ইথানল বাষ্প সেবনের স্বাস্থ্য ঝুঁকি

Dr. Tanvir Hayder
Renata Limited’s COVID-19 Journal
3 min readApr 23, 2020

এই মহামারী করোনা ভাইরাস যা COVID-19 নামে পরিচিত সম্পর্কে প্রচুর কল্পকাহিনী, গুজব ছড়িয়ে পরেছে যেটি সাধারণ জনগণকে বিভ্রান্ত করছে এমন একটি মাত্রায়, এটি মনে হচ্ছে যে আমরা একটি ভুল তথ্য মহামারীর বিরুদ্ধে লড়াই করছি।

এর মধ্যে কয়েকটি মানব স্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতির কারণ হতে পারে। যেহেতু সাধারণ মানুষ সহজেই এইসব গুজবের কারনে বিভ্রান্ত হতে পারে তাই সমাজের প্রতি আমাদের কর্তব্যের অংশ হিসাবে আমরা বিশ্বাসযোগ্য বৈজ্ঞানিক তথ্য ব্যবহার করে সময়ের সাথে সাথে এই প্রচলিত কল্পকাহিনী এবং গুজব গুলো ভেঙ্গে দেওয়ার চেষ্টা করব।

সাম্প্রতিক কালে একটি প্রতিবেদন আমাদের গণমাধ্যমে প্রকাশিত হয়েছে যা সুপারিশ করেছে যে ৩০% ইথানল (বা ০.২৪ মিলিয়ন মিলিগ্রাম / লিটার) গরম পানিতে মিশ্রিত করার পরে COVID-19 এর চিকিৎসা হিসাবে শ্বাস এর সাথে নেওয়া যেতে পারে। একজন ডাক্তার হিসাবে আমার দৃষ্টিকোণ থেকে এটি অনেক উদ্বেগজনক যখন আমি কল্পনা করার চেষ্টা করছিলাম এইটার পরিণতি নিয়ে যদি মানুষ সত্যি এইটায় বিশ্বাস করে। ইথানল বাষ্প এটির বিষাক্ত প্রতিক্রিয়াগুলির জন্য পরিচিত, এতে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের সম্ভাব্য ক্ষয়ক্ষতি, ক্যান্সার সৃষ্টির সম্ভাব্য ঝুঁকি, ফ্যাটি লিভারের রোগ হওয়ার ঝুঁকি, পাশাপাশি সম্ভাব্য মিউটেজেনসিটি, প্রজনন জনিত সমস্যা এবং বিকাশ জনিত সমস্যা হওয়ার ঝুঁকি রয়েছে। জ্বালানী হিসাবে প্রয়োগের পাশাপাশি হাত স্যানিটাইজার হিসাবে ব্যবহারের সময় দুর্ঘটনাজনিত এক্সপোজারের কারণে মানুষের উপর ইথানল বাষ্পের প্রভাবগুলি মূল্যায়নের জন্য মানব স্বাস্থ্যের উপর ইথানল বাষ্পের প্রভাবগুলি কঠোর ভাবে অধ্যয়ন করা হয়েছে ১৯৭০ থেকে ১৯৯০ ইং এর একটা বিরাট অংশ জুড়ে। এর মধ্যে কয়েকটি অনুসন্ধান নীচে তুলে ধরা হয়েছে।

ক্যান্সার: যদিও এখনও পর্যন্ত ইথানলের কোনও প্রমাণিত ক্যান্সার করার ক্ষমতা পাওয়া যায় নি, একাধিক গবেষণায় দেখা গেছে যে ইথানলের সেবন মানুষের দেহের উন্মুক্ত টিস্যুগুলিতে (বিশেষত ফুসফুস, শ্বাস প্রশ্বাসের কারণ) ক্যান্সারের ঝুঁকি বাড়িয়ে তোলে। সিগারেট ধূমপায়ীদের জন্য এই ঝুঁকি আরও বেড়ে যায়।

কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের সমস্যাগুলি: একটি গবেষণায় দেখিয়েছিল যে.১০ মিলিগ্রাম / লিটার ইথানলে শ্বাস নেওয়ানো হলে ইঁদুরের কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের সমস্যা দেখা দিতে পারে। এই সমীক্ষায় আরও বলা হয়েছে যে 94 মিলিগ্রাম / লিটার পর্যন্ত ইঁদুর দ্বারা ইথানলে শ্বাস নেওয়ালে মৃত্যু ঘটাতে পারে।

মিউকোসাল জ্বালাপোড়া: মানুষের উপর একটি গবেষণায় দেখা গেছে যে যদি ইথানল বাষ্পে 10 ​​থেকে 20 মিলিগ্রাম / লিটার এ 5 থেকে 10 মিনিটের জন্য শ্বাস ফেলা হয় তবে চোখ, নাক এবং কাশির তীব্র ব্যথা হতে পারে। অতএব এটি অনুমান করা যায় যে ইথানল বাষ্প ৩০% এর মত উচ্চ মাত্রায় সেবন করলে স্পষ্টত এই জ্বালাপোড়া জনিত সমস্যা হবে।

