Md. Riadul Islam
TechBongo
Published in
3 min readMay 24, 2017

--

ইলাস্ট্রেটর কী ? কার্যক্ষেত্রে ইলাস্ট্রেটর এর ব্যবহার ।

what is illustrator

ইলাস্ট্রেটর হলো এক ধরনের ভেক্টর আকার প্রোগ্রাম । এর মাধ্যমে বিভিন্ন ধরনের ডিজাইন করা যায় । এটি সাধারনত ব্যাবহার করা হয় draw illustrations, cartoons, diagrams, charts and logos এর ক্ষেত্রে । এর কিছু সুবিধা অসুবিধা আছে ।

illustrator_what
illustrator_what_1

ইলাস্ট্রেটর এর কিছু প্রচলিত ব্যাবহার ঃ

1) Designing Logos

Fubiz
Yondr Studio
Giant Owl

By: awwward

2) Drawing Maps

Illustrated Summer Events Map
Illustrated Map of the Bay Area

By: idrawmaps

3) Drawing Illustrations

By : www.behance.net

4) Infographics

google-music-timeline-infographic.png
routines-of-creative-people-infographic.png
mens-dress-code-infographic.png

By: blog.hubspot.com

5) Photorealistic Drawings

Car technical illustration
camera
Camera technical illustration
Oil filter technical illustration
ABS infographics diagram

By : khulsey

6) Packaging Design

packaging design

By: sanna annukka

এখানে সামান্য কিছু ব্যাবহার এর কথা আছে । ইলাস্ট্রেটর এর বিভিন্ন্য ব্যাবহার আছে জানতে গুগল মামার সহায়তা নিন । আপনার যদি ফটোশপ এর উপর বিস্তৃত ধারনা থাকে তাহলে আপনার কাছে ইলাস্ট্রেটর অনেক সহজ মনে হবে । ফটোশপ না জানলেও সমস্যা নেই । আমরা আর কিছু সময় গেলেই ব্যাসিক ধারনা পাবো ইলাস্ট্রেটর সম্পর্কে ।

ধন্যবাদ । সবাইকে । হ্যাপি ডিজাইনিং ।

--

--

Md. Riadul Islam
TechBongo

I am a software Engineer. | I am really passionate about programming and experimenting with new things.