ChatBot সম্পর্কে চমৎকার কিছু তথ্য যা না জানলেই নয়

বর্তমান সময়ে প্রযুক্তি প্রেমীদের কাছে বেশ জনপ্রিয় হচ্ছে ChatBot - এই বিষয়টি নিয়ে আমার কিছু জানা তথ্য থাকছে এই লেখাটিতে।

Md. Harun-Ur-Rashid
Projuktir Avijatri
3 min readAug 17, 2017

--

‘ChatBot’ এই প্রজন্মের নতুন একটি সার্ভিস, যা স্বয়ংক্রিয়ভাবে বার্তা আদান প্রদান করতে সক্ষম, ব্যবহার করা সহজ, আকর্ষণীয় এবং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দিয়ে তৈরী। চ্যাটবটের মধ্যে কিছু তথ্য দেওয়া থাকে যাতে এটি ব্যবহারকারীর সাথে কথোপকথন চালিয়ে যেতে পারে।

ইতিহাস নিয়ে কিছু কথাঃ

ChatBot কে আমরা এখন এই নামে জানলেও আবির্ভাবের সময় এর নাম ছিল ChatterBot
১৯৯০ এর দশকে Michael Maudlin সর্বপ্রথম Julia(জুলিয়া) নামে একটি Windows বেজড প্রোগ্রাম ChatterBot তৈরী করেন। এর কয়েকবছর পরেই ChatterBot শব্দটিকে পরিবর্তন করে সংক্ষেপে ChatBot করা হয়। তবে এই শব্দ দুইটির ভাবার্থ কিন্তু একই, কৃত্রিম আলাপচারিতার মাধ্যমে যোগাযোগ স্থাপন করা।

কেন এই ChatBot -

বর্তমানে কেন এই ChatBot এ সম্পর্কে Peter Rojas বলেছেন ,

“এখন আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমের চেয়ে ম্যাসেঞ্জার অ্যাপ্লিকেশন গুলো চালাতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি”

আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স যুক্ত হওয়ার ফলে এর বৈশিষ্ট্যগত অনেক পরিবর্তন এসেছে। যেমনটা Google Allo এর সাহায্য আমরা নানা সুযোগসুবিধা পাচ্ছি। এছাড়াও ব্যবসাক্ষেত্রে সময়ের কার্যকারিতা বাড়াতে এবং ক্লায়েন্টের সাথে তাৎক্ষনিক যোগাযোগ স্থাপনা করতে ChatBot এখন ব্যবসা প্রতিষ্ঠানের জন্য আবশ্যক হয়ে পড়ছে। এজন্যই মূলত পৃথিবীব্যাপী এর ব্যবহার দিন দিন বেড়েই চলেছে সমানুপাতিক হারে।

যেভাবে কাজ করেঃ

প্রযুক্তিবিদগণ বলছেন, “চ্যাটবট নতুন ওয়েবের সৃষ্টি করেছে”

সাধারণত দুই ধরনের ChatBot আমরা দেখতে পাই, প্রথমটি ফাংশনাল ভিত্তিক মানে প্রোগ্রামার তার নিজের ইচ্ছা অনুযায়ী সাধারণ কথোপকথনের উপর ভিত্তি করে করে তৈরী করে আর দ্বিতীয়টি হল মেশিন লার্নিং এর উপর ভিত্তি করে বানানো হয়ে থাকে।

ফাংশনাল ভিত্তিক - এই বটের ধারন ক্ষমতা খুবই সীমাবদ্ধ। এটি শুধুমাত্র কিছু নির্দিষ্ট কমান্ডের মাধ্যমে তৈরি করা হয়। ফলে এই ধরনের বটকে যদি আপনি এর ধারন ক্ষমতার বাইরে কিছু জিজ্ঞাসা করেন তাহলে এ বট আপনার প্রশ্নের সঠিক জবাব দিতে পারবে না। সহজ ভাষায় আপনার প্রশ্নটি সে বুঝবে না।

