Google Fuchsia: রহস্যের মায়াজালে

Android এর পরে আবারো মার্কেট কাঁপাতে গুগল পরিচয় করিয়ে দিচ্ছে নতুন ওপেনসোর্স অপারেটিং সিস্টেম ‘ফিউশা’!

Mahfujur Rahman Mehedi
Projuktir Avijatri
2 min readJul 21, 2017

--

পরিচয়ঃ

এতোদিন যাবত আমরা জেনে আসছি Google এর একমাত্র মোবাইল অপারেটিং সিস্টেম Android, তবে ২০১১ থেকেই গুগলের তৈরী আরেকটি ডেস্কটপ ভিত্তিক OS’র নাম হয়তো আমরা অনেকেই জানিনা Chrome OS! এটি লিনাক্স কার্ণেলের উপর ভিত্তি করে বানানো হয়েছিলো।

গুগল এবার ‘ফিউশা’(Fuchsia) নামে একটি নতুন অপারেটিং সিস্টেমটি তৈরি করতে যাচ্ছে, যা হয়ত ছাড়িয়ে যাবে আগের দুইটি অপারেটিং সিস্টেমকে। নতুন এই OS চলবে সব প্লাটফর্মে মোবাইল, ল্যাপটপ কিংবা ডেস্কটপে। Google ‌ফিউশাকে তৈরীর সাথে সাথে পরিচয় করিয়ে Micro Kernel উপর ডেভেলাপ করা Magenta!

Android যেমন Linux Kernel এর উপর ভিত্তি করে বানানো তেমনি ‘ফিউশা’ Megenta(micro kernel) ভিত্তিক OS!

ইতিবৃত্তঃ

২০১৬ সালের আগস্ট মাসে GitHub এ মাধ্যমে জানা যায় গুগল নতুন একটি ওএস তৈরি করছে ফিউশা(Fuchsia)নামে। এ ব্যাপারে তখন কোন আনুষ্ঠানিক ঘোষণা করা হয়নি।
২০১৭ সালের মে মাসে আর্মস টেকনিকো (Ars Technica) ফিউশা’র(Fuchsia) নতুন ইউজার ইন্টারফেস(UI) ‘Armadillo’ এর বেশ কিছু ছবি উন্মুক্ত করে!

Fuchsia Logo

তখনই সবাই ফিউশা রহস্য,এর লোগো ও নতুন UI সম্পর্কে জানতে পারে।

অতঃপরঃ

বর্তমান মোবাইল ফোন ব্যবহারকারীরা চায় নিরাপত্তা, সুন্দর ডিজাইন,স্টাইলিশ ইউজার ইন্টারফেস এবং দ্রুত কাজ করে এমন সব এপ্লিকেশন। এসব বিবেচনা করে গুগল মাইক্রোকার্নেল ব্যবহার করার পরিকল্পনা সিদ্ধান্ত নেয়। এটি ব্যবহার করা হয়েছে মূলত যাতে ফোন খুব দ্রুততার সাথে ভালো পার্ফমেন্স দেয়। পাশাপাশি Armadillo এর নতুন UI ইউজারকে অত্যাধুনিক ইন্টারফেস ও ডিজাইন দিয়ে আকর্ষণ করবে। তাছাড়া ম্যাজেন্টা ‌একটি ওপেন সোর্স কার্নেল।

ফিউশা’র ভবিষ্যতঃ

একটি পুরাদস্তুর অপারেটিং সিস্টেম তৈরী করতে বেশ কয়েক বছর লেগে যায়! আমরা হয়তো জেনে থাকবো বর্তমানের এন্ড্রোয়েড তৈরী হতে সময় লেগেছিলো পুরো ৫ বছর তারপর এটি মার্কেটে জনপ্রিয়তা পায় এবং স্মার্টফোনের বাজার দখল করে।

আনুমানিক ২০১৬ এর ফেব্রুয়ারীতে Magenta কার্নেল এর ডেভেলাপমেন্ট প্রক্রিয়া শুরু হয়।আশাকরা যায় ২০২০ সালের আগে হয়তো আমরা এর আবির্ভাব দেখতে পাবো। শেষে হয়তো এন্ড্রোয়েড কেই ফিউশা’র দিকে এগিয়ে যেতে হবে।

শেষক্ষেপণ

একটি অপারেটিং সিস্টেমকে শুরু থেকে তৈরী করা বেশ কঠিন ও ঝুঁকির কাজ! যাইহোক হয়তো ‘ফিউশা’ গুগলকে এনে দিতে পারে আরেকটি বিশাল সাফল্য। আশাকরি করা যায় এটি হতে যাচ্ছে সবথেকে জনপ্রিয় মোবাইল অপারেটিং সিস্টেম।

--

--