আপনি কি ফেইসবুক এর ছবির কোয়ালিটি নিয়ে বিরক্ত? ফটোশপ দিয়েই এবার ফেইসবুক এর ছবির মান ঠিক করুন!
বন্ধুর সাথে সেলফিটা দারুণ হয়েছে, এখনি আপলোড হয়ে যাক! বাসার ছাদ থেকে আকাশটা কি দারুণ দেখাচ্ছে, একটা ছবি ফেইসবুকে না দিলেই নয়। এমন কত ছবিই তো ফেইসবুকে দিতে হয়!
বেশ দারুণ একটা লোগো বানিয়েছি, ফেসিবুকে শেয়ার করতেই হবে। বিজনেস কার্ড বেশ ডিজাইন করেছি, Be Designer গ্রুপে শেয়ার করতেই হয়! ডিজাইনার দেরও এমন বিভিন্ন ডিজাইন ফেইসবুকে শেয়ার করার প্রবণতা থাকেই।
কিন্তু একটি ছবি তোলার পর বা ডিজাইন করার পর সেটি দেখে মন যেমন মুগ্ধ হয়ে যায়, ফেইসবুকে আপলোড করার পর সেই মুগ্ধতা আর থাকে না। কারণ ফেইসবুক সেই ছবির কোয়ালিটির ১৩ টা বাজিয়ে ফেলে।
তবে কিছু টেকনিক ব্যবহার করলে ছবির মান যথেষ্ঠ পরিমাণ ঠিক রাখা যায়। সেই উপায়ই আজকে সবার সাথে শেয়ার করবো :)
Photoshop এ একটি ছবি ওপেন করুন, অথবা যেকোন ছবি ফটোশপ এ এডিট করুন। এবার নিচের ধাপ গুলো ফলো করুন।
- File থেকে Save for web এ ক্লিক করুন অথবা ctrl + alt + shift + s চাপুন। নিচের মত একটি ডায়ালগ দেখতে পারবেন।
এখান থেকে প্রেসেট PNG-24 সিলেক্ট করবেন, Convert to sRGB সিলেক্ট করবেন। Image Size সর্বোচ্চ W: 2048 px দিবেন, এর বেশি না দেয়াই ভালো। এর থেকে ছোট দিতে পারেন সমস্যা নেই। এবার Save করে নিন।
খেয়াল করে দেখবেন পুর্বের তুলনায় ফেসবুক এ আপলোড করার পর ছবির মান অনেকখানি ঠিক থাকবে।