THE CONCEPT OF CURVATURE AND THE APPLICATION OF IT ON UNDERSTANDING HUMAN BODY AND DISEASES .

THE CONCEPT OF CURVATURE -

Curvature of a curve means the extent to which the line is curved at a point. Curvature at a point on a circle is a reciprocal of the radius of that circle. Normally, if the value of curvature of a curve is small, it should look like a straight line. Thus we can say that curvature actually represent the deviation of a curve on forming a straight line.

CURVATURE OF STOMACH -The stomach,one of the most important human body part , which has been opened along the greater curvature. The esophagus is at the left. lesser curvature can be seen In the fundus. . The lesser curvature does not appear to be an area of increased susceptibility to injury. The fact that this is the usual area for the development of chronic gastric ulceration could in part be explained by reflux of duodenal contents along the lesser curvature.

scoliosis and the spine curvature -

Scoliosis occurs due to the abnormal growth of the spine results in an abnormal curvature of the spine .Now,due to this abnormal curvature ,there is much pressure putting on the spine causing difficulties in sitting,walking like activities .There are different types of scoliosis — Structural scoliosis (Idiopathic scoliosis, Degenerative scoliosis, Neuromuscular scoliosis, Congenital scoliosis) and non-structural scoliosis. Scoliosis in our lumbar region is called lumbar scoliosis, in the thoracic region it is called thoracic scoliosis, thoracic-lumbar scoliosis and the cause of scoliosis is abnormality of any bone at birth, abnormal growth during puberty or excessive pressure on the spine. This makes it difficult to walk, the brain cannot maintain proper body balance, puts too much pressure on the spinal nerves and causes back pain. That is why we need to sit or stand properly when we are sitting or shaving so that there is not too much pressure on the spine. However, in case of the above disease, proper medical advice helps in curing the disease.

IN BENGALI -

(কোনো একটি বক্ররেখার বক্রতা বলতে বুঝাই কোনো একটি বিন্দুতে রেখাটি কি পরিমানে বক্র হয়েছে বক্ররেখাটি। কোনো একটি বৃত্তের ওপর অবস্থিত কোনো একটি বিন্দুতে বক্রতা ওই বৃত্তের ব্যাসার্ধের রেসিপ্রোকাল হয়।সাধরণত কোনো একটি বক্ররেখার বক্রতার মান যদি ছোট হয় তাহলে সেটি অনেকটা সরলরেখার মতন দেখতে হয় সেইজন্য বক্রতাকে বলা হয় কেন একটি বক্ররেখা সরলরেখা গঠন হতে কতটা চ্যুতি দেখাচ্ছে তার পরিমান। **

** আমাদের spine এর একটি নির্দিষ্ট বক্রতা থাকে এবং জন্মের সময় যে বক্রতা হয় সেটি বয়স বাড়ার সাথে সাথে পরিবর্তন হতে থাকে।। spine এর বক্রতা ও সঠিক গঠন আমাদের পেলভিসের ভারসাম্য বজায় রাখতে ,spinal নার্ভ গুলোর স্বাভাবিকত্ব বজায় রাখতে ও আমাদের শরীরের বডি ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে এর ফলে আমরা সঠিক ভাবে হাটতে ,বসতে পারি। এখন অনেক রোগ যেমন স্কোলিওসিস spine এর সম্মুখ বক্রতা কোনো বিন্দুতে খুব বেশি বা খুব কম হয়ে যাওয়ার জন্য সৃষ্টি হয়। **

**এখন স্কোলিওসিসের এর নানাবিধ প্রকার হয় -স্ট্রাকচারাল স্কোলিওসিস (Idiopathic স্কোলিওসিস,Degenerative scoliosis
,Neuromuscular স্কোলিওসিস,Congenital স্কোলিওসিস,)এবং নন স্ট্রাকচারাল স্কোলিওসিস। স্কোলিওসিস আমাদের লাম্বার অংশে হলে তাকে লাম্বার স্কোলিওসিস ,থোরাসিক অঞ্চলে হলে থোরাসিক স্কোলিওসিস ,থোরাসিও-লাম্বার স্কোলিওসিস বলা হয়ে থাকে এবং স্কোলিওসিসের এর কারণ হিসেবে জন্মের সময় থাকা কোনো হাড়ের অস্বাভাবিকতা ,বয়োসন্ধি কালে অস্বাভাবিক বৃদ্ধি বা spine এর ওপর প্রচন্ড চাপ এর সৃষ্টি হলে হয়ে থাকে। এটি হলে হাটতে অসুবিধা হয় ,মস্তিস্ক সঠিক ভাবে দেহের ভারসাম্য বজায় রাখতে পারে না ,spinal নার্ভ গুলোর ওপরে প্রচন্ড চাপ পরে এবং পিঠে ব্যাথার সৃষ্টি হয়। সেইজন্য আমরা যখন বসে বা দাড়িতে থাকি তখন সঠিক ভাবে বসা বা দাঁড়ানো দরকার যাতে spine এর ওপর খুব বেশি চাপের সৃষ্টি না হয়। তবে উপরিউক্ত রোগটি হলে সঠিক ডাক্তারি পরামর্শ রোগটির নিরাময়ে সাহায্য করে। )

SOURCE-

  1. https://www.spine-health.com/cond…/scoliosis/types-scoliosis](https://www.spine-health.com/cond…/scoliosis/types-scoliosis)**
  2. https://www.health.harvard.edu/a_to_z/scoliosis-a-to-z
  3. https://www.math24.net/curvature-radius/

--

--