লিভার রোগ: একটি গবেষণায় ইঁদুরের উপর অধ্যয়ন থেকে জানা গেছে যে নির্দিষ্ট স্তরে (28,224 মিনিট-মিলিগ্রাম / লিটার) ইথানলের সংস্পর্শে এলে এটি ফ্যাটি লিভারের কারণ হয়েছিল। আরেকটি গবেষণায় দেখা গিয়েছে যে লিভার ট্রাইগ্লিসারাইড বৃদ্ধি পেয়েছে যখন ইঁদুরগুলি ইথানলের সংস্পর্শে আসে। ভিডিওতে বর্ণিত পরিমাণ সর্বনিম্নে এই গবেষণায় বর্ণিত পরিমাণ থেকে অন্ততপক্ষে 1000 গুণ বেশি অতএব এটি স্বাস্থ্যের জন্য অত্যন্ত ক্ষতিকর।

এছাড়াও এটি লক্ষণীয় যে ফুসফুস ভাইরাস দ্বারা সংক্রামিত হওয়ার পরে ইথানল বাষ্প এর উপর কোনও প্রভাব ফেলবে না। ভাইরাসগুলি এমন একটি প্রক্রিয়ায় বংশবৃদ্ধি করে যে এটি প্রথমে কোনও কোষকে সংক্রামিত করে এবং কোষের মধ্যে অনুপ্রবেশ করে তারপরে কোষের অভ্যন্তরীণ যন্ত্রপাতি গুলাকে ব্যবহার করে বংশবৃদ্ধি করে থাকে। সুতরাং ইথানল বাষ্পে শ্বাস নিলে তা ফ্রি ভাইরাসগুলি খুঁজে পাবে না যার মাধ্যমে এগুলি দ্বারা লিপিড খোলসটিকে বিক্রিয়া করতে এবং নিষ্ক্রিয় করতে পারত। সুতরাং ইথানল বাষ্প কোন ভাবেই এই ভাইরাসগুলোকে নিষ্ক্রিয় করতে সক্ষম হবে না। অতএব এটি অনুধাবন করা অত্যন্ত গুরুত্বপূর্ণ যে ইথানল কেবলমাত্র হাত এবং নিত্য ব্যবহার সামগ্রী সমূহের বাহ্যিক জীবাণুনাশক হিসাবে ব্যবহার করা উচিত কোনভাবেই শরীরের অভ্যন্তরীন জীবাণুনাশক হিসাবে ব্যবহারোপযোগী নয়। অবহিত থাকুন, সুস্থ্য থাকুন।

এই নিবন্ধটি লিখেছেন ডাঃ তানভীর হায়দার রেনাটা লিমিটেডের বিজনেস অ্যান্ড ক্লিনিকাল ডেভলপমেন্ট টিম এর পক্ষ থেকে। যে কোনও প্রশ্নের জন্য ইমেল করুন: lavin9299@gmail.com।

তথ্য নির্দেশ:

Bucher, S. et al., 2018, Nature, 5963 (https://www.nature.com/articles/s41598-018-24403-1)

Di Luzio, N. R., and T. E. Stege. 1979. Influence of chronic ethanol vapor inhalation on hepatic parenchymal and Kupffer cell function. Alcohol. Clin. Exp. Res. 3(3):240–247.

French, S. W., and J. R. Morris. 1972. Ethanol dependence in the rat induced by non-intoxicating levels of ethanol. Res. Commun. Chem. Pathol. Pharmacol. 4(1):221–233.

James, J. T., 1997, Chapter 7, in Spacecraft Maximum Allowable Concentrations for Selected Airborne Contaminants, Vol 3 (https://www.nap.edu/read/5435/chapter/11)

Lester, D., and L. A. Greenberg. 1951. The inhalation of ethyl alcohol by man. Q. J. Stud. Alcohol. 12:167–178 (https://www.ncbi.nlm.nih.gov/pubmed/14844643)

Lowenfels, A. B. 1975. Alcoholism and the risk of cancer. Ann. N.Y. Acad. Sci. 252:366–373

Rowe, V. K., and S. B. McCollister. 1982. Alcohols. Pp. 4527–4708 in Patty’s Industrial Hygiene and Toxicology, 3rd Ed., Vol. 2c, G. D. Clayton and F. E. Clayton, eds. New York: Wiley-Interscience.

Tanaka, T. et al., 1989, Japanese Journal of Cancer Research, 80, 526 (https://onlinelibrary.wiley.com/…/j.1349-7006.1989.tb01671.x)

--

--

Dr. Tanvir Hayder
Renata Limited’s COVID-19 Journal

Dr. Tanvir Hayder is a graduate from Bangladesh Medical College and a public health enthusiast.