি জায়গা পাবেন সাথে কিছু সীমাবদ্ধতা রয়েছে।
  • wordpress.org হচ্ছে মূল সফটওয়্যার যেটি আপনার ওয়েব সার্ভারে ইন্সটল করে ব্যবহার করতে হবে। এটি সম্পূর্ণ ফ্রি ও সহজে ব্যবহার যোগ্য। এখানে আপনার ইচ্ছা মত প্লাগিন, থিমস ব্যবহার করে কাস্টমাইজ করতে পারবেন।

ব্যাপকতার পিছনে কিছু বৈশিষ্ট্যঃ

  • একের ভিতর সব - WordPress’র সাহায্য আপনি যে কোনো ধরনের ওয়েবসাইট তৈরি যেমন, ব্যক্তিগত ব্লগ বা ওয়েবসাইট, ব্যবসায়িক ওয়েবসাইট, সরকারি ওয়েবসাইট, পোর্টফোলিও সহ প্রায় সকল প্রয়োজনীয় কাজই করতে পারেন। থিম(Theme) দিয়ে ওয়েবসাইটকে অনেক আকর্ষণীয় করে তোলা যায়। তাছাড়া প্লাগিন(Plugin) ব্যবহার করে সাইটের কর্মদক্ষতা আরো বাড়িয়ে নিতে পারেন। একটি ওয়েবসাইটকে আকর্ষণীয় করার জন্য যতধরণের সুযোগ সুবিধা থাকার প্রয়োজন তার সবই রয়েছে ওয়ার্ডপ্রেসে।
  • Search Engine Optimization(SEO) - WordPress কে এমন ভাবে তৈরী করা হয়েছে যাতে খুব সহজেই সার্চ ইঞ্জিন ইনডেক্স করতে পারে এবং সাইটকে ভালো র‍্যাঙ্কিং দেয় এই জন্যই একে ‘SEO Friendly’ বলা হয়।
  • ব্লগিং সুবিধা - প্রোগ্রামিং, কোডিং জ্ঞান ছাড়াই ব্লগিং ওয়েবসাইট তৈরি ও পরিচালনা করা সম্ভব এবং একসাথে বহু লেখক ও সমন্বয়ক মিলে একই সাইটে কাজ করার সুবিধার জন্যই মানুষ ওয়ার্ডপ্রেসকে অনেক বেশী পছন্দ করে।
  • কমিউনিটি - কমিউনিটিই হল WordPress’র হৃদয়। কমিউনিটির মাধ্যমেই আজ ওয়ার্ডপ্রেস আজ এতোদূর পথ পাড়ি দিতে পেরেছে। WordCampMeetup’র মাধ্যমে বিশ্বের সব জায়গার WordPress প্রেমিরা একত্রিত হতে হচ্ছে। ওয়ার্ডপ্রেসকে সামনে এগিয়ে নিতে কমিউনিটির ভুমিকা অপরিসীম।

W
ordPress’র ভবিষ্যৎ সম্পর্কে বলতে গেলে WordPress’র প্রতিষ্ঠাতা Matt Mullenweg’র একটি বাক্যেই যথেষ্ঠ।

“ভবিষ্যতে WordPress সামাজিক, মোবাইল এবং অ্যাপ্লিকেশন প্ল্যাটফর্ম হিসাবে কাজ করবে।”

কিছু কথাঃ

এত কিছু বলার পরে কিছু আপডেট না দিলে কেমন হয়, আপনারা যারা WordPress’কে ভালোবেসে ফেলেছেন অথবা ভবিষ্যতে কাজ করতে চাচ্ছেন তারা WordPress Dhaka কমিউনিটিতে যুক্ত হতে পারেন।

ও হ্যাঁ ,WordPress তথাকথিত সহজ একটি জিনিস, এটা শিখতে আপনাকে সেইরাম লেভেলের কোডার হতে হবে না শুধু ইচ্ছে থাকলেই অনেক কিছু করতে পারবেন।

তথ্যসূত্রঃ

উইকিপিডিয়া, WordPress, Medium

--

--