SQL Command; SQL Statement

Imam Uddin
Freelancing Geek
Published in
2 min readSep 17, 2019

What Is SQL Command? What Is SQL Statement? SQL কমান্ড কি?গত পর্বে আমরা SQL এর Basic Concept গুলো দেখেছিলাম। আজ আমরা দেখবো SQL এর কিছু কমান্ড। কথা না বাড়িয়ে চলুন শুরু করি।

sql-query-select-girls
SQL Select Query | Freelancing Geek

SQL স্টেটমেন্ট(কমান্ড):

যে কোন প্রোগ্রামিং ভাষা তার নিজস্ব কত গুলো Syntax এর উপর ভিত্তি করে চলে । SQLও ব্যতিক্রম নয়। SQL এর কত গুলো সিন্টেক্স বা স্ট্যাটমেন্ট রয়েছে যা দিয়ে ডাটাবেজ তৈরী, টেবল তৈরী, মুছা, পরিবর্তন, পরিবর্ধন ইত্যাদি করা যায়।

SQL স্টেটমেন্ট(statement) এর মাধ্যমে ডেটাবেজের বেশির ভাগ ক্রিয়াকলাপ সম্পাদিত হয়। ডেটাবেজ সিস্টেমে স্টেটমেন্ট-সমূহকে আলাদা করার আদর্শ উপায় হলো সেমিকোলন(;) যা ডেটাবেজ সিস্টেম সার্ভারে একই সাথে একাধিক SQL স্টেটমেন্ট এক্সিকিউট করতে পারে।

SQL commands are instructions. It is used to communicate with the database. It is also used to perform specific tasks, functions, and queries of data.
SQL can perform various tasks like create a table, add data to tables, drop the table, modify the table, set permission for users.

sql command
SQL Command

এখন আমরা দেখবো SQL এ কিভাবে কমান্ড এর মাধ্যমে একটি টেবিল তৈরী করা যায় তা।

[ নিচের কোড গুলো আমার গিঠাবের গিস্ট থেকে আনা হয়েছে। ]

উপরের কোড গুলোতে লাল দাগ দেয়া শব্দ গুলো দ্বারা বুঝাচ্ছে ডাটাটাইপ, আর ব্রাকেটে দেয়া নাম্বার গুলো দিয়ে আপনি ক্যারেক্টার নির্ধারন করে দিতে পারেন। প্রতিটি ফিল্ড এর নাম আর ডাটা টাইপ দিয়ে শেষে কমা দিয়ে সেপারেট করে দিতে হয়। তবে শেষ ফিল্ড টিতে কমা দেয়া লাগে না। কমা দিলে কমান্ড এক্সিকিউট হবে না। জানেনই তো SQL খুবই sensitive একটি ডাটাবেজ ল্যাঙ্গুয়েজ।

নিচের ছবিতে দেখানো হয়েছে SQL এ সচরাচর ব্যবহৃত কিছু কমান্ড।

sql command
SQL Statement | Freelancing Geek

উপরের কমান্ড গুলো আশাকরি বুঝতে পেরেছেন। না বুঝলে কমেন্ট করুন। আপনার মতামত ব্যক্ত করুন। বেশি বেশি কোডিং প্রাক্টিস করুন আর নিজের কাজের দক্ষতা বাড়ান। Freelancing Geek এ আসার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।

powered by ImAmUDiN

--

--

Imam Uddin
Freelancing Geek

Web Developer | SEO Expert | Blogger | Social Media Expert | Professional Freelancer → https://fiverr.com/imamuddinwp