How To Become A Successful Freelancer

ফ্রিল্যান্সার হতে কি যোগ্যতা লাগবে?

NextGen Blog | Freelancer

যে কোন কাজের ক্ষেত্রেই দক্ষতা একটা অতি প্রয়োজনীয় বিষয়। পেশা হিসেবে Freelancing একটি স্বাধীন পেশা বলা হলেও এখানে Skill বা দক্ষতার বিকল্প নেই।

ফ্রিল্যান্সার হতে হলে প্রাথমিক ভাবে নিম্নোক্ত বিষয় গুলো জানা অত্যাবশ্যকীয়।

১ : আপনাকে কম্পিউটার ব্যবহার জানতে হবে
২ : ইন্টারনেট ব্যবহার জানতে হবে
৩ : ইন্টারনেট থাকে কোন কিছু কিভাবে সার্চ করে খুঁজে পেতে হয় এ জানতে হবে
৪ : ইংরেজি তে ভালো স্কিল থাকতে হবে, কমপক্ষে কারো সাথে চ্যাট করে কথা বলা জানতে হবে , তার কথা বুঝতে হবে
৫ : আপনার ফ্রি সময় থাকতে হবে
৬ : এই কয়েকটি যোগ্যতা থাকলে আপনি Freelancing করার সিদ্বান্ত নিতে পারেন

এবার আসুন আপনি কিভাবে কি ভাবে সফল হবেন ?

NextGen Blog | Top Ten Tips

১ : যে কোর্স টি আপনি করবেন তার সম্পর্কে আগে ভালো করে জানুন
২ : কোর্স টি তে কি কি শিখতে হবে তা কারো থাকে অথবা গুগল থাকে জানুন
৩ : ইউটুবে দেখতে ফ্রীলান্সার হবেন এই সব চিন্তা মাথা থেকে দূরে রাখুন, কারণ সবাই ইউটুবে দেখে ফ্রীলান্সার হতে পারে না, সব চেয়ে ভালো expert কারো help নিন
৪ : আপনি যদি কোন ইনস্টিটিউট থেকে শিখতে চান তা হলে আপনার ক্লাস এবং সিলেবাস দেখুন, তারা যা শিখাবে তা কি বেসিক নাকি অ্যাডভান্স
৫ : বর্তমানে বেসিক শিখে কোন লাভ নাই, ইউটিউবে বেশি বেসিক ভিডিও দিয়ে ভরা, তাই এইখান থাকে ফার্স্ট সাজেশন নিতে পারেন
৭ : যাই শিখবেন সময় দিয়ে শিখবেন , তাড়াতাড়ি করার কোন দরকার নাই
৮ : ইনকাম আর চিন্তা আগে করবেন না, আগে নিজেকে দক্ষ করুন
৯ : বর্তমানে freelancing অনেক অ্যাডভান্স, সো যেখান থাকে কোর্স করবেন আগে কয়েকটা প্রতিষ্টান যাচাই করবেন, তার পরে আপনি সিদ্ধান্তনিবেন
১০ : আইটি কোর্স করে শুধু অনলাইন কাজ করা না, আপনি চাইলে বাংলাদেশে যে কোন সফটওয়্যার কোম্পানি কাজ করতে পারবেন, সো কাজ নিয়ে টেনশন করবেন না, বাংলাদেশ অনেক যোগ্য লোকের অভাব আছে , তাই মন দিয়ে কাজ শিখুন, আপনি ১০০% সফল হবেন

কি কি কারণে আপনি আপনি সফল হবেন না ?

NextGen Blog | Success Failure

১ : CPA মার্কেটিং কোর্স কোন দিন করবেন না, কারণ এইটা কোন প্রোফেসনাল কোর্স না, ৯০% প্রতিষ্টান dating অফার শিখায়
২ : ইংলিশ এ দুর্বল থাকলে আপনি সফল সফল হবেন না
৩ : ভালো ইনস্টিটিউট থাকে না কোর্স না করলে আপনি ভালো কিছু শিখতে পারবেন না, সে জন্য আপনি সফল হতে পারবেন না
৪ : শিক্ষার আগে টাকা ইনকাম করতে চাইলে সফল হবেন না
৫ : আপনার সব কাজ থাকে ফ্রীল্যানসিং কে গুরুত্ব না দিলে আপনি সফল হবেন না
৬ : ফ্রিল্যান্সিং পার্টটাইম কাজ হিসাবে নিলে আপনি সফল হবেন না,কারণ বায়ার আপনার জন্য কাজ নিয়ে বসে থাকবে না

নোট : ১০/১৫ হাজার টাকার চাকরির জন্য ১৮-২০ বছর স্টাডি করতে পারে তার জন্য অপেক্ষা করতে পারে কিন্তু ফ্রীল্যান্সিং করার জন্য ৩-৪ মাস অপেক্ষা করতে পারে না , আর এই জন্য আমাদের ক্যরিয়ার উন্নতি কম, আমরা অন্যের তা দেখে লোভ সামলাইতে পারি না , কিন্তু এইটা চিন্তা করে না সে ব্যক্তি কিবভাবে সফল হয়েছে, আমি ও তার মতো কষ্ট করবো

কোন কোর্স গুলো সব চেয়ে ভালো :

NextGen Blog | Freelancing Career

# Web Design And Development
#
Digital Marketing
#
Affiliate Marketing
#
Graphics Design
#
Video Editing
#
Search Engine Optimization

ধন্যবাদ সবাইকে ।

কৃতজ্ঞতাঃ মুনীর আহমাদ।

--

--