শিক্ষার বাহন

Mahabubul Hasan
uzzal
Published in
1 min readMay 2, 2019

“মুখস্থ করিয়া পাস করাই তো চৌর্যবৃত্তি। যে ছেলে পরীক্ষাশালায় গোপনে বই লইয়া যায় তাকে খেদাইয়া দেওয়া হয়; আর যে ছেলে তার চেয়েও লুকাইয়া লয়, অর্থাৎ চাদরের মধ্যে না লইয়া মগজের মধ্যে লইয়া যায় সেই বা কম কি করিল? সভ্যাতার নিয়ম অনুসারে মানুষের স্মরণশক্তির মহলটা ছাপাখানায় অধিকার করিয়াছে। অতএব, যারা বই মুখস্ত করিয়া পাস করে তারা অসভ্য রকমের চুরি করে অথচ সভ্যতার যুগে পুরস্কার পাইবে তারাই?”

রবীন্দ্রনাথ ঠাকুর

--

--