করোনাভাইরাস মহামারীতে টেলিমেডিসিনের গুরুত্ব ।
সারা পৃথিবীর অনেক দেশই এখন করোনাভাইরাস প্রাদুর্ভাবের জন্য টেলিমেডিসিনের সাহায্য নিচ্ছে কারন মানুষ যদিও সাস্থ্যসেবা নিতে ইচ্ছুক, সবাই নিজেদেরকে সংক্রমণ থেকেও সুরক্ষিত রাখতে চায়। — ডাক্তার ও স্বাস্থ্যকর্মীদের জন্যও এটি সমানভাবে প্রযোজ্য।
কেন?
বিশ্বের অনেক দেশের মত বাংলাদেশও করোনাভাইরাস মহামারিতে আক্রান্ত হওয়ার কারনে এখন দুই সপ্তাহ-দীর্ঘ অবরধ জারি করার মত চরম উদ্যোগ নিতে বাধ্য হয়েছে । এমন সময় সংক্রমণের বৃদ্ধি ঠেকানোর জন্য বাসায় আবদ্ধ থাকা অত্যন্ত গুরুত্বপূণ। সেই ক্ষেত্রে স্বাস্থ্য বিষয়ক তথ্য এবং সেবা গ্রহণ করার এক অভিনব পদ্ধতি হচ্ছে টেলিমেডিসিন। অনেকেরই পূর্ব-বিদ্যমান, দীর্ঘকালস্থায়ী অনেক অসুস্থতা থাকতে পারে যার জন্য তাদের নিয়মিত ডাক্তারের পরামর্শ প্রয়োজন হয়ে থাকে। এই সব ক্ষেত্রে, আপনার পরিবারের সুরক্ষা এবং স্বস্থি বজায় রেখে স্বাস্থ্যসেবা গ্রহণ করার আদর্শ পদ্ধতি হতে পারে অনলাইনে চিকিৎসা পরামর্শ গ্রহণ করা অথবা টেলিমেডিসিন।
একই সাথে , আপনি টেলিমেডিসিন ব্যাবহার করায় হাসপাতালের গুরুত্বপূর্ণ সব আয়োজন এবং সরঞ্জামাদি করোনাভাইরাসে আক্রান্ত, অধিক ঝুঁকিপূর্ণ অবস্থার রোগীদের চিকিৎসায় পর্যাপ্তভাবে কাজে লাগানো যাবে। যদি আপনার মনে হয় আপনার মধ্যে করোনাভাইরাসের উপসর্গসমূহ প্রকাশ পাচ্ছে, তাহলে আপনি নানা টেলিমেডিসিন মাধ্যম, যেমন উপসর্গ নির্ণয়কর (সিম্পটম চেকার) অথবা অনলাইন চিকিৎসা পরামর্শ গ্রহণ করলে নিজেকে আরো বেশি সুরক্ষিত রাখতে পারবেন। মনে রাখবেন, হাসপাতালে সরাসরি যাওয়ায় আপনি নিজেকে আরো বেশি সংক্রমণের ঝুঁকিতে ফেলতে পারেন।
টেলিমেডিসিন সার্ভিস ব্যাবহারকালিন সময় কিছু জিনিস আপনাকে মনে রাখতে হবেঃ
- কল করার আগে আপনি অবশ্যই আপনার সব উপসর্গ/ লক্ষণগুলো লিখে রাখবেন
- আপনার অসুবিধার কথা গুছিয়ে বর্ণনা করবেন
- আপনাকে যে প্রশ্নগুলো করা হবে তার জবাব সততার সাথে দিবেন
খুবই জরুরি অবস্থা না হলে, আপনি সরাসরি ডাক্তারের কাছে যাওয়ার বদলে টেলিমেডিসিন ব্যাবহার করে এই মহামারির সময় সামাজিক দূরত্ব (সোশ্যাল ডিস্টান্সিং) অথবা এই ক্ষেত্রে ‘মেডিক্যাল ডিস্টান্সিং’ বজায় রেখে আপনার মানবিক দায়িত্ব পালন করুন।
বিশ্বের কিছু উল্লেখযোগ্য টেলিমেডিসিন প্ল্যাটফর্ম হলো :
- টেলাডক
- গো টেলেকেয়ার
- ইন্টেলে হেলথ
- কাইরন হেলথ
- ডক্সি মি
- চার্ম হেলথ
আপনি যদি একটি সম্পূর্ণ ফ্রি টেলিমেডিসিন মাধ্যম দ্বারা আপনার করোনাভাইরাস সম্পর্কিত উদ্বেগ দমন করতে চান তবে আমাদের কোভিড-১৯ রিস্পন্স বোট বাংলাদেশ ব্যবহার করতে পারেন এই লিংকটিতে :
m.me/CovidBotBD
সুত্রঃ
https://www.health.harvard.edu/blog/can-telehealth-help-flatten-the-curve-of-covid-19-2020032419288
https://www.goodfirms.co/blog/the-best-10-free-and-open-source-telemedicine-software
এই আর্টিকেলটা লিখেছেন লাবিবা মুস্তাবিনা ঐশী, বিজনেস অ্যান্ড ক্লিনিকাল ডেভলপমেন্ট এনালিস্ট, রেনাটা লিমিটেড।
যেকোনো প্রশ্নের জন্য ই-মেল করুনঃ labiba.wish@gmail.com