Declarative UI নিয়ে কিছু কথা

S M Mohi-Us Sunnat
sunnat629.dev
Published in
1 min readMay 2, 2020

আমরা অনেকেই আছি, যারা এখন Android এ Flutter নিয়ে কাজ করি। Declarative UI এর কারণে এখন ডিজাইন করা অনেকের কাছেই সহজ হয় গেছে। Androidx এর JetPack এ নেটিভ Declarative UI নিয়ে কাজ হচ্ছে। এখনো Alpha স্টেজে আছে, খুব শীঘ্রই Stable হবে। তাই আমাদের আগে থেকেই এর খুটি-নাটি শিখে রাখা উচিত।

তবে আমি সবসময় মনে করি, কোন কিছু সরাসরি কোডিং যাওয়ার আগে এর রুট বা আর্কিটেকচার জানা দরকার। এর ফলে শুরুতে হয়ত বোরিং লাগবে বা অনেক সময় লাগবে, তবে একবার শিখা/জানার পর আর ডেভেলপিং-এ তেমন সমস্যায় পরতে হবে না।

তাই আজ Leland Richardson (Software Engineer at Google working on Android. Previously Airbnb) — এর লিখা একটি ব্লগ শেয়ার করছি। ইনি Composer Architecture ডেভেলপিং টিমের লিড-দের মধ্যে একজন।

এটি মূলত সবার জন্যই মানে React, Js, Flutter, Kotlin, Swift সকল কমিউনিটির জন্য প্রযোজ্য।

আশা করি, যারা Declarative UI নিয়ে কাজ শুরু করতে যাচ্ছেন, তাদের জন্য খুবই উপকারী একটি ব্লগ।

--

--