গুগল সার্চ করার ৫টি কৌশল

ওয়েবে কোনো কিছু খুজতে গিয়ে চোখ বন্ধ করে আমরা সবাই যেখানে সার্চ করি সেটি হচ্ছে গুগল! তাই গুগলে সার্চ করার কিছু বেসিক ও এডভান্স কৌশল থাকছে আজ।

Sadiqur Rahman Rifat
Projuktir Avijatri
3 min readAug 7, 2017

--

Projuktir Avijatri — Google Search Hack

1. Related Website

ধরুন, আপনি একই রকম কিছু সাইট খুজছেন। এর জন্য Google সার্চ বারে গিয়ে লিখতে হবে related:*.com (*= ওয়েবসাইট)। দেখা যাবে যে প্রায় একই রকম সাইটগুলো এসেছে।

2. site:[website link] keyword

একটি ওয়েবসাইট আপনার খুব পছন্দ হয়েছে, সেই সাইটে ‌নির্দিষ্ট কিছু খুজতে চাচ্ছেন বা খুজে পাচ্ছেন না ! ঝটপট সার্চ দিন এভাবে …

এখানে medium.com - এ শুধু মাত্র Technology সম্পর্কিত‌ যেসব লেখা রয়েছে সেগুলো দেখাবে।

3. intitle; inurl; intext:

অনেক সময় দেখা যায়, গুগলে পছন্দের টপিক লিখে সার্চ দিয়েছেন, কিন্তু মনের মতো সার্চ রেজাল্ট আসেনি। সেক্ষেত্রে সার্চ দিবেন এভাবে …

Intitle:Keyword

সার্চ দেওয়ার পর SERP (Search Engine Result Page) তে আমরা মূলত ৩টি জিনিশ দেখি, প্রথমে Title, তার নিচে Link ও শেষে বর্ণনা আকারে কিছু Text থাকে।

‘web engineering’ কিওয়ার্ডটি যেইসব ওয়েবপেজের Title এ ব্যবহার ব্যবহার হয়েছে, পাশের ছবিতে শুধুমাত্র সেই রেজাল্টগুলো দেখা যাচ্ছে।

Inurl:Keyword

সার্চ দেওয়া Web engineering কি-ওয়ার্ডটি যেইসব ওয়েবপেজের URL মধ্যে রয়েছে, inurl: ব্যবহার করার পর এখন SERP তে শুধু মাত্র সেই গুলোই দেখা যাচ্ছে।

Intext:Keyword

intext:keyword ব্যবহার করে সার্চ দিলে যেইসব ওয়েবপেজের Description আমার সার্চ দেওয়া কি-ওয়ার্ড মিলে যাবে শুধুমাত্র সেগুলো দেখাবে।

4. Use the minus (-) sign

(-) মাইনাস অপারেটরটি অপ্রয়োজনীয় সার্চ রেজাল্ট দেখানো থেকে বিরত রাখে।

যেমন, আমি Chicken Fried লিখে গুগলে সার্চ করার পর প্রথমেই YouTube থেকে একটি ভিডিও আসে, কিন্তু আমি YouTube থেকে কোনো ভিডিও আসুক সেটি চাইনা, তাহলে এভাবে সার্চ করতে হবে।

chicken fried -youtube

বেশ কয়েকটা সার্চ রেজাল্টে Chicken fried এর সাথে rice দেখতে পাই, তাই আমি সার্চ দিলাম এভাবে

chicken fried -rice -youtube

5. Sunrise and Sunset:

সূর্যোদয়ের এবং সূর্যাস্তের সঠিক সময় জানতে পারেন গুগল সার্চের মাধ্যমে।

গুগল সার্চের আরো মজার সব কৌশল নিয়ে হাজির হবো পরবর্তী পোষ্টে!

--

--