জানালা খুললে কি কোভিড-১৯ বাতাসের সাথে ভেসে আসবে?

Farhan Rahman
Renata Limited’s COVID-19 Journal
2 min readMay 5, 2020

ইতোমধ্যে সবার মধ্যে কিছু ধারণা আছে যে সার্স-কোভ-২ভাইরাস (করোনাভাইরাস) থেকে উৎপত্ত কোভিড-১৯ একটি বায়ু দ্বারা সংক্রমিত রোগ । তবে বায়ুবাহিত সংক্রমণ নিয়ে নানা ধরণের জল্পনা কল্পনা রয়েছে। তাহলে কি ভাইরাসটি বায়ু তে ঘুরে বেড়ায়? কিংবা জানালা খুললে কি বায়ু প্রবাহ দ্বারা ভাইরাস বাসায় প্রবেশ করে আমাদের সংক্রমিত করতে পারে? সংক্ষেপে বলতে গেলে এইটা হওয়ার আশংকা অত্যন্ত নূন্যতম।

ডাব্লিউএইচও এর বর্ণনা অনুযায়ী এয়ারবর্ন ট্রান্সমিশন বা বায়ুবাহিত সংক্রমণ হলো যখন একটি ভাইরাস বা জীবাণু ড্রপলেট নুকলাই (বিন্দুকণা) দ্বারা বায়ু তে ভ্রমণ করে সংক্রমণ করে ।

আমরা যখন হাঁচি বা কাশি দেয় তখন আমরা শ্বসন কণা বা রেসপিরেটরি পার্টিকেল ছেড়ে থাকি। ড্রপলেট নুকলাই এমন একটি রেসপিরেটরি পার্টিকেল যার ব্যাসরেখা (ডায়ামিটার) হচ্ছে ৫ মাইক্রোমিটার, যেটি একটি চুলের ডায়ামিটারের তুলনায় ১২ গুন্ ছোট।

এই পার্টিকেল গুলি বাতাসে এক মিটার এবং অধিক দূরত্ব ভ্রমণ করতে পারে । তবে এইখানে একটি বিষয় লক্ষণীয়। যে গবেষণা থেকে এইটা নির্ণয় করা হয়েছে তাতে দেখা গেছে যে একটি রেস্টুরেন্ট এর এয়ার কন্ডিশনের প্রভাবে শক্তিশালী বায়ুপ্রবাহ দ্বারা পারিকেল টি এতোটা দূরত্ব অতিক্রম করতে পেরেছে।

একটি গবেষণায় ভাইরাস ড্রপলেট নুকলাই দ্বারা অতিক্রমিত সর্বোচ্চ দূরত্ব পাওয়া গেছে ৪ মিটার। কিন্তু গবেষণাটি একটি হাসপাতালের স্থাপিত পরিবেশের উপর ভিত্তি করে করা।

ডাব্লিউএইচও কর্তৃক মন্তব্য করা হয়েছে যে এই ভাইরাস এয়ারবর্ন ট্রান্সমিশন বা বায়ুবাহিত সংক্রমণ কেবল কিছু বিশেষ পরিস্থিতিতে হতে পারে যেমনটা এরোসল তৈরীকরণ চিকিৎসা ডিভাইস ব্যবহার ক্ষেত্রে হয়ে থাকে, উদহারণ: ব্রঙ্কোস্কোপি, ওপেন সাকশনিং ইত্যাদি।

এই পর্যন্ত কোনো গবেষণাতে পাওয়া যায়নি যে এইটা দৈনন্দিন অবস্থায় ঘটতে পারে।

নিউ ইংল্যান্ড জার্নাল অফ মেডিসিন এর গবেষণায় পাওয়া গেছে যে ৩ ঘন্টা পর্যন্ত ভাইরাসটি বাতাসে বাঁচতে পারে। কিন্তু এই পরীক্ষাটি ও একটি উচ্চ কার্যকারিতা সম্পন্ন মেশিন দ্বারা এরোসল তৈরির উপর ভিত্তি করে কৃত্তিম ভাবে সৃষ্টি করা যা স্বাভাবিক পরিস্তিতিতে হয়ে থাকে না।

মোট বলা যেতে পারে যে এয়ারবর্ন ট্রান্সমিশন বা বায়ুবাহিত সংক্রমণ যদিও বা হয়, এটি অনেক অস্বাভাবিক কারণ একত্রিতভাবে ঘটার কারণে হতে পারে কিন্তু স্বাবাভিক অবস্থায় হওয়ার সম্ভাবনা খুবই কম। নিয়মাবলী মেনে চলতে হবে অবস্যই কিন্তু বায়ু চলাচল শারীরিক ও মানসিক বিকাশ এর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ । তাই নিজেকে নিজের বাড়িতে জানালা বন্ধ রেখে শ্বাসরুদ্ধ করবেন না। নিজের জানালা বিনা কোনো সংকোচে খুলুন।

সূত্র:

  1. https://apps.who.int/iris/bitstream/handle/10665/112656/9789241507134_eng.pdf?sequence=1
  2. Jianyun Lu1, Jieni Gu1, Kuibiao Li1, Conghui Xu1, Wenzhe Su, Zhisheng Lai, Deqian Zhou, Chao Yu, Bin Xu Comments to Author , and Zhicon Author affiliations: Guangzhou Center for Disease Control and Prevention, Guangzhou, China (J. Lu, K. Li, C. Xu, W. Su, C. Yu, Z. Yang); Guangzhou Yuexiu District Center for Disease Control and Prevention, Guangzhou, China (J. Gu, Z. Lai, D. Zhou, B. Xu)
  3. https://www.who.int/news-room/commentaries/detail/modes-of-transmission-of-virus-causing-covid-19-implications-for-ipc-precaution-recommendations
  4. van Doremalen, N. et al. Aerosol and surface stability of SARS-CoV-2 as compared with SARS-CoV-1. N. Engl. J. Med. https://doi.org/10.1056/NEJMc2004973 (2020).

এই আর্টিকেলটি লিখেছেন ফারহান রহমান, বিজনেস এন্ড ক্লিনিকাল ডেভেলপমেন্ট টিম রেনাটা লিমিটেড। যেকোনো প্রশ্নের জন্য ইমেইল করুন : farhanrahman316@gmail.com

--

--