মেশিন লার্নিং ভিত্তিক - এ ধরনের বট গুলো কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পন্ন হয়ে থাকে তাই সে ব্যবহারকারীর সাথে কথা বলার মাধ্যমে তার মনোভাব বোঝার ক্ষমতা রাখে। ফলে এধরনের বট গুলো আপনার প্রত্যেকটি প্রশ্নের যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করে। আর মজার বিষয় হচ্ছে এই ধরনের বট গুলো এমন ভাবে তৈরী করা হয়, যাতে ব্যবহারকারী মনে করে সে একজন মানুষের সাথে কথা বলছে।

জনপ্রিয় কিছু ChatBot:

বর্তমানে ডিজিটাল মার্কেটিং ও অনলাইন বিজনেসের ক্ষেত্রে চ্যাটবটের প্রচুর ব্যবহার দেখা যায়।জনপ্রিয় কিছু বট সম্পর্কে জেনে নেওয়া যাক …

Duolingo - এটি পৃথিবীব্যাপী ভাষা শেখার অত্যান্ত জনপ্রিয় একটি প্ল্যাটফর্ম এবং পরিষেবা যেখানে লক্ষ লক্ষ ব্যবহারকারী নতুন ভাষা শিখার সাথেসাথে বিভিন্ন মানুষের সাথে সংযুক্ত হতে পারছে।

Machaao - এই মেসেঞ্জার বট টি মূলত একটি AI খেলাধুলা সম্পর্কিত বট। ক্রিকেট, ফুটবল ও অন্যান্য খেলার ফ্যানদের জন্য বানানো এই বটটি ফেসবুকে অনেক জনপ্রিয়।

Mitsuku - লোবেনার (Loebner) পুরস্কার পাওয়া এটি সত্যিই অসাধারন একটি বট। সবচেয়ে আকর্ষণীয় বিষয়টি হল আপনি এই বটের সাথে কথা বললে আপনার সম্পূর্ণরূপে মনে হবে যে আপনি একজন মানুষের সাথে কথা বলছেন। আরও একটু বাড়িয়ে বললে, আপনি কখনো ক্লান্তবোধ হবেন না।

Replika - এই বটটি সবগুলো ChatBot এর মধ্যে অন্যতম একটি বট। এর মাধ্যমে আপনি আপনার সাপ্তাহিক কাজের পরিকল্পনা গুলো খুব সহজেই করতে পারবেন।

Poncho - আবহাওয়া বিশেষজ্ঞ খ্যাত ফেসবুক মেসেঞ্জার ভিত্তিক এই বট আপনাকে দৈনন্দিন আবহাওয়া বিষয়ক নানা সতর্কতার মাধ্যমে সাহায্য করতে সদা প্রস্তুত।

Dinner Ideasফেসবুক ভিত্তিক এই বটের মাধ্যমে আপনি সহজেই নানা রকম রান্নার রেসেপি পেয়ে যাবেন।

X.ai - ভিন্ন ধারার এই শিডিউলিং চ্যাটবটটি সহযোগী(পার্সনাল এসিসট্যান্ট) হিসেবে কাজ করে দেয়।

ফেসবুক মেসেঞ্জার টেলিগ্রাম এর জনপ্রিয়তার কারণে প্রতিদিনই তৈরী হচ্ছে হাজারো রকমের চ্যাটবট। বাংলাদেশের ২ টি মেসেঞ্জার চ্যাটবট যুক্ত করলাম।

বিঃদ্রঃ প্রযুক্তির দুনিয়ায় ChatBot থেকে শুরু করে পৃথিবীর সকল অসাধারন কাজের পিছনে প্রোগ্রামিং শব্দটি অতঃপরত ভাবে জড়িত। তাই আপনিও যদি এই অসাধারন কাজের মাধ্যমে পৃথিবীকে জয় করতে চান তাহলে আজই শুরু করুন প্রোগ্রামিং শেখা।

“ভালো থাকুন এবং প্রযুক্তির অভিযাত্রি’র সাথে থাকুন”

--

--

Md. Harun-Ur-Rashid
Projuktir Avijatri

Software Engineer | | Writer @TDataScience | Notebook Master & Discussion Expert @Kaggle. https://www.linkedin.com/in/harunurrashid97/