যালেম, শোষনকারী, জুলুমবাজ, অন্যায়কারী বা অত্যাচারী কারা?

Gateway to Truth
Unity Inc
Published in
1 min readNov 25, 2018

কুরআনে যেভাবে সংজ্ঞায়িত

\\ আল্লাহ্ যা অবতীর্ণ করেছেন তদনুসারে যারা বিধান দেই না তারাই যালিম — সূরা-৫, মায়িদা, আয়াত-৪৫

\\ কেবল যালিমরাই আল্লাহর আয়াতসমূহ অস্বীকার করে — সূরা-২৯, আনকাবূত, আয়াত-৪৯

উপরোক্ত আয়াত অনুসারে আল্লাহর কিতাব অনুসারে বিধান না দিলে সেই বিধান দেওয়ার এখতিয়ারের ব্যক্তি বা ব্যক্তিবর্গ যালিম।

\\ ‘তাদেরকে যখন বলা হয়, ‘আল্লাহ যা অবতীর্ণ করেছেন তা অনুসরণ কর।’ তারা বলে, ‘বরং আমরা আমাদের পিতৃপুরুষদেরকে যাতে পেয়েছি আমরা তারই অনুসরণ করব।’ শয়তান যদি তাদেরকে জ্বলন্ত অগ্নির শাস্তির দিকে আহ্বান করে, তবুও কি? — সূরা-৩১, লুকমান, আয়াত-২১

\\ ‘যখন তাদেরকে বলা হয়, ‘আল্লাহ যা অবতীর্ণ করেছেন তা অনুসরণ কর।’ তারা বলে, ‘না, বরং আমরা আমাদের পিতৃপুরুষদেরকে যাতে পেয়েছি আমরা তারই অনুসরণ করব।’ এমন কি, তাদের পিতৃপুরুষগণ যদিও কিছুই বঝিত না এবং তারা সপথেও পরিচালিত ছিল না; তথাপিও? — সূরা-২, বাকারা, আয়াত-১৭০

\\ ‘যখন তাদেরকে বলা হয়, ‘আল্লাহ যা অবতীর্ণ করেছেন তার দিকে ও রাসূলের দিকে আস’, তারা বলে, ‘আমরা আমাদের পিতৃপুরুষদেরকে যাতে পেয়েছি তাই আমাদের জন্য যথেষ্ট।’ যদিও তাদের পিতৃপুরুষগণ কিছুই জানিত না এবং তারা সপথেও পরিচালিত ছিল না; তবুও কি? — সূরা-৫, মায়েদা, আয়াত-১০৪

--

--

Gateway to Truth
Unity Inc

Freedom from sectarianism, schism, half-truth or distortions and journeying towards clarity and whole truth